শশাঙ্ককে প্রাচীন বাংলার ইতিহাসের প্রথম স্বাধীন রাজা বলা হয় কেন?

শশাঙ্ককে প্রাচীন বাংলার ইতিহাসের প্রথম স্বাধীন রাজা বলা হয় কেন?

শশাঙ্ককে প্রাচীন বাংলার ইতিহাসের প্রথম স্বাধীন রাজা বলা হয় কেন?


প্রাচীন বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি  অবিস্মরণীয় নাম। বাঙালি রাজাগণের মধ্যে তিনিই প্রথম সার্বভৌম নৃপতি হন। তার উত্থান, ঘটনাবহুল জীবন এবং কৃতিত্ব এককথায় সবকিছুই বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। তিনি প্রাচীন বাংলার সর্বত্রই সুশাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করেন ।

 

প্রথম স্বাধীন রাজা বলার কারণসমূহ :

 

শশাঙ্ক প্রাচীন বাংলার রাজনীতিতে উল্কাপিন্ডের মতো নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি কিছুকাল শাসন করে আবার বিলীন হয়ে যান তথাপি শশাঙ্কের রাজত্বকাল বাংলার রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নিচে শশাঙ্ককে স্বাধীন রাজা বলার কারণসমূহ আলোচনা করা হলো :

 

স্বাধীন গৌড় রাজ্যের উত্থান :

 ভারতে শশাঙ্কের বংশের পরিচয় ছিল অজ্ঞাত। তথাপি তিনি নিজ শক্তি ও সাহসের বলে ইতিহাসের পাদ প্রদীপের সামনে এসে দাঁড়ান এবং নিজের যোগ্যতায় সাফল্য লাভ করেন। তার মাধ্যমেই ৬০৬ সালে স্বাধীন গৌড় রাজ্যের উত্থান ঘটে ।

Post a Comment

Previous Post Next Post