ব্রিটিশ ভারতের সাংবিধানিক ও রাজনৈতিক উন্নয়ন (১৭৫৭-১৯৪৭) কোডঃ ২২১৯০১ ,Political science honours 2nd year suggestion 2022 questions,

 Political science honours 2nd year suggestion 2022 questions

Political science honours 2nd year suggestion 2022 questions


                 ব্রিটিশ ভারতের সাংবিধানিক ও রাজনৈতিক উন্নয়ন (১৭৫৭-১৯৪৭) 

কোডঃ ২২১৯০১


ক বিভাগ 


১। কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

 উত্তর : ৩১ ডিসেম্বর ১৯০৬ সালে।

২।  "The Spirit of Islam গ্রন্থের লেখক কে?

 উত্তর : সৈয়দ আমীর আলী।

৩।  ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?

 উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এ্যালান অক্টোভিয়ান হিউম ।

৪। পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়?

 উত্তর : ১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল।

৫। মন্ত্রি মিশন পরিকল্পনার'র সদস্য সংখ্যা কত ছিল?

উত্তর : মন্ত্রি মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা ছিল ৩ জন।

৬। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?

উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

৭ 'Muslim Politics in Bengal' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : Muslim Politics in Bengal' গ্রন্থটি Shila sen রচনা করেন।

৮।Provincial Autonomy" শব্দের অর্থ কী?

উত্তর : Provincial Autonomy' শব্দের অর্থ হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন ।

৯। ইজারাদারি প্রথা চালু করেন কে?

উত্তর : ইজারাদারি প্রথা লর্ড কর্নওয়ালিস চালু করেছিলেন।

১০। কার উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর : কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাসের উদ্যোগে ।

১১।নেহেরু রিপোর্টের প্রধান রূপকার কে ছিলেন?

উত্তর : মতিলাল নেহেরু।

১২। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মুহম্মদ আলী জিন্নাহ

১৩। কত সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করা হয়?

উত্তর : ১৭০৪ সালে।

১৪। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর : ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম লর্ড ওয়ারেন হেস্টিংস।

১৫। সিপাহী বিপ্লব কবে সংঘটিত হয়?

উত্তর : ১৮৫৭ সালে ।

১৬।চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?

উত্তর : লর্ড কর্নওয়ালিশ ।

১৭। ওহাবী আন্দোলনের অগ্রদূত কে ছিলেন?

উত্তর : মুহম্মদ ইবনে আব্দুল ওহাব।

১৮।'The Great Divide' গ্রন্থের রচয়িতা কে?

 উত্তর : Harry Hodson.

১৯।India Wins Freedom' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : মাওলানা আবুল কালাম আজাদ ।

২০। কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয়েছিল?

 উত্তর : ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কার আইনে।

২১। 'Dyarchy' শব্দের অর্থ কী?

উত্তর : দ্বৈত শাসন ।

২২।লক্ষ্মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কখন?

উত্তর : ১৯১৬ সালে ।

২৩। লাহোর প্রস্তাবের মূলভিত্তি কী ছিল?

উত্তর : দ্বিজাতি তত্ত্ব।

 ২৪। কোন তারিখে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর : ১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়।

২৫। লর্ড ক্লাইভ কে ছিলেন?

উত্তর : লর্ড ক্লাইভ ছিলেন পলাশি যুদ্ধের ইংরেজ সেনাপতি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিযুক্ত বাংলার গভর্নর।

২৬। ফরায়েজী আন্দোলনের অগ্রদূত কে?

উত্তর :  হাজী শরীয়তউল্লাহ।

২৭। ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়।

 ২৮। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

২৯। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : এ্যালান অক্টোভিয়ান হিউম ।

৩০।ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন?

উত্তর : ভারতের নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়।

৩১। ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন?

উত্তর : ফকির মজনু শাহ ।

৩২। The Spirit of Islam গ্রন্থটির লেখক কে?

উত্তর : সৈয়দ আমীর আলী।

৩৩। মাউন্টব্যাটেন পরিকল্পনা'কে কি নামে ডাকা হয়?

উত্তর : মাউন্টব্যাটেন পরিকল্পনাকে ৩রা জুন পরিকল্পনা নামে ডাকা হয় ।

৩৪। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে?

উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন ।

৩৫। ১৯৪৬ সালের মন্ত্রীমিশনের প্রধান কে ছিলেন?

উত্তর : স্যার স্টাফোর্ড ক্রীপস ।

৩৬।নিখিল বঙ্গ প্রজা সমিতি কে গঠন করেন?

উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে নিখিল বঙ্গ প্রজা সমিত গঠিত হয়।

৩৭।লক্ষ্মৌ চুক্তি কি?

উত্তর : হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি ও বৃটিশ বিরোধী আন্দোলনকে জোরদার করার জন্য ১৯১৬ সালে সম্পাদিত কংগ্রেস ও মুসলিম লীগের একতা চুক্তি ।

 ৩৮। বেঙ্গল প্যাক্ট' কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর : বেঙ্গল প্যাক্ট ১৯২৩ সালে স্বাক্ষরিত হয়।

৩৯।৩ রা জুন পরিকল্পনা কি?

উত্তর : ভারতের শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের জন্য স্যার স্ট্যাফোর্ড ক্রীপস এর নেতৃত্বে গঠিত পরিকল্পনা ।

৪০।ভারত ছাড আন্দোলন কবে সংঘটিত হয়?

উত্তর : ১৯৪২ সালের ৯ আগস্ট।

৪১। কত সালে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়?

উত্তর : ১৮৫৭ সালে।

৪২।কত সালে বাংলায় প্রথম নীল চাষ শুর হয়?

উত্তর : ১৭৭৭ সালে প্রথম নীল চাষ শুর হয়।

৪৩। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।

৪৪। 'ওয়াহাবি' আন্দোলনের অগ্রদূত কে?

উত্তর : মুহম্মদ ইবনে আব্দুল ওহাব।

৪৫।১৯০৫ সাল কেন বিখ্যাত?

উত্তর : ১৯০৫ সাল বঙ্গভঙ্গের জন্য বিখ্যাত ।

৪৬। 'মোহামেডান লিটারেরি সোসাইটি' প্রতিষ্ঠা করেন কে?

উত্তর : নবাব আব্দুল লতিফ।

৪৭।কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়?

 উত্তর : খিলাফত আন্দোলন শুরু হয় ১৯১৮ সালে ও অসহযোগ আন্দোলন শুরু হয় ১৯২০ সালে।

৪৮। নবাব সিরাজ-উদ-দৌলাকে কে হত্যা করে?

উত্তর : মীরজাফরের পুত্র মীরনের নির্দেশে মোহাম্মদী বেগ হত্যা করে।

৪৯। ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন?

উত্তর : ভারতের নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়।

 ৫০। ব্রিটিশ ভারতে কোম্পানি শাসনের অবসান হয় কখন?

 উত্তর : ব্রিটিশ ভারতে কোম্পানি শাসনের অবসান হয় ১৮৫৮ সালে।

৫১। আলীগড় আন্দোলন কী?

উত্তর : মুসলিম সমাজকে জাগ্রত করার উদ্দেশ্যে স্যার সৈয়দ আহমদ খান কর্তৃক আলীগড় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক আন্দোলনকে আলীগড় আন্দোলন বলা হয়।

৫২।দ্বৈতশাসন বলতে কি বুঝায়?

উত্তর : দ্বৈতশাসন বলতে কোন প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতিকে বুঝায় ।

৫৩।ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন?

উত্তর : ফকির মজনু শাহ ।

৫৪। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন

উত্তর : এ্যালান অক্টোভিয়ান হিউম ।

৫৫।বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?

উত্তর : বাংলা, বিহার, ছোট নাগপুর ও উড়িষ্যা অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল।

৫৬।১৯১৯ সালের ভারত শাসন আইনে অপর নাম কী?

উত্তর : মন্টেগু চেমসফোর্ড আইন ।

৫৭। লর্ড কার্জন কে ছিলেন?

উত্তর : লর্ড কার্জন ছিলেন বৃটিশ ভারতের বড় লাট এবং বঙ্গবঙ্গ এর পরিকল্পনাকারী

৫৮।অখণ্ড স্বাধীন বাংলা' রাষ্ট্র গঠনে প্রস্তাব কে উত্থাপন করেন?

 উত্তর : হোসেন শহীদ সোহরাওয়াদী ।

৫৯। ১৯৪৬ সালের মক্সিমিশনের প্রধান কে ছিলেন?

 উত্তর : স্যার স্টাফোর্ড ক্রীপস ।


খ বিভাগ 


১। ১৯৪৭ সালের ভারত শাসন আইনের চারটি বৈশিষ্ট্য লিখ

২। অন্ধকূপ হত্যাকাণ্ড কী?

৩। পাঁচশালা বন্দোবস্ত কী?

৪। মন্ত্রিমিশন পরিকল্পনার ব্যর্থতার কারণ লিখ।

৫। পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের কারণ কী? 

৬। অলীগড় আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা কর। 

৭। খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ লিখ ।

৮। মোহামেডান লিটারারি সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?

৯। ব্রাহ্ম সমাজ কী?

১০।বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে শেরে বাংলার অবদান কি ছিল।

১১। খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ লিখ

১২। সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লিখ

১৩। দ্বৈত শাসনব্যবস্থা বলতে কি বুঝ?

১৪। প্রাদেশিক স্বায়ত্তশাসন কি?

১৫। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বর্ণনা কর।

১৬। 'দ্বিজাতি' তত্ত্ব ব্যাখ্যা কর।


গ-বিভাগ


১।পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণগুলো আলোচনা কর।

২। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল বর্ণনা কর।

৩। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।

৪। ১৯০৫ সালের বঙ্গ-ভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা কর।

৫। ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কার আইনের ধারাসমূহ বর্ণনা কর।

৬। লক্ষ্মৌ চুক্তির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

৭। অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।

৮। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৯। ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখ। এ পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল?

১০। উপমহাদেশের মুসলিম রাজনীতিতে খিলাফত আন্দোলনের প্রভাব আলোচনা কর। 




প্রস্ততকারক 
শমসের এম খান
১৮ তম বিসিএস( সাধারণ শিক্ষা ক্যাডার) 
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 
প্রশ্ন প্রণেতা ও প্রশ্ন মডারেটর 
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। 



Post a Comment

Previous Post Next Post