ইতিহাস ৩য় পত্র -১২১৫০১, ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২২
ক বিভাগ
১. বখতিয়ার খলজি কখন বাংলা জয় করেন?
উত্তর: বখতিয়ার খলজি ১২০৪ খ্রিস্টাব্দে বাংলা জয়
করেন।
২. 'তবকাত-ই-নাসিরি' বিখ্যাত কেন?
উত্তর: তবকাত-ই-নাসিরি সুলতানি
আমলের একমাত্র ধারাবাহিক গ্রন্থ হওয়ার কারণে বিখ্যাত।
৩ . বাংলার স্বাধীন সালতানাত কে
প্রতিষ্ঠা করেন?
উত্তর: বাংলার স্বাধীন সালতানাত
শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রতিষ্ঠা করেন।
৪. ইবনে বতুতা কে ছিলেন?
উত্তর: ইবনে বতুতা ছিলেন মরক্কোর
একজন বিখ্যাত মুসলিম পর্যটক।
৫. 'শাহ-ই-বাংলা' কার উপাধি ছিল?
উত্তর: 'শাহ-ই-বাংলা' শামসুদ্দিন
ইলিয়াস শাহের উপাধি ছিল।
৬. একডালা দুর্গ কোথায়?
উত্তর: একডালা দুর্গ দিনাজপুরে।
৭. গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ
করেন?
উত্তর: গৌড়ের ছোট সোনা মসজিদ আলাউদ্দিন
হোসেন শাহ নির্মাণ করেন।
৮. ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী
স্থাপন করেন?
উত্তর: ইসলাম খান ১৬১০ সালে ঢাকায়
রাজধানী স্থাপন করেন।
৯. 'বলগাকপুর' শব্দের অর্থ কী?
উত্তর: 'বলগাকপুর' শব্দের অর্থ
বিদ্রোহের নগরী।
১০. 'মালজামিনি' ব্যবস্থা কে প্রবর্তন
করেন?
উত্তর: 'মালজামিনি' ব্যবস্থা নবাব
মুর্শিদকুলী খান প্রবর্তন করেন।
১১. পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে
কে নেতৃত্ব দিয়েছিলেন
উত্তর: পলাশির যুদ্ধে ইংরেজদের
পক্ষে রবার্ট ক্লাইভ নেতৃত্ব দিয়েছিলেন।
১২. তারিখ-ই-ফিরোজশাহি' গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ তারিখ-ই-ফিরোজশাহি' গ্রন্থের
রচয়িতা জিয়াউদ্দিন।
১৩. হোসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা
কে?
উত্তরঃ হোসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা
আলাউদ্দিন হোসেন শাহ।
১৪. দ্বৈতশাসন বলতে কী বুঝ? মা
১৫. রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত
হয়?
উত্তরঃ রাজমহলের যুদ্ধ ১৫৭৬ খ্রিস্টাব্দের
১২ জুলাই।
১৬. ঈশা খান কে ছিলেন?
উত্তর: ঈশা খান ছিলেন বারোভূঁইয়াদের
শক্তিশালী নেতা।
১৭.ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম
কারা বাংলায় আগমন করেন।
উত্তরঃ ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম
পর্তুগিজরা বালায় আগমন করেন।
১৮.পরীবিবি কে ছিলেন?
উত্তর: পরীবিবি ছিলেন শায়েস্তা
খানের কন্যা।
১৮.শায়েস্তা খান কে ছিলেন?
উত্তর: শায়েস্তা খান ছিলেন বাংলার
সুবাদার।
১৯.মুর্শিদকুলী খানের রাজধানী কোথায়
ছিল?
উত্তর: মুর্শিদকুলী খানের রাজধানী
ছিল মুর্শিদাবাদে।
২০.পলাশি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পলাশি ভাগীরথী নদীর তীরে অবস্থিত।
২১.নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম
কী?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলার মাতার
নাম আমেনা বেগম
২২.বখতিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ
করেন?
উত্তর : বখতিয়ার খলজি আফগানিস্তানের
গরমশির বা আধুনিক দশত ই মার্গে জন্মগ্রহণ করেন।
২৩. 'তবকাত ই নাসিরি' গ্রন্থের
রচয়িতা কে?
উত্তর: 'তবকাত ই নাসিরি' গ্রন্থের
রচয়িতা মিনহাজ ই সিরাজ।
২৪. বাংলায় স্বাধীন সালতানাত কে
প্রতিষ্ঠা করেন?
উত্তর: বাংলায় স্বাধীন সালতানাত
শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রতিষ্ঠা করেন।
২৫. ইবনে বতুতা কে ছিলেন?
উত্তর: ইবনে বতুতা ছিলেন মরক্কোর
একজন বিখ্যাত মুসলিম পর্যটক।
২৬. একডালা দুর্গ কোথায়?
উত্তর: একডালা দুর্গ পশ্চিম দিনাজপুর
জেলার ধনজয় পরগনাস্থ একডালা গ্রামে অবস্থিত।
২৭. বলগাকপুর শব্দের অর্থ কী?
উত্তর: বলগাকপুর শব্দের অর্থ বিদ্রোহের
নগরী।
২৮. রাজা গণেশ কে ছিলেন?
উত্তর : রাজা গণেশ ছিলেন ইলিয়াস
শাহি বংশের অন্তর্বর্তীকালীন সময়ে বাংলায় হিন্দু রাজবংশের প্রতিষ্ঠাতা।
২৯. সোনারগাঁও বিখ্যাত কেন?
উত্তর: স্বাধীন বাংলার প্রথম রাজধানীর
জন্য সোনারগাঁও বিখ্যাত।
৩০. ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী
স্থাপন করেন?
উত্তর: ইসলাম খান ১৬১০ সালে ঢাকায়
রাজধানী স্থাপন করেন।
৩১. বাংলার প্রথম নবাব কে ছিলেন?
উত্তর: বাংলার প্রথম নবাব মুর্শিদকুলী
খান ছিলেন।
৩২. বাংলায় প্রথম মুসলিম শাসক কে
ছিলেন?
উত্তর: বাংলায় প্রথম মুসলিম শাসক
ছিলেন বখতিয়ার খলজি।
৩৩. 'রিয়াজ উস সালাতিন' গ্রন্থের
রচয়িতা কে?
উত্তর: 'রিয়াজ উস সালাতিন' গ্রন্থের
রচয়িতা গোলাম হোসেন সলিম।
৩৪. 'শাহ ই বাঙালা' কার উপাধি ছিল?
উত্তর: শাহ ই বাঙালা' শামসুদ্দিন
ইলিয়াস শাহের উপাধি ছিল।
৩৫. হোসেনশাহি বংশের প্রতিষ্ঠাতা
কে?
উত্তর: হোসেনশাহি বংশের প্রতিষ্ঠাতা
আলাউদ্দিন হোসেন শাহ।
৩৬. সুফিবাদের উৎস কী?
উত্তর: সুফিবাদের উৎস কুরআন ও হাদিস।
৩৭. পান্ডুয়ার আদিনা সোনা মসজিদ
কে নির্মাণ করেন?
উত্তর: পান্ডুয়ার আদিনা সোনা মসজিদ
সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন।
৩৮. ঈশা খান কে ছিলেন?
উত্তর: ঈশা খান ছিলেন বারোভূঁইয়াদের
শক্তিশালী নেতা।
৩৯. পরীবিবি কে ছিলেন?
উত্তর: পরীবিবি ছি ছিলেন সুবাদার শায়েস্তা খানের কন্যা।
৪০. 'মালজামিনি' ব্যবস্থা কে প্রবর্তন
করেন?
উত্তর: 'মালজামিনি' ব্যবস্থা নবাব
মুর্শিদকুলী খান প্রবর্তন করেন।
৪১. পলাশি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পলাশি ভাগীরথী নদীর তীরে
অবস্থিত।
৪২. জব চার্নক কোন গ্রামের জমিদারি
লাভ করেছিলেন?
উত্তর: জব চার্নক সুতানটি, গোবিন্দপুর
ও কলকাতা গ্রামের জমিদারি লাভ করেছিলেন।
৪৩. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালে
সংঘটিত হয়।
৪৪. বখতিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ
করেন? উত্তর: বখতিয়ার খলজি আফগানিস্তানের গরমশির বা আধুনিক দশত ই মার্গে জন্মগ্রহণ
করেন।
৪৫. 'তবকাত-ই-নাসিরী' গ্রন্থের
লেখক কে?
উত্তর: তবকাত ই নাসিরি গ্রন্থের
লেখক মিনহাজ ই সিরাজ।
৪৬. বাংলায় স্বাধীন সালতানাত কে
প্রতিষ্ঠা করেন?
উত্তর: বাংলায় স্বাধীন সালতানাত
শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রতিষ্ঠা করেন।
৪৭. একডালা দুর্গ কোথায়?
উত্তর: একডালা দুর্গ দিনাজপুরে।
৪৮. ছোট সোনা মসজিদ কে নির্মাণ
করেন?
উত্তর: ছোট সোনা মসজিদ আলাউদ্দিন
হোসেন শাহ নির্মাণ করেন।
৪৯. রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত
হয়?
উত্তর: রাজমহলের যুদ্ধ ১৫৭৬ খ্রিস্টাব্দের
১২ জুলাই ১ সংঘটিত হয়।
৫০. ইবনে বতুতা কে ছিলেন?
উত্তর: ইবনে বতুতা ছিলেন মরক্কোর একজন বিখ্যাত ১
মুসলিম পর্যটক।
৫১. শায়েস্তা খান কে ছিলেন?
উত্তর: শায়েস্তা খান ছিলেন বাংলার
সুবাদার এবং মমতাজ মহলের ভ্রাতা।
৫২. বাংলার প্রথম নবাব কে ছিলেন?
উত্তর: বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খান ছিলেন।
৫৩. সোনারগাঁও কেন বিখ্যাত?
উত্তর: স্বাধীন বাংলার প্রথম রাজধানীর জন্য সোনারগাঁও
বিখ্যাত
৫৪. মির কাসিম কে ছিলেন?
উত্তর: মির কাসিম ছিলেন মির জাফরের
জামাতা ও কোম্পানির শাসনাধীন বাংলার দ্বিতীয় নবাব।
৫৫. সিরাজউদ্দৌলাকে কে হত্যা করেছিল?
উত্তর: সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল
মোহাম্মদী বেগ
খ বিভাগ
১. বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের পটভূমি
উল্লেখ কর।
২. ফখরুদ্দিন মুবারক শাহের কৃতিত্ব
মূল্যায়ন কর।
৩. বাংলায় মুসলিম শাসন সুদৃঢ়করণে
ইসলাম খানের ভূমিকা কী ছিল?
৪. সুবাদার শায়েস্তা খানের আমলে
বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?
৫. রাজা গণেশ কে ছিলেন?
৬ .পলাশি যুদ্ধের কারণ কী ছিল?
৭. বক্সারের যুদ্ধের ফলাফল কী ছিল?
৮. দ্বৈতশাসন বলতে কী বুঝ?
৯. মধ্যযুগ বলতে কি বুঝো?
১০. আলাউদ্দিন হোসেনশাহকে ' নৃপতি
তিলক' বলা হয় কেনো?
১১. রবার্ট ক্লাইভ কে ছিলেন?
১২. মালজামিনি ব্যাবস্থা কি?
১৩. সেন বংশ পতনের কারণগুলো লিখ।
গ বিভাগ
১. মধ্যযুগের বাংলার ইতিহাস পুনর্গঠনের
উৎসগুলো আলোচনা কর।
২. ইবনে বতুতার বিবরণীর আলোকে বাংলার
আর্থ-সামাজিক অবস্থা বিশ্লেষণ কর।
৩. সুলতান আলাউদ্দিন হোসেন শাহের
কৃতিত্ব মূল্যায়ন কর।
৪. হোসেন শাহী যুগকে বাংলার ইতিহাসে
'স্বর্ণযুগ' বলা হয় কেন?
৫. রাজা গণেশের উত্থান ও পতন আলোচনা
কর।
৬ . বাংলার সুবাদার হিসেবে মির
জুমলার কৃতিত্ব আলোচনা কর।
৭. বাংলায় মুর্শিদকুলী খানের রাজস্ব
সংস্কার আলোচনা কর।
৮. বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির
দিওয়ানি লাভের পটভূমি আলোচনা কর।
৯.সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের
কৃতিত্ব লেখ।
১০। হোসেনশাহি যুগকে বাংলার ইতিহাসে
স্বর্ণযুগ বলা হয় কেন?
১১. বারোভূইয়া কারা? ঈসা খানের
কৃতিত্ব লেখ।
১২.বক্সারের যুদ্ধের পটভূমি ও তাৎপর্য
ব্যাখ্যা কর।