আল বিরুনি সম্পর্কে টীকা লিখ। আল বিরুনি কে ছিলেন? Albiruni ke chilen?

 আল বিরুনি সম্পর্কে টীকা লিখ

আল বিরুনি সম্পর্কে টীকা লিখ। আল বিরুনি কে ছিলেন? Albiruni ke chilen?

 

আবু রায়হান আল বিরুনি (৯৭৩ - ১০৪৮) ছিলেন মধ্যযুগের বিখ্যাত মুসলিম শিক্ষাবিদ ও গবেষক। তিনি ৯৭৩ খ্রিষ্টাব্দে মধ্য এশিয়ার খাওয়ারিজমে (বর্তমানে আফগানিস্তানে অবস্থিত) জন্মগ্রহণ করেন।

 তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। দর্শন, ভূগোল, ইতিহাস, জ্যোতিষশাস্ত্রে তিনি বিশেষ বুৎপত্তি অর্জন করেন। তার বিখ্যাত গ্রন্থ 'কিতাবুল হিন্দ'। আল বিরুনি সুলতান মাহমুদের দরবারের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ছিলেন। তিনি ১০৪৮ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। 



Post a Comment

Previous Post Next Post