ধ্রুপদী সমাজচিন্তা ,বিষয় কোড : ২২২০০৩, Sociology honours 2nd year suggestion 2022 questions pdf .

Sociology Honours 2nd year suggestion 2022questions pdf                
Sociology honours 2nd year suggestion 2022 questions pdf . ধ্রুপদী সমাজচিন্তা ,বিষয় কোড : ২২২০০৩

   ধ্রুপদী সমাজচিন্তা ,বিষয় কোড : ২২২০০৩

 

ক বিভাগ

১. প্লেটোর বিদ্যাপীঠের নাম কী?

 উত্তর : প্লেটোর বিদ্যাপীঠের নাম 'একাডেমি'।

২. এরিস্টটল বিপ্লবকে কয়ভাগে বিভক্ত করেছেন?

 উত্তর : এরিস্টটল বিপ্লবকে দুইভাগে বিভক্ত করেছেন। যথা : ১. সাধারণ বিপ্লব ও ২. বিশেষ বিপ্লব।

৩. কৌটিল্যের আসল নাম কী?

 উত্তর : কৌটিল্যের আসল নাম চানক্য বা বিষ্ণুগুপ্ত ।

৪. 'Summa Theologica' গ্রন্থটি কে রচনা করেন?

 উত্তর : 'Summa Theologica' গ্রন্থটি রচনা করেন সেন্ট টমাস একুইনাস ।

৫. কে প্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেন?

উত্তর : আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলি প্রথম রাজনীতি থেকে ধর্ম ও নৈতিকতাকে পৃথক করেন।

৬. 'লক্ষ্যই মাধ্যমের যথার্থতা নিরূপণ করে। উক্তিটি কার?

উত্তর :'লক্ষ্যই মাধ্যমের যথার্থতা নিরূপণ করে। উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলির।

৭. কোন দার্শনিককে মধ্যযুগের এরিস্টটল' বলা হয়?

উত্তর : রাষ্ট্র দার্শনিক সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয়।

৮. ইবনে খালদুনের মতে রাষ্ট্রের মূলভিত্তি কী?

উত্তর : ইবনে খালদুনের মতে রাষ্ট্রের মূলভিত্তি হলো আসাবিয়া বা গোষ্ঠী সংহতি ।

৯. মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। উক্তিটি কার?

উত্তর : উক্তিটি সমাজ দার্শনিক রুশোর ।

১০. টমাস হবসের মতে, রাষ্ট্র কয় প্রকার?

উত্তর :  টমাস হবসের মতে, মতে, রাষ্ট্র ২ প্রকার (স্বেচ্ছাপ্রণোদিত ও বলভিত্তিক রাষ্ট্র)।

১১. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ছিল?

উত্তর : ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা ।

১২. প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি কী?

উত্তর : প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি হলো ১. যুক্তি ও ২ প্রচলিত রীতি।

১৩. লাইসিয়াম কী?

উত্তর : লাইসিয়াম হচ্ছে গ্রিক দার্শনিক এরিস্টটল প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম।

১৪. অগাস্টিনের মতে কে 'সিটি অব গড' এর সদস্য হতে পারবেন?

উত্তর : দার্শনিক সেন্ট অগাস্টিনের মতে প্রত্যেক আদম সন্তান বা প্রত্যেক মানুষই 'সিটি অব গড' এর সদস্য হতে পারবেন

১৫. প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বা পররাষ্ট্র বিষয়ে কৌটিল্য কতটি নীতির উল্লেখ করেছেন

উত্তর : প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বা পররাষ্ট্র বিষয়ে কৌটিল্য ছয়টি নীতির উল্লেখ করেছেন ।

১৬. একুইনাসের মতে, প্রাকৃতিক আইন কী?

উত্তর :একুইনাসের মতে,প্রাকৃতিক আইন হলো মানুষের ওপর ঐশ্বরিক যুক্তি বা প্রজ্ঞার প্রতিফলন ঘটা ।

১৭. ইবনে খালদুন রাষ্ট্র বা সভ্যতার উত্থানপতনের কতটি পর্ব উল্লেখ করেছেন?

উত্তর : ইবনে খালদুন রাষ্ট্র বা সভ্যতার উত্থান পতনের পাঁচটি পর্ব উল্লেখ করেছেন।

১৮. "A prince should combine the qualities of a fox and lion.' উক্তিটি কার?

উত্তর : উক্তিটি রাষ্ট্র দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলির 1

১৯. টমাস হবস্ এর মতে, আইন কী?

উত্তর : টমাস হবস্ এর মতে, আইন হলো সার্বভৌমের আদেশ যা সকল নাগরিকের ওপর বর্তায় ।

২০. কাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়?

উত্তর : জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় ।

২১. রুশোর সাধারণ ইচ্ছা'-র অর্থ কী

উত্তর : দার্শনিক রুশোর সাধারণ ইচ্ছা'-র অর্থ হলো জনগণের ইচ্ছা ।

২২. 'Social Contract' বইটি কে লিখেছেন?

উত্তর : 'Social Contract' বইটি লিখেছেন সমাজতাত্ত্বিক জ্যা জ্যাক রুশো।

২৩. ধ্রুপদী' শব্দের অর্থ কী

উত্তর : ধ্রুপদী' শব্দের অর্থ চিরায়ত ।

২৪. গোত্র কী?

উত্তর : গোত্র একটি এক পার্শ্বিক বৃহত্তর আত্মীয়ের দল যারা ধারাবাহিকভাবে একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত।

২৫. পরিবার গঠনের পূর্বশর্ত কী?

উত্তর : পরিবার গঠনের পূর্বশত বিবাহ।

২৬. আদিম রাজনৈতিক সংগঠন কত ধরনের

 উত্তর : আদিম রাজনৈতিক সংগঠন ২ ধরনের। যথা : ১ রাষ্ট্রবিহীন ব্যবস্থা ও ২. রাষ্ট্রব্যবস্থা।

২৭. বহুমুখী বিবর্তন তত্ত্বটি কে দিয়েছেন?

উত্তর : বহুমুখী বিবর্তন তত্ত্বটি দিয়েছেন জুলিয়াস এইচ. স্টুয়ার্ড।

২৮. সম্পত্তি হচ্ছে চৌর্যবৃত্তির ফল উক্তিটি কার?

উত্তর : সম্পত্তি হচ্ছে চৌর্যবৃত্তির ফল। উক্তিটি বিশিষ্ট ফরাসি তাত্ত্বিক পিয়েরে যোসেফ প্রুধোর

২৯. 'Model Personality' প্রত্যয়টি কে ব্যবহার করেন?

উত্তর : 'Model Personality' প্রত্যয়টি বিশিষ্ট নৃতাত্ত্বিক কোরা বয়েস ব্যবহার করেন ।

৩০. জাদুবিদ্যা কী?

উত্তর : অতিপ্রাকৃত শক্তিকে বশে আনার মাধ্যমে কোনো কাজ সম্পন্ন করাই জাদুবিদ্যা ।

৩১. রাখাইন উপজাতির প্রধান উৎসব কী?

উত্তর : রাখাইন উপজাতির প্রধান উৎসবের নাম সাংগ্রেং।

৩২. Religious Specialist কাকে বলা হয়?

উত্তর : সাধারণত ধৰ্মীয় জ্ঞানে পণ্ডিত ব্যক্তিদেরকে Religious Specialist বা শামান বলা হয় ।

৩৩. জন লক কোন দেশে জন্মগ্রহণ করেন?

উত্তর : বিশিষ্ট দার্শনিক জন লক ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।

৩৪. ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থটির নাম কী

উত্তর : ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থটির নাম The prince.

 ৩৫. "Minority should be respected.' উক্তিটি কার ?

উত্তর : "Minority should be respected."উক্তিটি বিশিষ্ট দার্শনিক জন লকের।

৩৬. রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন কেমন ছিল?

উত্তর : দার্শনিক রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন ছিল সৎ, সুন্দর, স্বাধীন ও বন্ধুত্বপূর্ণ ।

৩৭. প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?

উত্তর : প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সসীমা (৬-২০) বছর।

৩৮. 'The Republic' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : 'The Republic' গ্রন্থের রচয়িতা হলেন বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো ।

৩৯. প্লেটোর মতে শিক্ষাব্যবস্থার স্তর কয়টি?

উত্তর : প্লেটোর মতে শিক্ষাব্যবস্থার স্তর দুইটি । যথা : ১. প্রাথমিক শিক্ষা ও ২. উচ্চশিক্ষা।

৪০ জন লক কোন দেশে জন্মগ্রহণ করেন?

উত্তর : বিশিষ্ট দার্শনিক জন লক ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।

৪১. ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থটির নাম কী?

উত্তর : ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থটির নাম The prince.

৪২. "Minority should be respected.' উক্তিটি কার

উত্তর : "Minority should be respected."উক্তিটি বিশিষ্ট দার্শনিক জন লকের।

৪৩. রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন কেমন ছিল?

উত্তর : দার্শনিক রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন ছিল সৎ, সুন্দর, স্বাধীন ও বন্ধুত্বপূর্ণ ।

৪৪. একুইনাসের মতে শাসক কে?

উত্তর : একুইনাসের মতে যিনি স্বপ্রণোদিতভাবে শাসিত জনগণের শান্তি প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করতে পারবেন তিনিই শাসক ।

৪৫. নব্য এরিস্টটল কে?

উত্তর : সেইন্ট টমাস একুইনাসকে নব্য এরিস্টটল বলা হয় ।

৪৬. আধুনিক জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?

উত্তর : বিশিষ্ট দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলিকে আধুনিক জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ।

 ৪৭. ক্ষমতার রাজনীতির প্রবক্তা কে?

উত্তর : ক্ষমতার রাজনীতির প্রবক্তা হলেন দার্শনিক টমাস হবস ।

৪৮. রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব। উক্তিটি কার?

উত্তর : উক্তিটি ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশোর।

৪৯. জন লক সম্মতিকে কয়ভাগে ভাগ করেছেন?

উত্তর : জন লক সম্মতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- ১. প্রকাশ্য সম্মতি ও ২. মৌন সম্মতি ।

৫০. রুশোর দর্শনের মূল লক্ষ্য কী?

উত্তর : দার্শনিক রুশোর দর্শনের মূল লক্ষ্য হলো মানুষ ও সমাজের ভারসাম্য বিধানের প্রধান মানদণ্ড বা চাবিকাঠি হচ্ছে নৈতিকতা।

৫১.এরিস্টটল বিপ্লবকে কয়ভাগে ভাগ করেছেন?

উত্তর : এরিস্টটল বিপ্লবকে দুই ভাগে ভাগ করেছেন। যথা : ১. সাধারণ কারণ ও ২. বিশেষ কারণ।

৫২. কৌটিল্যের অন্য দুটি নাম লেখ।

উত্তর : কৌটিল্যের অন্য দুটি নাম হলো চাণক্য ও বিষ্ণুগুপ্ত।

৫৩.. "Strength is power and happiness is its ends." উক্তিটি কার?

উত্তর : উক্তিটি প্রাচ্য দার্শনিক কৌটিল্যের।

৫৪. 'Summa Theologica' গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর : 'Summa Theologica' গ্রন্থটি রচনা করেন বিশিষ্ট সমাজতাত্ত্বিক সেইন্ট টমাস একুইনাস ।

৫৫. আসাবিয়া বলতে কী বুঝায়?

উত্তর : ইবনে খালদুনের মতে গোত্র সংহতি বা গোত্র প্রীতির ধারণাই হচ্ছে আসাবিয়া ।

৫৬. 'The Prince' গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় কী?

উত্তর : 'The Prince' গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় হলো শাসকের গুণাবলির বিবরণ প্রদান করা ।

৫৭. "End will justify the means. " উক্তিটি কার?

উত্তর : "End will justify the means: " উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়েভেলির ।

৫৮. রুশোর সাধারণ ইচ্ছা'র অর্থ কী?

উত্তর : রুশোর সাধারণ ইচ্ছা'র অর্থ হলো জনগণের ইচ্ছা বা সবার ইচ্ছার সমষ্টি ।

৫৯. 'Two Treaties on Civil Government' গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?

উত্তর : 'Two Treaties on Civil Government' গ্রন্থটি ১৬৯০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

৬০. প্লেটোর মতে রাষ্ট্রের কোন শ্রেণির ব্যক্তিগত সম্পত্তি ও পারিবারিক জীবন থাকবে?

উত্তর : প্লেটোর মতে রাষ্ট্রের উৎপাদক শ্রেণি ও যোদ্ধাশ্রেণির ব্যক্তিগত সম্পত্তি ও পারিবারিক জীবন থাকবে।

৬১. এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি?

উত্তর : এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার হলো 'পলিটি' বা মধ্যতন্ত্র ।

৬২. পাপীকে ভালোবাসো এবং পাপকে ঘৃণা কর।

৬৩. প্লেটোর সাম্যবাদ কী?

উত্তর : পাপীকে ভালোবাসো এবং পাপকে ঘৃণা কর।" উক্তিটি সেন্ট অগাস্টিনের।

৬৪।. ভারতবর্ষের কোন সম্রাটের আমলে কৌটিল্য প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তর : ভারতবর্ষের মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে প্রাচ্য দার্শনিক কৌটিল্য প্রধানমন্ত্রী ছিলেন।

৬৫. ' Leviathan' গ্রন্থটির লেখক কে?

উত্তর : 'Leviathan' গ্রন্থটির লেখক সমাজতাত্ত্বিক টমাস হবস ।

৬৬. কে সর্ব প্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেছেন?

উত্তর : সমাজ দার্শনিক নিকোলো ম্যাকিয়েভেলি সর্বপ্রথম রাজনীতি থেকে ধর্ম ও নৈতিকতাকে পৃথক করেছেন।

৬৭.আল উমরান' কী?

উত্তর : আল উমরান' হলো ইবনে খালদুন রচিত একটি বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থে সমাজতত্ত্ব বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে।

৬৮.. জন লক এর বিখ্যাত গ্রন্থটির নাম কী?

উত্তর : জন লকের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ হলো 'Two Treatises on Government'.

৬৯. কৌটিল্যের আসল নাম কী?

উত্তর : কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত।

৭০. একুইনাসের মতে আইন কত প্রকার?

উত্তর : একুইনাসের মতে আইন চার প্রকার ।

৭১. প্লেটোর মতে রাষ্ট্রের কোন শ্রেণির ব্যক্তিগত সম্পত্তি ও পারিবারিক জীবন থাকবে?

উত্তর : প্লেটোর মতে রাষ্ট্রের উৎপাদক শ্রেণি ও যোদ্ধাশ্রেণির ব্যক্তিগত সম্পত্তি ও পারিবারিক জীবন থাকবে।

৭২. এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি?

উত্তর : এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার হলো পলিটি' বা মধ্যতন্ত্র ।

৭৩. পাপীকে ভালোবাসো এবং পাপকে ঘৃণা কর। উক্তিটি কার?

উত্তর : পাপীকে ভালোবাসো এবং পাপকে ঘৃণা কর। উক্তিটি সেন্ট অগাস্টিনের।

৭৪. ভারতবর্ষের কোন সম্রাটের আমলে কৌটিল্য প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তর : ভারতবর্ষের মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে প্রাচ্য দার্শনিক কৌটিল্য প্রধানমন্ত্রী ছিলেন।

৭৫. ' Leviathan' গ্রন্থটির লেখক কে?

উত্তর : 'Leviathan' গ্রন্থটির লেখক সমাজতাত্ত্বিক টমাস হবস ।

৭৫.'আল উমরান' কী?

উত্তর : আল উমরান' হলো ইবনে খালদুন রচিত একটি বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থে সমাজতত্ত্ব বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে।

 ৭৬. জন লক এর বিখ্যাত গ্রন্থটির নাম কী

উত্তর : জন লকের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ হলো 'Two Treatises on Government'.

৭৭. কৌটিল্যের আসল নাম কী?

উত্তর : কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত ।

৭৮. একুইনাসের মতে আইন কত প্রকার?

উত্তর : একুইনাসের মতে আইন চার প্রকার ।

৭৯. রুশোর মতে বাস্তব ইচ্ছা কী?

৮০. জন লকের সম্পত্তি তত্ত্ব ব্যাখ্যা কর।

উত্তর : রুশোর মতে ব্যক্তিগত বা নিজস্ব ইচ্ছাই বাস্তব ইচ্ছা।

৮১. এরিস্টটলের মতে ক্রীতদাস কয় ধরনের?

উত্তর : এরিস্টটলের মতে ক্রীতদাস দুই ধরনের। যথা : ১. গৃহদাস ও ২. শিল্পদাস।


খ-বিভাগ

 

১. প্লেটোর সাম্যবাদ কী?

২. প্লেটোর মতে ন্যায়বিচার কী?

৩. 'মধ্যতন্ত্র' কী?

৪. এরিস্টটলের বিপ্লব প্রতিহতকরণের উপায় কী

৫. একুইনাসের মতে মানবিক আইন কী?

৬. 'আসাবিয়া' বলতে কী বুঝ?

৬. 'ম্যাকিয়াভেলিবাদ' কী?

৭. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ কী?

৮. জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন?

৯. এরিস্টটলের দাসতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

১০. সেন্ট অগাস্টিনের দৃষ্টিতে পার্থিব রাষ্ট্রের বর্ণনা দাও ।

১১. একুইনাসের মতে আইনের শ্রেণিবিভাগ সংক্ষেপে আলোচনা কর।

১২। কৌটিল্যের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।

১৩. ইবনে খালদুনের মতে আসাবিয়া কী?

১৪. টমাস হবসের প্রকৃতির রাজ্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

১৫. প্রাকৃতিক আইন সম্পর্কে জন লকের ধারণা লেখ।


গ-বিভাগ


১. প্লেটোর শিক্ষা ব্যবস্থার বর্ণনা দাও ।

২.প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা কর ।

৩. মধ্যবিত্ত শ্রেণি দ্বারা পরিচালিত সরকারই সর্বোত্তম ধরনের সরকার।”- এরিস্টটলের মতানুসারে উক্তিটি ব্যাখ্যা কর।

৪. এরিস্টটলের বিপ্লব তত্ত্ব আলোচনা কর।

৫. সেন্ট টমাস একুইনাসের সমাজ ও রাষ্ট্র দর্শন আলোচনা কর ।

৬. সেন্ট টমাস একুইনাসের আইন তত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর।

৭. রাজনীতি, নৈতিকতা এবং ধর্ম সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা পর্যালোচনা

৮. শক্তিশালী জাতিরাষ্ট্র সম্পর্কে ম্যাকিয়েভেলির ধারণা পর্যালোচনা কর।

৯. জন লকের সম্পত্তি তত্ত্ব আলোচনা কর ।.

১০. সার্বভৌমত্ব সম্পর্কে রুশোর মতবাদ আলোচনা কর ।

১১. রুশোর সামাজিক চুক্তি মতবাদটি পর্যালোচনা কর।

১২. সার্বভৌমত্ব সম্পর্কে টমাস হবসের মতবাদ আলোচনা কর।

১৩. পার্থিব রাষ্ট্র ও বিধাতার রাষ্ট্র সম্পর্কে সেন্ট অগাস্টিনের মতবাদ  ব্যাখ্যা কর।

১৪. সমাজবিজ্ঞানী হিসেবে ইবনে খালদুনের অবদান মূল্যায়ন কর ।





প্রস্ততকারক 
সাদিয়া জাহান হাফসা
১৮ তম বিসিএস( সাধারণ শিক্ষা ক্যাডার) 
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 
প্রশ্ন প্রণেতা ও প্রশ্ন মডারেটর 
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। 




Post a Comment

Previous Post Next Post