হরমোন কি, কত প্রকার,
হরমোনের কি কাজ করে
যে জৈব রাসায়নিক পদার্থ অন্তক্ষরা গ্রন্থি
হতে নিঃসৃত হয়ে বার্তাবহরূপে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে এবং
দেহের নানাবিধ বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে দেহের রাসায়নিক সংযোজন রক্ষা করে তাকে
হরমোন বলে।
হরমোন কত প্রকারঃ হরমোন ৫ প্রকার। যথাঃ
১। টেস্টোস্টেরন
২। ইন্ট্রোজেন ও প্রজোস্টেরন
৩। ইনসুলিন
৪। গ্রোথ হরমোন
৫। রিলাক্সিন
নিম্নে বিভিন্ন প্রকার হরমোনের কি কাজ করে তার বর্ণনা দেওয়া হলোঃ
১। টেস্টোস্টেরনঃ এ হরমোন পুরুষের আনুষঙ্গিক যৌন বৈশিষ্ট্য প্রকাশে
এবং শুক্রাণু উৎপাদনে ভূমিকা পালন করে ।
২। ইস্ট্রোজেন ও প্রজোস্টেরন : এ হরমোন
স্ত্রী লোকের আনুষঙ্গিক যৌন বৈশিষ্ট্য প্রকাশে এবং প্লাসেন্টা গঠনে ভূমিকা পালন করে।
ডিম্বাশয়, অ্যাড্রোনাল গ্রন্থি এবং গর্ভাবস্থায় গর্ভফুল থেকে এ সকল হরমোন তৈরি হয়।
৩। ইনসুলিন : এ হরমোন রক্তে গ্লুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাসে ভূমিকা রাখে ।
৪। গ্রোথ হরমোনঃ মস্তিষ্কের পিটুইটারী
গ্রন্থি থেকে নিঃসৃত এ হরমোন দেহের বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে। এর প্রভাবে মানুষের
উচ্চতার হ্রাস-বৃদ্ধি ঘটে ।
৫। রিলাক্সিন : এ হরমোন গর্ভাবস্থায় স্ত্রীলোকের
শ্রোণীবন্ধনী শিথিল করার ক্ষেত্রে ভূমিকা রাখে ভিটামিন।
Thank you
ReplyDelete