গবেষণা পদ্ধতি ,বিষয় কোড : ২২২০০৭, Sociology Honours 2nd year suggestion 2022 questions PDF

গবেষণা পদ্ধতি ,বিষয় কোড : ২২২০০৭


গবেষণা পদ্ধতি ,বিষয় কোড : ২২২০০৭

 

ক বিভাগ

১. সামাজিক গবেষণা কী?

উত্তর: সাধারণত সামাজিক বিজ্ঞানসমূহের তত্ত্ব গঠনের উদ্দেশ্যে যে সকল গবেষণাকার্য পরিচালিত হয় তাই সামাজিক গবেষণা।

২. তত্ত্বের সংজ্ঞা দাও ।

উত্তর : সামাজিক গবেষণায় কোনো অনুমিত সিদ্ধান্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন সত্য বলে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হয় তখন তাকে তত্ত্ব বলা হয়।

৩. প্রত্যয় বলতে কী বুঝ?

উত্তর : যে শব্দগুলো ব্যবহার করে কোনো বিষয়কে উপস্থাপন করা হয় তাই প্রত্যয়।

৪. বিমূর্তায়ন কী?

উত্তর: বিমূর্তায়ন হলো একটি প্রক্রিয়া বিশেষ যেখানে কোনো বিষয়কে দেখা যায় না, ধরা যায় না এবং ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায়।

৫. পরিমাপ কী?

উত্তর : সাধারণত কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যবস্থার ওপর সংখ্যা আরোপ করার প্রক্রিয়াই পরিমাপ ।

৬. উন্মুক্ত প্রশ্নমালা বলতে কী বুঝ ?

উত্তর : যে প্রশ্নমালার ক্ষেত্রে কোনো নির্ধারিত উত্তর থাকে না এবং উত্তরদাতা স্বাধীনভাবে উত্তর প্রদান করতে পারে সে পদ্ধতিই উন্মুক্ত প্রশ্নমালা ।

৭.নমুনায়ন কী?

উত্তর : যে পদ্ধতিতে সমগ্রক থেকে প্রতিনিধি বা নমুনা চয়ন করা হয় তাই নমুনায়ন ।

 ৮।. সামাজিক জরিপের সংজ্ঞা দাও

উত্তর : সামাজিক জরিপ হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ করা হয়।

৯. সংকেতায়ন কী?

উত্তর : সাধারণত গুণবাচক প্রত্যেক উপাত্তের সংখ্যার বন্টন প্রক্রিয়াই সংকেতায়ন ।

১০.সারণিবদ্ধকরণের সংজ্ঞা দাও।

উত্তর : সাধারণত কতকগুলো সাধারণ বৈশিষ্ট্য অনুসারে তথ্যকে সাজানোর পদ্ধতিকে সারণিবদ্ধকরণ বলে।

১১. পূর্বানুমান কী?

উত্তর : বিজ্ঞানভিত্তিক গবেষণায় অবতীর্ণ হওয়ার পূর্বে জ্ঞান ও পর্যবেক্ষণকৃত পূর্ব জ্ঞানের ভিত্তিতে গবেষক তার গবেষণাধীন বিষয় সম্পর্কে যে সাময়িক সিদ্ধান্তে উপনীত হন তাই পূর্বানুমান।

১২. গবেষণা প্রস্তাবনা কী?

উত্তর : গবেষণা কার্য সম্পর্কে গবেষকের যাবতীয় কর্ম পন্থা ও নির্দেশনা সম্বলিত বিবরণ গবেষণা প্রস্তাবনা

১৩. "Sociology is the science with the most methods but the fewest results." উক্তিটি কার?

উত্তর : "Sociology is the science with the most methods but the fewest results. " উক্তিটি ফরাসি গণিতবিদ হেনরি পয়করের।

১৪. চলক কাকে বলে?

উত্তর : পরিবর্তনশীল রাশিকে চলক বলে যা স্থান কাল পাত্রভেদে বিভিন্ন মান পরিগ্রহ করে থাকে।

১৫. প্রকৃতির ভিত্তিতে উপাত্ত কত প্রকার?

উত্তর : প্রকৃতির ভিত্তিতে উপাত্ত দুই প্রকার। যথা : ক. গুণবাচক ও খ. পরিমাণবাচক ।

১৬. পূর্বানুমান কত প্রকার?

উত্তর : পূর্বানুমান প্রধানত দুই প্রকার। যথা: ১. পরিসংখ্যানিক পূর্বানুমান ও ২. অপরিসংখ্যানিক পূর্বানুমান।

১৭. নির্দেশক কী?

উত্তর : গবেষণাকার্য সম্পাদনের নিমিত্তে উত্তরদাতার নিকট থেকে সরাসরি উত্তর পাওয়ার জন্য ব্যবহৃত চলকের খণ্ডিত অংশই নির্দেশক ।

১৮. 'Survey Research Methods' গ্রন্থটির রচয়িতা কে?

 উত্তর : 'Survey Research Methods' গ্রন্থটির রচয়িতা হলেন ফ্লোয়েড জে. ফলার (Floyd J. Fowler)।

১৯.গাটম্যান স্কেল কত সালে উদ্ভাবন করা হয়?

উত্তর : গাটম্যান স্কেল ১৯১৯ সালে উদ্ভাবন করা হয়।

২০. আবদ্ধ প্রশ্ন কী?

উত্তর : যে প্রশ্নমালায় প্রশ্ন শেষে উক্ত প্রশ্নের এক বা একাধিক উত্তর নির্দিষ্ট করা থাকে এবং উত্তরদাতাকে নির্ধারিত উত্তর থেকে একটি উত্তর নির্বাচন করার পদ্ধতিই আবদ্ধ প্রশ্ন।

২১. FGD এর পূর্ণরূপ কী?

উত্তর : FGD এর পূর্ণরূপ হলো Focus Group Discussion.

২১. সম্পাদনা কী?

উত্তর : গবেষণাকার্যে ব্যবহৃত তথ্য বা উপাত্তে বিদ্যমান ত্রুটি। বিচ্যুতির পরিমাণ হ্রাস, প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্তকরণ, বর্জন এবং সার্বিক সংগতি বজায় রাখার জন্য সংগৃহীত তথ্যকে সতর্কভাবে পরীক্ষা-নিরীক্ষা করাই সম্পাদনা।

২২. সম্ভাবনা নমুনায়ন কী ?

উত্তর : নমুনায়নের যে প্রক্রিয়ায় সমগ্রকের প্রতিটি এককের প্রতিনিধিত্ব নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই সম্ভাবনা নমুনায়ন ।

২৩. একটি গবেষণা প্রতিবেদনের মূল অংশ কয়টি?

উত্তর : একটি গবেষণা প্রতিবেদনের মূল অংশ তিনটি। যথা: ১. প্রারম্ভিক অংশ, ২. মূল অংশ এবং ৩. নির্দেশিকা

২৪. 'Methods in Social Research' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : 'Methods in Social Research' অটি রচয়িতা হলেন বিশিষ্ট সমাজ গবেষক উইলিয়াম জে. পুডি এবং পি. কে. হ্যাট।

২৫. গবেষণার মূলভিত্তি কী?

উত্তর : গবেষণার মূলভিত্তি হলো উপাত্ত ।

২৬. প্রত্যয়ের মৌলিক কাজ কয়টি?

উত্তর : প্রত্যয়ের মৌলিক কাজ দুটি।

২৭. সূত্র কী?

উত্তর কোনো সমস্যা সমাধানের স্বতঃসিদ্ধ বা বাস্তবিক নিয়মই সূত্র। উপাত্ত হলো বিশ্ব সম্পর্কে তথ্য বা পর্যবেক্ষণ।- উক্তিটি কার?

 উত্তর : উপাত্ত হলো বিশ্ব সম্পর্কে তথ্য বা পর্যবেক্ষণ।"- উক্তিটি জি.আর. অ্যাডামসের।

২৮. পরিমাপের পর্যায়সমূহ কী?

 উত্তর : পরিমাপের পর্যায়সমূহ হলো- ১. নামসূচক পর্যায়, ২. ক্রমসূচক পর্যায়, ৩. ব্যাপ্তিসূচক পর্যায় ও ৪.অনুপাতসূচক পর্যায়।

২৯. প্রাক যাচাই কী?

 উত্তর : কোনো প্রকল্প বাস্তবায়নের পূর্বে সম্ভাব্যতা যাচাই করার প্রক্রিয়াই প্রাক যাচাই।

৩০. খোলা প্রশ্নের একটি উদাহরণ দাও।

 উত্তর : খোলা প্রশ্নের একটি উদাহরণ হলো বাংলাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের কারণ কী?

৩১. RRA এর পূর্ণরূপ লেখ।

 উত্তর : RRA এর পূর্ণরূপ হলো- Rapid Rural Appraisal.

৩২. থার্স্টোন স্কেলের প্রকৃত নাম কী?

 উত্তর : থার্স্টোন স্কেলের প্রকৃত নাম পার্থক্যসূচক স্কেল।

৩৩. পূর্বানুমান যাচাইয়ের পদ্ধতি কয়টি?

উত্তর : পূর্বানুমান যাচাইয়ের পদ্ধতি দুটি। যথা: ১. পরামাত্রিক যাচাই পদ্ধতি ও ২. অপরামাত্রিক যাচাই পদ্ধতি।

৩৪. গবেষণা প্রতিবেদনের পথনির্দেশিকা কাকে বলা হয়?

উত্তর : গবেষণা প্রস্তাবনাকে গবেষণা প্রতিবেদনের পথনির্দেশিকা বলা হয়।

৩৫. 'Survey Methods in Social Investigation' গ্রন্থটির লেখক কে?

উত্তর : 'Survey Methods in Social Investigation ' গ্রন্থটির লেখক সমাজতাত্ত্বিক মোজার ও কালটন।

৩৬. প্রাথমিক উপাত্ত কী?

উত্তর : প্রথমবারের মতো গবেষণায় ব্যবহৃত তথ্য বা উপাত্তই প্রাথমিক উপাত্ত ।

৩৭. বিমূর্ত প্রত্যয় কী?

উত্তর : যেসব প্রত্যয় প্রকাশিত বা মূর্ত নয় তাই বিমূর্ত প্রত্যয় ।

৩৮. প্যারাডাইম কী?

উত্তর : সাধারণভাবে বললে প্রপঞ্চ সম্পর্কে অন্তর্নিহিত ও সুস্পষ্ট ধারণার সমষ্টিই প্যারাডাইম ।

৩৯.Guttman স্কেল কী?

উত্তর : মনোভাব পরিমাপের জন্য গাটম্যান কর্তৃক উদ্ভাবিত স্কেলই গাটম্যান স্কেল।

৪০. আবদ্ধ প্রশ্ন কী?

উত্তর : যে প্রশ্নের উত্তর পূর্বেই নির্ধারিত থাকে তাই আবদ্ধ প্রশ্ন।

৪১. সমগ্রক কী?

উত্তর : অনুসন্ধান ক্ষেত্রের অন্তর্ভুক্ত উপাদানসমূহের সমষ্টি সমগ্রক।

৪২. সামাজিক গবেষণার প্রথম ধাপ কী?

 উত্তর : সামাজিক গবেষণার প্রথম ধাপ হলো- সমস্যা চিহ্নিতকরণ ও নির্ধারণ।

৪৩.  FGD এর পূর্ণরূপ লেখ।

উত্তর : FGD এর পূর্ণরূপ হলো Focus Group Discussion.

৪৪।. উপাত্ত প্রক্রিয়াজাতকরণের প্রথম পর্যায় কোনটি?

উত্তর : উপাত্ত প্রক্রিয়াজাতকরণের প্রথম পর্যায় হলো প্রশ্নমালা সম্পাদন

৪৫. "Hypothesis is a testable generalization."- উত্তিটি করা

উত্তর: "Hypothesis is a testable generalization. - উক্তিটি গবেষক ও তাত্ত্বিক ল্যন্ডবার্গের।

৪৬.একটি গবেষণা প্রতিবেদনের মূল অংশ কয়টি?

 উত্তর : একটি গবেষণা প্রতিবেদনের মূল অংশ তিনটি ।

৪৭. প্রতান বলতে কী বোঝায়?

 উত্তর: প্রভায় বলতে বুঝায় বৈজ্ঞানিক পদ্ধতির একটি বিশেষ উপাদানকে।

৪৮. PRA এর পূর্ণরূপ লেখ।

 PRA এর পূর্ণরূপ Participatory Rural Appraisal.

৪৯. পূর্বানুমান কত প্রকার?

ত্তর : পূর্বানুমান প্রধানত ২ প্রকার। ১. পরিসংখ্যানিক পূর্বানুমান ও ২. অপরিসংখ্যানিক পূর্বানুমান।

৫০. পরিমাণ কী?

উত্তর : নির্দিষ্ট একটি রীতিতে বস্তু, অবস্থা কিংবা ব্যবস্থান ওপর সংখ্যা আরোপ করার প্রক্রিয়াকে পরিমাপ বলে।

৫১. Rapport building কী?

উত্তর : গবেষণাকার্য সম্পন্ন করতে গিয়ে গবেষক সংশ্লিষ্ট মানুষ এবং তাদের দৈনন্দিন জীবনপ্রণালিতে নিজেকে সম্পৃক্ত করার মাধ্যমে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন তাকে গবেষণার পরিভাষায় Rapport building বলা হয়।

৫২. নমুনা কী?

উত্তর : সমর্থকের যাবতীয় বৈশিষ্ট্যের প্রতীকরূপে যে এককসমূহকে তথ্যসংগ্রহের জন্য নির্বাচন করা হয় তাই নমুনা।

৫৩. সারণি কত প্রকার ও কী কী?

উত্তর : সারণি দুই প্রকার। যথা: ১. সবল সারণি ও ২. জটিল সারণি।

৫৪. নাস্তি কল্পনাকে কী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?

উত্তর : নাস্তি কল্পনাকে (Hg) চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।

৫৫।. 'Survey Research Methods' গ্রন্থটির লেখক কে?

উত্তর : 'Survey Research Methods' টির লেখক ফ্রয়েড জে. ফলার (Floyd J. Fowler) 


 খ-বিভাগ


 ১. উপাত্ত ও তত্ত্বের সম্পর্ক দেখাও।

২. পরিমাপের নির্ভরযোগ্যতা বলতে কী বোঝ?

৩. মনোভাব স্কেল বলতে কী বোঝ?

৪. প্রশ্নমালা ও সাক্ষাৎকার অনুসূচির মধ্যে পার্থক্য লেখ

৫. প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কী বোঝায়?

৬. উপাত্ত বিশ্লেষণ কী?

৭. পূর্বানুমান বলতে কী বোঝায়?

৮ . গবেষণা প্রস্তাবনা বলতে কী বোঝ?

৯. বিজ্ঞানের যুক্তি বলতে কী বুঝায়?

১০. একটি ভালো প্রত্যয়ের বৈশিষ্ট্যাবলি উল্লেখ কর।

১১. FGD এর বৈশিষ্ট্য লেখ

১২. সামাজিক জরিপ কাকে বলে?


গ-বিভাগ


১. সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখ।

২. চলকের সংজ্ঞা দাও। চলকের প্রকারভেদ আলোচনা কর । এই প্রশ্নের উত্তর

৩. পরিমাপের পর্যায়সমূহ আলোচনা কর। এই প্রশ্নের উত্তর

৪. সামাজিক গবেষণায় পূর্বানুমান যাচাইয়ের ধাপগুলো আলোচনা কর।এই প্রশ্নের উত্তর

৫. সামাজিক গবেষণায় নমুনায়নের উপযোগিতা পর্যালোচনা কর।এই প্রশ্নের উত্তর

৬. বাংলাদেশের গ্রামীণ সমাজ গবেষণায় কোন পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী? ব্যাখ্যা কর।এই প্রশ্নের উত্তর

৭. একটি সফল সাক্ষাৎকারের শর্তাবলি আলোচনা। এই প্রশ্নের উত্তর

৮. গবেষণা প্রতিবেদন প্রণয়নে বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর।এই প্রশ্নের উত্তর

৯. তত্ত্ব ও তথ্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।এই প্রশ্নের উত্তর

১০ . মনোভাব পরিমাপের লিকার্ট স্কেলটির বর্ণনা দাও । এই প্রশ্নের উত্তর


প্রস্ততকারক 
সাদিয়া জাহান হাফসা
১৮ তম বিসিএস( সাধারণ শিক্ষা ক্যাডার) 
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 
প্রশ্ন প্রণেতা ও প্রশ্ন মডারেটর 
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।





Post a Comment

Previous Post Next Post