বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি,কোডঃ ২২১৯০৩, Political science Honours 2nd year suggestion 2022 questions,

 Political science Honours 2nd year suggestion 2022 questions

Political science Honours 2nd year suggestion 2022 questions, বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি,কোডঃ ২২১৯০৩


বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি

কোডঃ ২২১৯০৩ 



ক বিভাগ


১. 'Wealth of Nation' গ্রন্থটির লেখক কে?

উত্তর : এ্যাডাম স্মিথ ।

২. আবগারি শুল্ক কী?

উত্তর : দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে।

৩. 'ফী' কী?

উত্তর : কোনো বিশেষ সেবা পাবার আশায় ব্যক্তি বা প্রতিষ্ঠানকর্তৃক সরকারকে প্রদত্ত অর্থকে ফী বলে।

৪. কখন কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 

উত্তর : ১৯৫৭ সালে।

৫. স্বাধীন বাংলাদেশে প্রথম কখন ভূমি সংস্কার আইন' গৃহীত ৮ হয়?

উত্তর : স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম ভূমি সংস্কার আইন গৃহীত হয়।

৬. বাজেট কী?

উত্তর : একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত ১ বছরে সরকারের সম্ভাব্য আয়- ব্যয়ের হিসাব- নিকাশকে বাজেট বলে ।

৭. মৌসুমী বেকারত্বের একটি উদাহরণ দাও।

উত্তর : মৌসুমী বেকারত্বের একটি উদাহরণ হলো চিনি শিল্প। যেমন : চিনি শিল্পে ইক্ষু না পাওয়ায় ৬ মাস কাজ থাকে না তাই ৬ মাস শ্রমিকদেরকে বেকার থাকতে হয়।

৮. IMF' কখন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর : ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

৯. BCIC- এর পূর্ণরূপ কী?

উত্তর :BCIC-এর পূর্ণরূপ হলো Bangladesh : Chemical Industries Corporation.

১০. 'কর' কী?

উত্তর : কোনোরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে ।

১১. রাষ্ট্র শ্রেণিশোষণের হাতিয়ার'উক্তিটি কার?

উত্তর : রাষ্ট্র শোষণের হাতিয়ার- উক্তিটি কার্ল মার্কসের ।

১২. বিখ্যাত দুইজন কাল্পনিক সমাজতন্ত্রবিদের নাম লিখ।

উত্তর : দুই জন কাল্পনিক সমাজতন্ত্রবিদের নাম হলো- ১. রবার্ট ওয়েন ও ২. ফ্রেডরিক এঙ্গেলস।

১৩.EPZ এর পূর্ণরূপ কী?

উত্তর : Export Processing Zone. যার বাংলা অর্থ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা ।

১৪. প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল?

উত্তর : ১৯৭৩ সালে ।

১৫. BRAC এর পূর্ণরূপ কী?

উত্তর : BRAC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Rural Advancement Committee.

১৬. একনেকের সভাপতি কে?

উত্তর : একনেকের সভাপতি প্রধানমন্ত্রী।

১৭. বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

 উত্তর : বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডি.সি. যুক্তরাষ্ট্র।

১৮. ADB এর সদর দপ্তর কোথায়?

উত্তর : ADB এর সদর দপ্তর ফিলিপাইন-এর রাজধানী ম্যানিলায় ।

১৯. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন ।

 ২০. ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?

উত্তর : ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় ৷

২১.  রাজনৈতিক অর্থনীতির জনক কে?

উত্তর: রাজনৈতিক অর্থনীতির জনক এডাম স্মিথ।

২২. মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণাটির প্রবক্তা কে?

উত্তর : মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণার প্রবক্তা মাইকেল ক্যালেস্কি।

২৩. 'Social Security' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : "Social Security" গ্রন্থটির রচয়িতা W. A. Robson.

২৪. 'A Country is poor because it is poor'- উক্তিটি কার? উত্তর : অধ্যাপক র‍্যাগনার নার্কস- এর ।

২৫. VGF এর পূর্ণরূপ কী?

উত্তর : VGF -এর পূর্ণরূপ হলো- Vulnerable Group Feeding.

২৬. GDP কী?

উত্তর : GDP হলো- Gross Domestic Product. যার বাংলা অর্থ মোট দেশজ উৎপাদন ।

২৭.  ECNEC এর পূর্ণরূপ কী?

উত্তর : ECNEC - এর পূর্ণরূপ হলো- Executive Committee of the National Economic council.

২৮. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?

উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস ।

২৯. VAT কী?

উত্তর : VAT হলো Value Added Tax. অর্থাৎ মূল্য সংযোজন কর। পণ্যের উৎপাদন মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাই VAT.

৩০. দারিদ্র্য কয় প্রকার?

উত্তর : দারিদ্র্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়- ১. অনপেক্ষ দারিদ্র্য ও ২. আপেক্ষিক দারিদ্র্য।

৩০. 'ADP' কী?

উত্তর : ADP বা Annual Development Programme  হলো সরকার কর্তৃক এক বছরের জন্য গৃহীত উন্নয়ন কর্মসূচি।

৩১.'BRDB' এর পূর্ণরূপ কী?

উত্তর : BRDB-এর পূর্ণরূপ হলো- Bangladesh Rural Development Board.

৩২.  'রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন কে?

উত্তর : 'রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ এন্টনিক ডি মনটেরেসিটিন।

৩৩. 'রাষ্ট্র শোষণের হাতিয়ার’—উক্তিটি কার?

উত্তর : রাষ্ট্র শোষণের হাতিয়ার- উক্তিটি কার্ল মার্কসের।

 ৩৪. 'An Enquiry into the Nature and the Causes of the Wealth of Nation-গ্রন্থটির লেখক কে?

উত্তর : এডাম স্মিথ

৩৫. কর কি?

উত্তর : কোনোরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে ।

৩৬. সামাজিক নিরাপত্তার তিনটি পদক্ষেপের নাম লিখ ৷

উত্তর : সামাজিক নিরাপত্তার তিনটি পদক্ষেপ হলো- শ্রমিক ক্ষতিপূরণ আইন, মাতৃকল্যাণ আইন, পেনসন।

৩৭. VGF-এর পূর্ণরূপ কি?

উত্তর : VGF -এর পূর্ণরূপ হলো Vulnerable Group Feeding.

৩৮. IMF-এর সদর দপ্তর কোথায়?

উত্তর : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।

৩৯. বেসরকারিকরণ বোর্ড কখন গঠিত হয়?

উত্তর : ১৯৯৩ সালে ।

৪০. ভ্যাট কোন ধরনের কর?

উত্তর : ভ্যাট বা মূল্য সংযোজন কর হলো এক ধরনের পরোক্ষ কর।

৪১. BCIC-এর পূর্ণরূপ কি?

উত্তর : BCIC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Chemical Industries Corporation.

৪২. রাজনৈতিক অর্থনীতির জনক কে?

উত্তর : রাজনৈতিক অর্থনীতির জনক- এডাম স্মিথ।

৪৩. "The Economic Basis of Politics" গ্রন্থটির লেখক কে? উত্তর : চালর্স এ-বিয়ার্ড ।

৪৪. EPZ- এর অর্থ কি?

উত্তর : Export Processing Zone যার বাংলা অর্থ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ।

৪৫. অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত লিখ।

উত্তর : অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত হলো- ১. সঠিক পরিকল্পনা ও ২. সম্পদের সুষ্ঠু ব্যবহার।

৪৬. NGO-এর পূর্ণরূপ কি?

উত্তর: NGO-এর পূর্ণরূপ হলো- Non-Government Organization.

 ৪৭. আবগারি শুল্ক কি?

উত্তর : দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে ।

৪৮. বাজেট কি?

উত্তর : একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত ১ বছরে সরকারের সম্ভাব্য আয়- ব্যয়ের হিসাব- নিকাশকে বাজেট বলে ।

৪৯. কখন কৃষি উন্নয়ন ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৫৭ সালে ।

৫০. VAT কি?

উত্তর : VAT হলো Value Added Tax. অর্থাৎ মূল্য সংযোজন কর। পণ্যের উৎপাদন মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাই VAT.

৫১. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?

উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস ।

৫২. 'Political power always follows Economic power' - উক্তিটি কার?

উত্তর : উক্তিটি হ্যারিংটনের।

৫৪. Wealth of Nations গ্রন্থটির লেখক কে?

উত্তর : গ্রন্থটির লেখক অর্থনীতির জনক Adam Smith (এডাম স্মিথ)।

৫৫.রাষ্ট্র শোষণের হাতিয়ার উক্তিটি কার ?

উত্তর : রাষ্ট্র শোষণের হাতিয়ার উক্তিটি কার্ল মার্কসের।

৫৬. BADC - এর পূর্ণরূপ কি?

উত্তর : BADC এরপূর্ণ রূপ হলো- Bangladesh Agricultural Development Corporation.

৫৭. সরকারি আয়ের প্রধান উৎস কি?

উত্তর : সরকারি আয়ের প্রধান উৎস হলো- রাজস্ব কর।

৫৮. রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর : রাজনৈতিক অর্থনীতি' কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ এন্টনিক ডি মনটেরেসিটিন।

৫৯. ADB -এর সদর দপ্তর কোথায়?

উত্তর : ADB এর সদর দপ্তর ফিলিপাইন এর রাজধানী ম্যানিলায়।

৬০. গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৮৩ সালে ।

৬১. দারিদ্র্য কয় প্রকার?

উত্তর : দারিদ্র্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়- ১. অনপেক্ষ দারিদ্র্য ও ২. আপেক্ষিক দারিদ্র্য।

৬২. বাংলাদেশে কৃষি ঋণের উৎস কয়টি?

উত্তর : বাংলাদেশের কৃষি ঋণের উৎস দুইটি। যথা : ১. প্রাতিষ্ঠানিক উৎস ও ২. অপ্রাতিষ্ঠানিক উৎস । 


খ বিভাগ


১। রাজনৈতিক অর্থনীতি বলতে কি বুঝো?

২। সমাজতন্ত্র কী? ব্যাখ্যা কর।

৩। দারিদ্র্য বলতে কী বুঝায় ?

৪। বাংলাদেশকে কেন উন্নয়নশীল দেশ বলা হয়?

৫। কৃষির আধুনিকীকরণ বলতে কী বুঝ?

৬। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? ব্যাখ্যা কর।

৭। ভূমিস্বত্ব ব্যবস্থা কী?

৮। বৈদেশিক সাহায্য কী?

৯। মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দাও।

১০। পুঁজিবাদি কী?

১১। বৈদেশিক সাহায্য কী?

১২। সরকারি অর্থ ব্যবস্থাপনা কী?

১৩। কাম্য জনসংখ্যা বলতে কী বুঝ ?

১৪। ভূমি স্বত্ব ব্যবস্থা কী?

১৫। জনসংখ্যা কী?

১৬। অর্থ বিল কী?


গ বিভাগ


১। রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।

২ । মুক্তবাজার অর্থনীতি কী? মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ  বর্ণনা কর ৷

৩। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপায়সমূহ আলোচনা কর।

৪। জনসংখ্যা একটা দেশের সম্পদ এবং সমস্যা উভয়ই' - আলোচনা কর ।

৫। অর্থনৈতিক পরিকল্পনা কী? বাংলাদেশে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের সমস্যাসমূহ বর্ণনাকর।

৬। বাংলাদেশে সামাজিক নিরাপত্তার জন্য গৃহীত সরকারি পদক্ষেপসমূহ আলোচনা কর ।

৭। বাংলাদেশ সরকারের আয় বৃদ্ধির উপায়সমূহ আলোচনা কর।

৮। বাংলাদেশের বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা হ্রাসের  উপায়সমূহ বর্ণনা কর ।

৯। রাজনীতি ও অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা কর ।

১০। মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।

১১। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্যাসমূহ লিখ ।

১২। বাংলাদেশে গ্রামীণ দারিদ্র্য NGO এর ভূমিকা ব্যাখ্যা কর ।

১৩। বাংলাদেশে ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা কর ।

১৪।  বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক শিল্পের ভূমিকা ব্যাখ্যা কর ।


প্রস্ততকারক 
শমসের এম খান
১৮ তম বিসিএস( সাধারণ শিক্ষা ক্যাডার) 
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 
প্রশ্ন প্রণেতা ও প্রশ্ন মডারেটর 
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। 






























































Post a Comment

Previous Post Next Post