ইসলামের রাজনৈতিক সংস্কৃতি ইতিহাস (৭৫০-১২৫৮), বিষয় কোড: ১১১৬০৩,ডিগ্রি প্রথম বর্ষ সাজেশন পরীক্ষা ২০২২

 ইসলামের রাজনৈতিক সংস্কৃতি ইতিহাস (৭৫০-১২৫৮), বিষয় কোড: ১১১৬০৩

ইসলামের রাজনৈতিক সংস্কৃতি ইতিহাস (৭৫০-১২৫৮), বিষয় কোড: ১১১৬০৩

খ বিভাগ


১। 'রাওয়ান্দিয়া' সম্প্রদায় কারা?

২.আবু মুসলিম খোরাসানীর পরিচয় দাও।

৩। বাগদাদ নগরী সম্পর্কে টীকা লিখ ।

৪।  নাসিবিনের যুদ্ধ সম্পর্কে কি জান?

৫। হুনায়েন-ইবনে-ইসহাক কে ছিলেন?

৬। মাওয়ালী কারা?

৭।  মুতাজিলাদের পরিচয় দাও।

৮। নিজামিয়া মাদ্রাসা সম্পর্কে যা জান লিখ।

৯। জাবের যুদ্ধ সম্পর্কে যা জান লিখ।

১০। খলিফা আবুল আব্বাস কে ছিলেন?

১১। শিয়া সম্প্রদায় সম্পর্কে কি জান?

১২। নিজামুল মূলক এর উপর একটি টীকা লিখ । 


গ বিভাগ


১। খলিফা আবু জাফর আল মনসুরকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন?

২। খলিফা হারুন-অর-রশীদ ইতিহাসে বিখ্যাত কেন?

৩। জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল-মামুনের কৃতিত্ব বর্ণনা কর ।

৪। বার্মেকী বংশের উত্থান ও পতন বর্ণনা কর।

৫। আশারিয়া চিন্তাবিদদের প্রধান মতবাদসমূহ আলোচনা কর।

৬। হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের কারণ ব্যাখ্যা কর।

৭। সেলজুক শাসকদের মধ্যে তুমি কাকে শ্রেষ্ঠ বলে মনে কর?তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৮। আঁগলাবী বংশের প্রতিষ্ঠাতা হিসেবে ইব্রাহিম বিন আগলাবের কৃতিত্ব মূল্যায়ন কর।

৯। আব্বাসীয় শাসনামলে গণিত অথবা চিকিৎসা শাস্ত্রে মুসলমানদেরঅবদান মূল্যায়ন কর ৷

১০। আজমুদ্দৌলাহ কেবল সর্বশ্রেষ্ঠ বুয়াইসই ছিলেন না, তাঁর সময়ের সবচেয়ে উজ্জ্বল শাসকও ছিলেন।" উক্তিটি ব্যাখ্যা কর।

১১। সেলজুক সুলতান মালিক শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।



Post a Comment

Previous Post Next Post