বাংলাদেশ লিবারেশন ফোর্স(BLF)
বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনকে এগিয়ে
নেওয়ার জন্য বঙ্গবন্ধু ১৯৬২ সালে বিএলএফ নামে একটি গুপ্ত সংগঠন তৈরি করেন। যা পরে
মুক্তিযুদ্ধের সময় মুজিববাহিনী নাম ধারণ করে।
মুজিব বাহিনীর সদস্য সংখ্যা ছিল ২০,০০০
জন। এর নেতা ছিলেন চারজন।
১. তোফায়েল আহমেদ,
২. আব্দুর রাজ্জাক,
৩. সিরাজুল আলম খান,
৪. শেখ ফজলুল হক মনি ।
মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ চালানোর দায়িত্ব যেন চরমপন্থীদের হাতে চলে যেতে না পারে সেদিকে লক্ষ রাখাই ছিল এই নেতাদের কাজ । বাহিনীর প্রশিক্ষক ছিলেন হাসানুল হক ইনু।
মুজিব ব্যাটারি কি?
মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ ইউনিট হচ্ছে
মুজিব ব্যাটারি।
মুক্তিযুদ্ধের সময় ভারতের কোনাবনে ১৯৭১ সালের ২২ জুলাই বঙ্গবন্ধুর নামে বাংলাদেশ সেনাবাহিনীর ১২ গোলন্দাজ ইউনিট “মুজির ব্যাটারি" গঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর ৬টি কামান নিয়ে এই ইউনিট গঠিত হয়। “মুজিব ব্যাটারি” ২নং সেক্টরে যুদ্ধে অংশ নেয়।
মুক্তিফৌজ গঠন কবে কোথায় গঠিত হয়?
১৯৭১ সালের ৩রা এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়া
চা বাগানে জেনারেল ওসমানীর ৫০০০ সামরিক ও ৮০০০ বেসামরিক, মোট ১৩০০০ হাজার যোদ্ধা নিয়ে
সর্বপ্রথম মুক্তিফৌজ গঠিত হয় । পরে ১১ এপ্রিল ১৯৭১ মুক্তিফৌজ' নাম পরিবর্তন করে নাম
রাখা হয় ‘মুক্তি বাহিনী'।
প্রশ্নঃ পৃথিবীর কয়টি দেশ স্বাধীনতার
ঘোষণা দিয়ে স্বাধীন হয়? (বিসিএস ভাইভা)
উত্তর : ২টি। ১. বাংলাদেশ ২. আমেরিকা ।
প্রশ্ন : পৃথিবীর কয়টি দেশ যুদ্ধ করে
স্বাধীন হয়? (বিসিএস ভাইভা)
উত্তর : ৪টি।
১. বাংলাদেশ,
২. কম্বোডিয়া,
৩. যুক্তরাষ্ট্র,
৪. ভিয়েতনাম ।
প্রশ্নঃ আমেরিকার যুদ্ধকে স্বাধীনতা যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা হয় কেন? কী জানেন? (বিসিএস ভাইভা)
উত্তর : আমেরিকা ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা ঘোষণা করে। পরে ১৭৮৩ সালে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যম স্বাধীনতা পায়। কিন্তু, বাংলাদেশ ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে ১৬ ডিসেম্বর পাক বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে। পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা নিশ্চিত করে। তাই আমেরিকার যুদ্ধকে স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা হয় ।
প্রশ্নঃ আমেরিকা ব্রিটিশ শাসনাধীন ছিল। কিন্তু তারা কমনওয়েলথ-এর সদস্য নয় কেন?
উত্তর : ব্রিটিশ শাসিত যে সব অঞ্চলগুলোকে বিভিন্ন সময়ে বৃটিশ সরকার কর্তৃক স্বাধীনতা দেওয়া হয় সে সকল দেশ কমনওয়েলথ এর সদস্য । কিন্তু আমেরিকাকে স্বাধীনতা দেওয়া হয় নি ৷ বরং মার্কিনী জনগণ স্বাধীনতার ঘোষণা দিয়ে ১৭৮৩ সালে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করে । তাই তারা কমনওয়েলথের সদস্য নয়।
প্রশ্নঃ চার খলিফা কারা? (বিসিএস ভাইভা)
স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ-এর নেতৃবৃন্দকে চার খলিফা বলা হয়। ছাত্রলীগের ২জন ও ডাকসুর ২জনই মূলত চার খলিফা । এরা হলেন- ছাত্রলীগের
১. নূরে আলম সিদ্দিকী ।
২. শাজাহান সিরাজ
ডাকসুর
১. আব্দুর রব
২. আব্দুল কুদ্দুস মাখন
প্রশ্নঃ সুবর্ণ সুযোগ পেয়েও ৭ মার্চের
ভাষণে বঙ্গবন্ধু প্রত্যক্ষ স্বাধীনতার ঘোষণা থেকে বিরত থাকলেন কেন? (বিসিএস ভাইভা)
.
উত্তরঃ
১। কেন্টনম্যান্টে সেনা ও বিমান বাহিনীর
সদস্যরা সশস্ত্র অবস্থায় ছিল । বড় ধরনের নাশকতা এড়াতে তিনি সেদিন জন সমাবেশে স্বাধীনতার
ঘোষণা দেননি ।
২। ২৫ মার্চ অ্যাসেম্বলির তারিখ নির্ধারিত
ছিল । এমতাবস্থায় ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে তিনি আন্তর্জাতিক সমর্থন হারাতে পারতেন।