Political Organization and the Political System of UK & USA
ক-বিভাগ
১. "Constitution is the way of life."- উক্তিটি কার?
উত্তর : উক্তিটি এরিস্টটলের।
২. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ম্যাগনাকার্টা ১২১৫ সালে স্বাক্ষরিত হয় ।
৩. সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কী কী?
উত্তর : সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান দুই প্রকার। যথা : ১. সুপরিবর্তনীয়
ও ২. দুষ্পরিবর্তনীয় সংবিধান ।
৪. সংবিধানের দুটি উৎসের নাম লেখ।
উত্তর : সংবিধানের দুটি উৎসের নাম হলো- ১. প্রথা ও ২. ঐতিহাসিক সনদ ।
৫. 'Foedus' শব্দের অর্থ কী?
উত্তর : 'Foedus' শব্দের অর্থ সন্ধি বা মিলন।
৬. নাৎসিবাদের জনক কে?
উত্তর : নাৎসিবাদের জনক এডলফ হিটলার।
৭. ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কী?
উত্তর : ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম হাউজ অব লর্ড।
৮. পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর : ব্রিটেনের সংবিধান বিবর্তনের
মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।
৯. ব্রিটেনের কমন্সসভার সদস্য সংখ্যা কত?
উত্তর : ব্রিটেনের কমন্সসভার সদস্য সংখ্যা ৬৫০ জন ।
১০. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন।
১১. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? |
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল চার বছর।
১২. মার্কিন যুক্তরাষ্ট্রের
'ইলেক্টোরাল কলেজের' সদস্য সংখ্যা কত?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের 'ইলেক্টোরাল কলেজের' সদস্য সংখ্যা ৫৩৮
(৫৩৫+৩) জন।
১৩. 'Modern Constitution' বইটির লেখক কে?
উত্তর : 'Modern
Constitution' বইটির লেখক K. C. Wheare
১৪. 'Sovereignty' শব্দের উৎস কী?
উত্তর : 'Sovereignty' শব্দের উৎস ল্যাটিন শব্দ 'Superanus'.
১৫. ব্রিটেনে গৌরবময় বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তর : ব্রিটেনে গৌরবময় বিপ্লব
১৬৮৮ খ্রিস্টাব্দে সংঘটিত হয়
১৬. ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম বরিস জনসন ।
১৭. সরকারের অঙ্গসমূহ কী কী?
উত্তর : সরকারের অঙ্গসমূহ হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ ।
১৮. ব্রিটিশ আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
উত্তর : ব্রিটিশ আইনসভা দুই কক্ষবিশিষ্ট।
১৯. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম
ডেমোক্রেটিক পার্টি।
২০. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ইলেক্টোরাল কলেজের দ্বারা
পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।
২১. মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ করেন রাষ্ট্রপতি।
২২. মার্কিন যুক্তরাষ্ট্রের
সিনেটের সভাপতি কে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি হলেন। রাষ্ট্রপতি।
২৩. লর্ড সভায় সভাপতিত্ব করেন
কে?
উত্তর : লর্ড সভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর।
২৪. "Constitution is the way of life." উক্তিটি কার?
উত্তর : "Constitution is the way of life."-উক্তিটি -এরিস্টটলের।
২৫. 'Demos' শব্দের অর্থ কী?
উত্তর : 'Demos' শব্দটির অর্থ
হলো জনগণ ।
২৬. ফ্যাসিবাদের জনক কে?
উত্তর : ফ্যাসিবাদের জনক বেনিটো
মুসোলিনি ।
২৭. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর : রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ
উপাদান হলো সার্বভৌমত্ব।
২৮. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত
হয়?
উত্তর : ম্যাগনাকার্টা ১২১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়। ২৯. ব্রিটেনের
কমন্সসভার সদস্য সংখ্যা কত?
উত্তর : ব্রিটেনের কমন্সসভার
সদস্য সংখ্যা ৬৫০ জন ।
৩০. গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কী?
উত্তর : গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম United Kingdom of Great
Britain and Northern Ireland.
৩১. 'The Spirit of Laws' গ্রন্থটির লেখক কে?
উত্তর : 'The Spirit of
Laws' গ্রন্থটির লেখক মন্টেস্কু ।
৩২. মার্কিন যুক্তরাষ্ট্রের
বর্তমান রাষ্ট্রপতির নাম কী ?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের
বর্তমান রাষ্ট্রপতির নাম জো বাইডেন ।
৩৩. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি? উত্তর : পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান
মার্কিন সংবিধান
৩৪ট. মার্কিন যুক্তরাষ্ট্রের
অঙ্করাষ্ট্র কতটি? |
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র ৫০টি ।
৩৫. সংবিধানের দুটি উৎসের নাম লেখ।
উত্তর : সংবিধানের দুটি উৎসের নাম হলো- ১. প্রচলিত রীতিনীতি ও ২. বিধিবদ্ধ
আইন ।
৩৬. “গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য
এবং জনগণের সরকার।”— উক্তিটি কার?
উত্তর : উক্তিটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের।
৩৭. সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কী কী?
উত্তর : সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান দুই প্রকার। যথা :১. সুপরিবর্তনীয়
সংবিধান ও ২. দুষ্পরিবর্তনীয় সংবিধান ।
৩৮. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : সরকারের চতুর্থ অঙ্গ নির্বাচকমণ্ডলী ।
৩৯. সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর : সংসদীয় গণতন্ত্রের জনক জন লক ।
৪০. 'The Spirit of Laws' গ্রন্থটির লেখক কে?
উত্তর : 'The Spirit of Laws' গ্রন্থটির লেখক ফরাসি দার্শনিক মন্টেস্কু
।
৪১.ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ
নীতির প্রবক্তা ফরাসি দার্শনিক মন্টেস্কু ।
৪২. সংসদীয় সরকার ব্যবস্থায়
আইনসভার প্রধান কে? |
উত্তর : সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধান হলেন স্পিকার।
৪৩. 'Foedus' শব্দের অর্থ কী?
উত্তর : 'Foedus' শব্দের অর্থ সন্ধি বা মিলন ।
৪৪. "Electorate is the main basis of representative
democracy."- উক্তিটি কার?
উত্তর : উক্তিটি ডব্লিউ এফ.
উইলোবি (W. F. Willoughby) এর।
৪৫. ব্রিটেনে গৌরবময় বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তর : ব্রিটেনে 'গৌরবময় বিপ্লর' ১৬৮৮ খ্রিস্টাব্দে সংঘটিত হয় ।
৪৬. মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের' সদস্য সংখ্যা কত?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের
'ইলেক্টোরাল কলেজের' সদস্য সংখ্যা হলো ৫৩৮ (৫৩৫ + ৩) জন ।
৪৭. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট
।
৪৮. 'Demos' শব্দের অর্থ কী?
উত্তর : 'Demos' শব্দটির অর্থ হলো জনগণ ।
৪৯. 'Modern Constitution' গ্রন্থটির লেখক কে?
উত্তর : 'Modern
Constitution' বইটির লেখক K. C. Wheare.
৫০. সংসদীয় সরকার পদ্ধতি কোন দেশে প্রচলিত আছে?
উত্তর : সংসদীয় সরকার বাংলাদেশ ও ভারতে প্রচলিত আছে।
৫১. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর দুটি
উদাহরণ দাও।
উত্তর : চাপসৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ হলো রাজনৈতিক দল ও শ্রমিক
সংগঠন ।
৫২. সরকারের অঙ্গ কতটি?
উত্তর : সরকারের অঙ্গ বা বিভাগ তিনটি। যথা : ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ
ও ৩. বিচার বিভাগ
৫৩. ‘ম্যাগনাকার্টা' কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ‘ম্যাগনাকার্টা' ১২১৫ খ্রিস্টাব্দের ১৫
জুন স্বাক্ষরিত হয়।
৫৪. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস ।
৫৫. যুক্তরাজ্যের সরকারপ্রধান কে?
উত্তর : যুক্তরাজ্যের সরকারপ্রধান হলেন প্রধানমন্ত্রী ।
৫৬. ফ্যাসিবাদের জনক কে?
উত্তর : ফ্যাসিবাদের জনক মুসোলিনী।
৫৭. মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ করেন কে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ভেটো ক্ষমতা প্রয়োগ
করেন ।
৫৮. মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কতটি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলো ৫০টি।
৫৯. লর্ডসভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর : লর্ড সভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর।
৬০. সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও ।
উত্তর : অর্থনীতির যে শাখায় একটি দেশের অর্থনীতির সামগ্রিক বিষয়াবলি
আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে।
৬১. “একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র ” - উক্তিটি কার?
উত্তর : “একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র ” অধ্যাপক র্যাগনার
নার্কসের।
৬২. মোট দেশজ উৎপাদন (GDP) কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে
দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে
তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে।
৬৩. আর্থিক নীতির দুটি হাতিয়ারের নাম লেখ ।
উত্তর : আর্থিক নীতির দুটি হাতিয়ারের নাম হলো- ১. খোলা বাজার নীতি ও
২. ব্যাংক হারের পরিবর্তন।
৬৪. মুদ্রাস্ফীতি কী?
উত্তর : যখন কোনো দেশের প্রচলিত অর্থের পরিমাণ উৎপাদিত দ্রব্যসামগ্রীর
তুলনায় অধিক হওয়ার ফলে মূল্যস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তখন সে অবস্থাকে মুদ্রাস্ফীতি
বলা হয়।
৬৫. প্রকৃত মজুরির সংজ্ঞা দাও ।
উত্তর : শ্রমের আর্থিক মজুরিকে দ্রব্যমূল্য দ্বারা ভাগ করলে যে মজুরি
পাওয়া যায় তাকে প্রকৃত মজুরি বলে।
৬৬. মোবাইল ব্যাংকিং কী?
উত্তর : মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক একাউন্টের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ
করার সুবিধাযুক্ত সেবার নামই মোবাইল ব্যাংকিং
৬৭. আর্থিক নীতি কী?
উত্তর : অর্থের যোগন নিয়ন্ত্রণের জন্য সরকার ও আর্থিক কর্তৃপক্ষ (কেন্দ্রীয়
ব্যাংক) যেসব নীতিমালা গ্রহণ করে তাই আর্থিক নীতি ।
৬৮. বাংলাদেশের শক্তি সম্পদের প্রধান দুটি উপাদানের নাম লেখ ।
উত্তর : বাংলাদেশের শক্তি সম্পদের প্রধান দুটি উপাদান হলো খনিজ তেল ও
প্রাকৃতিক গ্যাস ।
৬৯. কর কাকে বলে?
উত্তর : একটি দেশের সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে
তাকে কর বলে ।
৭০. BEPZA এর পূর্ণরূপ কী?
উত্তর : BEPZA এর পূর্ণরূপ হলো Bangladesh Export Processing Zone
Authority.
৭১. মুদ্রা গুণক কী?
উত্তর : কাগজি নোট ও ধাতব মুদ্রার পরিবর্তনের ফলে অর্থের যোগানের যে
গুণিতক পরিবর্তন হয়, এ দুয়ের অনুপাতই মুদ্রা গুণক ।
৭২. কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়?
উত্তর : ১৭ সেপ্টেম্বর ১৭৮৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত
হয় ।
খ- বিভাগ
১. সংবিধানের শ্রেণিবিভাগ আলোচনা কর।
২. নির্বাচকমণ্ডলীর সংজ্ঞা দাও।
৩. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ?
৪. রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য লেখ।
৫.মার্কিন যুক্তরাষ্ট্রের 'Spoil
system' কী?
৬., ব্রিটিশ সংবিধানের উৎসগুলো কী কী?
৭. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা কর।
৮. যুক্তরাজ্যের আইনসভার গঠন ব্যাখ্যা কর।
৯. সংবিধান বলতে কী বুঝ?
১০. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বুঝ?
১১. বিচার বিভাগীয় পর্যালোচনা কী?
১২. সংসদীয় সরকার বলতে কী বুঝ?
১৩.আইনসভার ক্ষমতা হ্রাসের কারনসমূহ আলোচনা কর।
গ-বিভাগ
১.সংবিধানের সংজ্ঞা দাও। উত্তম সংবিধানের
বৈশিষ্ট্য আলোচনা কর।
২. যুক্তরাষ্ট্রীয় সরকার কী? যুক্তরাষ্ট্রীয় সরকারের
সফলতার শর্তাবলি আলোচনা কর।
৩. আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির
কারণগুলো আলোচনা কর।
৪. রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। গণতান্ত্রিক
রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা বিশ্লেষণ কর।
৫. ব্রিটিনে রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা
কর।
৬. “মার্কিন সিনেট
পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ"- ব্যাখ্যা কর।
৭. ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি
আলোচনা কর।
৮: মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের
লর্ডসভার তুলনামূলক আলোচনা কর।
৯. গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্র ও
একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১০. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর
ভূমিকা আলোচনা কর।
১১. "ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ
সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়।”-- আলোচনা কর।
১২. যুক্তরাষ্ট্রীয় সরকার কী? যুক্তরাষ্ট্রীয়
সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রস্ততকারক
শমসের এম খান
১৮ তম বিসিএস( সাধারণ শিক্ষা ক্যাডার)
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
প্রশ্ন প্রণেতা ও প্রশ্ন মডারেটর
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।