প্রারম্ভিক নৃবিজ্ঞান ,বিষয় কোড : ২২২০০১, Sociology honours 2nd year suggestion 2022 questions.

Sociology honours 2nd year suggestion 2022 questions

Sociology honours 2nd year suggestion 2022 questions.প্রারম্ভিক নৃবিজ্ঞান ,বিষয় কোড : ২২২০০১

প্রারম্ভিক নৃবিজ্ঞান ,বিষয় কোড : ২২২০০১



ক বিভাগ


১. মনা' কী?

উত্তর : 'মনা' এক ধরনের অতিপ্রাকৃত শক্তি, যা বিভিন্ন বস্তু বা ব্যক্তির মধ্যে অদৃশ্য অবস্থায় রয়েছে বলে ধারণা করা হয় ।

২. শামান কী?

উত্তর : অলৌকিক ক্ষমতার অধিকারী এবং ধর্মীয় বিধান অনুযায়ী চিকিৎসার কাজে নিয়োজিত ব্যক্তিদের শামান বলে ।

৩. 'Rites of passage' প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তর : নৃতাত্ত্বিক ভ্যান গেনেপ ১৯০৯ সালে 'Rites of passage' প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন।

৪. 'The Golden Bough' গ্রন্থের রচয়িতা কে

উত্তর : 'The Golden Bough' গ্রন্থের রচয়িতা নৃবিজ্ঞানী জেমস ফ্রেজার।

৫. ব্যান্ড কী?

উত্তর : ব্যান্ড হচ্ছে একটি স্বশাসিত ক্ষুদ্র সামাজিক গোষ্ঠী যারা একই ধরনের সংস্কৃতি ও আচার আচরণের অধিকারী, যারা পশু শিকার করে জীবিকানির্বাহ করতো এবং নির্দিষ্ট অঞ্চলে বসবাস ও একে অপরকে আত্মীয় বলে জানত।

৬. সংস্কৃতি ও ব্যক্তিত্ব' মডেলটির প্রবক্তা কে?

উত্তর : সংস্কৃতি ও ব্যক্তিত্ব মডেলটির প্রবক্তা হলেন নৃবিজ্ঞানী মার্গারেট মিড ।

৭. দুজন ক্রিয়াবাদী নৃবিজ্ঞানীর নাম লেখ ।

উত্তর: ই. বি. টেইলর ও  এল. এইচ. মর্গান ।

৮. সাংস্কৃতিক পশ্চাৎপদতা' তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : সাংস্কৃতিক পশ্চাৎপদতা তত্ত্বের প্রবক্তা

৯. সমাজবিজ্ঞানী ডব্লিউ. এফ. অগবার্ন।

১০. স্বাভাবিক ব্যক্তিত্বের সূচক কোনটি?

উত্তর : স্বাভাবিক ব্যক্তিত্বের সূচক হলো ব্যক্তির আচরণের সমষ্টি ।

১১. অভিযোজন কী?

উত্তর : সাধারণত কোনো প্রতিকূল বা ভিন্ন পরিবেশের সাথে খাপখাইয়ে নেওয়াই অভিযোজন ।

১২. টোটেম ও ট্যাবু ধারণার প্রবক্তা কে?

উত্তর : টোটেম ও ট্যাবু ধারণার প্রবক্তা হলেন ইংরেজ বণিক মি. লং ।

১৩. 'Ethnography' শব্দটির অর্থ কী?

উত্তর : 'Ethnography' শব্দের অর্থ নতর।

১৪. বিবর্তনবাদ কী?

১৫. পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় পরিবার বলতে কী বোঝায়?

১৬. কাঠামোগত ক্রিয়াবাদী স্কুলের প্রবক্তা কে?

উত্তর : কাঠামোগত ক্রিয়াবাদী স্কুলের প্রবক্তা হলেন বিশিষ্ট নৃ-তাত্ত্বিক Radcliff Brown

১৭. মর্গানের মতে মানব সামাজের  বিবর্তনের ধাপ কয়টি?

উত্তর : মর্গানের মতে মানবসামাজের বিবর্তনের ধাপ ৩টি।

১৮. 'The Descent of Man' গ্রন্থটির লেখক কে? |

উত্তর : 'The Descent of Man' গ্রন্থটির লেখক আমেরিকান নৃতাত্ত্বিক চার্লস ডারউইন ।

১৯. সম্পত্তির উপাদানসমূহ কী?

উত্তর : সম্পত্তির উপাদান তিনটি। যথা : ১. কোনো বিষয়বস্তু, ২. চূড়ান্ত মালিকানা এবং ৩. সামাজিক অনুমোদন

২৫. কাল্ট কী?

উত্তর : 'কাল্ট' হচ্ছে ধর্মীয় বিশ্বাস বা প্রার্থনা পদ্ধতি বিশেষ ।

২৬. মহাপ্রাণবাদ তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : মহাপ্রাণবাদ তত্ত্বের প্রবক্তা হলেন নৃবিজ্ঞানী আর. আর, ম্যারেট।

২৭. কমিউনিটাস কী?

উত্তর : ইংরেজি Communities শব্দের ল্যাটিন রূপ হচ্ছে Communitus. যার অর্থ Equivalent to communis.

২৮. সাংস্কৃতিক অভিঘাত কী?

 উত্তর : যখন কোনো ব্যক্তি নিজেকে মনে করে সমাজচ্যুত অনাকাঙ্ক্ষিত এমনকি ধৃত এবং সে এক অপরিচিত সংস্কৃতির সম্মুখীন তখন সে সংস্কৃতির আঘাতের শিকার হয়, এ ধরনের অবস্থাকে সাংস্কৃতিক অভিঘাত বলে ।

 ২৯. 'Rites of Passage' প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তর : ১৯৯০ সালে নৃতাত্ত্বিক ভ্যান গেনেপ  'Rites of Passage' প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন।

৩২. কাঠামোগত ক্রিয়াবাদী স্কুলের প্রবন্ধা কে?

উত্তর : কাঠামোগত ক্রিয়াবাদী স্কুলের প্রবন্ধা হলেন বিশিষ্ট তাত্ত্বিক Redcliff Brown

৩৩. বংশধারা কী?

উত্তর : সাধারণত বংশের ঐতিহ্য বা ধারার পর্যায়ক্রমিক বিবর্তন প্রক্রিয়াকে বংশধারা বলে।

৩৪. মাতৃসূত্রীয় পরিবার কী?

উত্তর : সাধারণত যে পরিবারে মাতা বা বয়স্ক মহিলার দিক থেকে বংশ গণনা করা হয় তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে।

৩৫. জীবন ছিল হয় ভূরিভোজ নয় উপবাস। উক্তিটি কার?

উত্তর : জীবন ছিল হয় ভূরিভোজ না হয় উপবাস। উক্তিটি বিশিষ্ট ভারতীয় নৃতাত্ত্বিক মিনু মাসানির।

৩৬. পোটলাচ কী?

উত্তর : পোটলাচ হলো উত্তর আমেরিকার অন্তর্গত বৃটিশ কলাম্বিয়ার ককিউটল সমাজের অধিবাসীদের এক ধরনের সামাজিক উৎসব।

৩৭. চিফডম কী?

উত্তর : চিফডম হলো এক ধরনের রাজনৈতিক সংগঠন, যে সংগঠনে যাবতীয় কার্যাবলি সাধারণত সমাজ প্রধানকে কেন্দ্র করে আবর্তিত হয়।

৩৮. শামান কী?

উত্তর : শামান বলতে ধর্মীয় জ্ঞানে প্রজ্ঞাবান ধর্ম বিশেষজ্ঞকে বুঝায়, যারা এ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে।

৩৯. প্রত্নতত্ত্ব কী?

উত্তর : প্রাচীন যুগের মানুষের ব্যবহার্য দ্রব্যসামগ্রীর ধ্বংসাবশেষ বিশ্লেষণের মাধ্যমে সে যুগের মানুষের গবেষণা বা অধ্যয়নকেই প্রত্নতত্ত্ব বলা হয়।

৪০. টোটেম কী?

উত্তর : টোটেম এমন এক ধরনের বিশ্বাস, প্রথা ও আচারের সমষ্টি যার মাধ্যমে কোনো জনগোষ্ঠী কোনো এক বিশেষ প্রাণী বা বস্তুতে অতিপ্রাকৃত শক্তি বিরাজমান ভেবে তার পূজা অর্চনা করে থাকে।

৪১. ময়টি কী?

উত্তর : ময়টি (Moiety) একটি ফরাসি শব্দ। যার অর্থ অর্ধেক (Half)। নৃবিজ্ঞানীদের মতানুযায়ী, সাধারণত একটি ট্রাইবের ভাষা ও সংস্কৃতি অভিন্ন হয়ে থাকলেও ট্রাইব বৃহৎ আকার ধারণ করলে এলাকাভেদে ভাষা ও সংস্কৃতিতে ভিন্নতা দেখা দিলে ঐ ট্রাইবে ময়টি হয়েছে বলে গণ্য করা হয়।

৪২. জুম চাষ কী?

উত্তর : সাধারণত পাহাড়ি অসমতল জমিতে সমন্বিত ফসল চাষ পদ্ধতিকে জুমচাষ বলে।

৪৩. 'Anthropology' শব্দটি কোন কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তর : 'Anthropology' শব্দটি গ্রিক শব্দ 'Anthropos' এবং 'Logos' থেকে উৎপত্তি লাভ করেছে।

৪৪. 'Ancient Society' গ্রন্থটি কখন প্রকাশিত হয়?

উত্তর : 'Ancient Society' গ্রন্থটি ১৮৭৭ সালে প্রকাশিত হয়।

৪৫। সাংস্কৃতিক পশ্চাৎপদতা' তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : সাংস্কৃতিক পশ্চাৎপদতা' তত্ত্বের প্রবক্তা হলেন নৃবিজ্ঞানী ডব্লিউ. এফ. অগবার্ন।

৪৬. জ্ঞাতিসম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি”– উক্তিটি কার?

উত্তর : জ্ঞাতিসম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি”— উক্তিটি নৃবিজ্ঞানী রিভার্স এর ।

৪৭. ব্যাপ্তিবাদের প্রধান প্রবক্তা কে?

উত্তর : ব্যাপ্তিবাদের প্রধান প্রবক্তা হলেন গ্রাফটন ইলিয়ট স্মিথ।

৪৮. গোত্র কী?

উত্তর : সাধারণত গোত্র বলতে দুই বা ততোধিক গোষ্ঠীর একটি জ্ঞাতিদলকে বুঝায় ।

৪৯. "Property is theft." উক্তিটি কার? |

 উত্তর : "Property is theft." উক্তিটি পিয়েরে যোসেফ প্রুধোর ।

 ৫০. পোটলাচ প্রথা কোন সমাজে দেখা যায়?

উত্তর : পোটলাচ প্রথা ব্রিটিশ কলম্বিয়ার একটি অন্যতম ট্রাইব ককিউটলদের মধ্যে দেখা যায়।

৫১. 'Anthropology' শব্দটি কোন কোন শব্দ দ্বারা গঠিত?

উত্তর : 'Anthropology' শব্দটি গ্রিক শব্দ Anthropos এবং Logos থেকে উৎপত্তি লাভ করেছে।

৫২. 'Ancient Society' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : 'Ancient Society' গ্রন্থের রচয়িতা নৃবিজ্ঞানী L.. H. Morgan.

৫৩. দুজন বিবর্তনবাদী নৃবিজ্ঞানীর নাম উল্লেখ কর ।

উত্তর : দুজন বিবর্তনবাদী নৃবিজ্ঞানী হলেন ১. ই. বি. টেইলর ও ২. এল. এইচ. মর্গান।

৫৪. ই. বি. টেইলর কে ছিলেন?

উত্তর : ই. বি. টেইলর একজন বিখ্যাত নৃবিজ্ঞানী যাকে আধুনিক নৃবিজ্ঞানের জনক বলা হয় ।

৫৫. নয়াবাস বিবাহ কী? |

উত্তর : বিবাহের পরে স্বামী স্ত্রী যদি তাদের পিতামাতার গৃহে বসবাস না করে নিজেরা নতুন আবাসগৃহে বসবাস করলে তাকে নয়াবাস বিবাহ বলে।

৫৬. জ্ঞাতি সম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি। উক্তিটি কার

উত্তর : জ্ঞাতি সম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি । উক্তিটি নৃবিজ্ঞানী রিভার্সের।

৫৭. পোটলাচ প্রথা কোন সমাজে দেখা যায়?

উত্তর : পোর্টলাচ প্রথা ব্রিটিশ কলম্বিয়ার একটি অন্যতম ট্রাইব ককিউটলদের মধ্যে দেখা যায়।

৫৮. ভ্রাতৃগোষ্ঠী কী?

উত্তর : নৃবিজ্ঞানের ভাষায় দুই বা ততোধিক গোত্রের (Clan) সমন্বয়ে গঠিত সংগঠনকে ভ্রাতৃসংঘ (Phratry) বলে

৫৯. আধুনিক নৃবিজ্ঞানের জনক কে?

উত্তর : আধুনিক নৃবিজ্ঞানের জনক হলেন বিশিষ্ট নৃতাত্ত্বিক ই. বি. টেইলর।

৬০. নৃবিজ্ঞানের যেকোনো একটি স্কুলের নাম লেখ।

উত্তর : নৃবিজ্ঞানের একটি স্কুলের নাম হলো বিবর্তনবাদ।

৬১. 'The Study of Man' গ্রন্থটির লেখক কে?

উত্তর : 'The Study of Man' গ্রন্থটির লেখক Ralph Linton.

৬২. আধুনিক নৃবিজ্ঞানের জনক কে?

উত্তর : আধুনিক নৃবিজ্ঞানের জনক বিশিষ্ট নৃতাত্ত্বিক বি. ম্যালিনোস্কি

৬৩. নৃবিজ্ঞানের প্রধান শাখা কী কী?

উত্তর : নৃবিজ্ঞান প্রধান শাখা হলো ১. দৈহিক নৃবিজ্ঞান ও ২. সাংস্কৃতিক নৃবিজ্ঞান ।

৬৪. 'Ancient Society' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : 'Ancient Society' গ্রন্থের রচয়িতা মার্কিন নৃতাত্ত্বিক এল. এইচ. মর্গান ।

৬৫. নয়াবাস বিবাহ কী?

উত্তর : বিবাহের পরে স্বামী-স্ত্রী তাদের পিতামাতার গৃহে বসবাস না করে নিজেরা নতুন আবাসগৃহে বসবাস করাই নয়াবাস বিবাহ ।

৬৬. ভ্ৰাতৃগোষ্ঠী কী?

উত্তর : ভ্রাতৃগোষ্ঠী বা Phratry বলতে দুই বা ততোধিক গোত্রের একটি একসূত্রীয় দলকে বুঝায়।



খ বিভাগ


১.  বণ্টন ও বিনিময় বলতে কী বুঝায়?

২. কুলারিং প্রথা কী?

৩. ধর্ম ও যাদু বিদ্যার মধ্যে পার্থক্য সংক্ষেপে আলোচনা কর।

৪. সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ কী?

৫. প্রত্নতত্ত্ব কী?

৬. সাংস্কৃতিক নৃবিজ্ঞানের সংজ্ঞা দাও।

৭. ব্যান্ড ও চিফডমের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

৮. শ্রেণিমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক কী?

৯. খাদ্য সংগ্রহ অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

১০. পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় পরিবার বলতে কী বুঝ?

১১. ব্যক্তিত্বের উপাদানসমূহ উল্লেখ কর।

১২. জুমচাষ কী?

১৩. বিবর্তনবাদ কী?

১৪. যাদুবিদ্যার বৈশিষ্ট্যাবলি আলোচনা কর ।


 গ বিভাগ


১। নৃবিজ্ঞান মানুষের সামগ্রিক পাঠ (হোবেল) উক্তিটি বিশ্লেষণ কর।

২। নৃবিজ্ঞানের বিভিন্ন শাখাপ্রশাখা আলোচনা কর ।

৩। নৃবিজ্ঞান বিকাশে বিবর্তনবাদের অবদান মূল্যায়ন কর ।

৪। সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কিত নৃবৈজ্ঞানিক তও্বটি ব্যাখ্যা কর।

৫। আধুনিক পরিবারের কার্যাবলি ব্যাখ্যা কর।

৬। উদাহরণসহ আদিম অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।

৭। ধর্মের উৎপত্তি সম্পর্কে ই. বি. টেইলরের মতবাদ আলোচনা কর।

৮। ব্যক্তিত্বের ওপর সংস্কৃতির প্রভাব আলোচনা কর।

৯। খাদ্য সংগ্রহ অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

১০। সংস্কৃতি ও ব্যক্তিত্ব সম্পর্কিত মার্গারেট মীড এর তত্ত্ব আলোচনা কর।

১১। অবস্থান্তরের আচারসমূহের বিভিন্ন পর্যায় আলোচনা কর।

১২। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মরগানের মতবাদটি আলোচনা   

১৩। বাংলাদেশের সমাজব্যবস্থায় সাংস্কৃতিক অভিযোজনের রূপ বর্ণনা কর।

১৪ ৷ সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কিত নৃবৈজ্ঞানিক তত্ত্বটি ব্যাখ্যা কর।



প্রস্ততকারক 
সাদিয়া জাহান হাফসা
১৮ তম বিসিএস( সাধারণ শিক্ষা ক্যাডার) 
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 
প্রশ্ন প্রণেতা ও প্রশ্ন মডারেটর 
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। 




Post a Comment

Previous Post Next Post