১০০% কমন , বাংলায় মুসলিম শাসনের ইতিহাস (১২০৪-১৭৫৭খ্রিঃ পর্যন্ত), বিষয় কোডঃ ২২১৬০৭, honours 2nd year suggestion 2022 pdf,

 বাংলায় মুসলিম শাসনের ইতিহাস (১২০৪-১৭৫৭খ্রিঃ পর্যন্ত), বিষয় কোডঃ ২২১৬০৭


১০০% কমন ,  বাংলায় মুসলিম শাসনের ইতিহাস (১২০৪-১৭৫৭খ্রিঃ পর্যন্ত), বিষয় কোডঃ ২২১৬০৭, honours 2nd year suggestion 2022 pdf,


100% common

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ 
বাংলায় মুসলিম শাসনের ইতিহাস (১২০৪-১৭৫৭খ্রিঃ পর্যন্ত)
  বিষয় কোড ২২১৬০৭


ক-বিভাগ


(ক) সেন বংশের শেষ রাজা কে ছিলেন?

উত্তর: লক্ষ্মণ সেন।

(খ) 'তাবাকাত-ই-নাসিরী' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: 'তবাকাত-ই-নাসিরী' গ্রন্থের রচয়িতা মিনহাজ-উস-সিরাজ।

(গ) বাংলার কোন শাসকের আমলে ইবনে বতুতা বাংলায় আসেন?

উত্তর: ফখরুদ্দিন মুবারক শাহের আমলে।

(ঘ) বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

উত্তর: ফকরুদ্দিন মুবারক শাহ।

(ঙ) 'নৃপতি তিলক' বাংলার কোন শাসকের উপাধি ছিল?

উত্তর: সুলতান আলাউদ্দিন হোসেন শাহের।

(চ) কবি হাফিজ কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তর: কবি হাফিজ পারস্যের অধিবাসী ছিলেন।

(ছ) রাজমহলের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর: ১৫৭৬ সালে।

(জ) ইলিয়াস শাহী বংশকে ক্ষমতাচ্যুত করেন কে?

উত্তর: হাবশি শাসক সুলতান শাহজাদা বা বারবক শাহ।

(ঝ) ঢাকার প্রাচীন নাম কি?

উত্তর: ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীর-নগর।

(ঞ) গৌড়ের ছোট সোনা মসজিদের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: গৌড়ের ছোট সোনা মসজিদ আলাউদ্দীন হোসেন শাহ নির্মাণ করেন।

(ট) কররানী বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: কররানী বংশের প্রতিষ্ঠাতা তাজ খান কররানী।

(ঠ) লালবাগ দূর্গ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: শায়েস্তা খান।

ক. বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় কোন শতকে?

উত্তর : বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় ত্রয়োদশ শতকের প্রথম দিকে।

খ. গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ।- এটি বাংলার কোন যুগের চিত্র?

উত্তর : এটি বাংলার মধ্যযুগের চিত্র।

গ. রিয়াজুস সালাতিন' এর রচয়িতা কে ছিলেন?

উত্তর : রিয়াজুস সালাতিন' এর রচয়িতা ছিলেন গোলাম হোসেন সলিম

ঘ. সুলতানি বাংলার কোন শাসক প্রথম নৌবাহিনী গঠন করেন?

উত্তর : সুলতানি বাংলার শাসক গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি প্রথম নৌবাহিনী গঠন করেন।

ঙ. বাংলায় হোসেনশাহি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : বাংলায় হোসেনশাহি বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ।

চ. ঐতিহাসিক বারানির মতে বিখ্যাত ‘নারকিল্লা দুর্গ' কে নির্মাণ করেন?

উত্তর : ঐতিহাসিক বারানির মতে বিখ্যাত নারকিল্লা দুর্গ' নির্মাণ করেন তুঘরল খান ।

ছ. বাংলায় প্রশাসন ব্যবস্থায় সর্ব প্রথম সহকারী গভর্নর পদ চালু করেন কে?

উত্তর : সর্বপ্রথম সহকারী গভর্নর পদ চালু করেন সুলতান গিয়াসউদ্দিন বলবন।

জ. একডালা দুর্গটি কোথায় অবস্থিত?

উত্তর : একডালা দুর্গটি পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনাস্থ একডালা গ্রামে অবস্থিত।

ঝ. কোন মুঘল সুবাদার চট্টগ্রাম জয় করেন?

উত্তর : মুঘল সুবাদার শায়েস্তা খান চট্টগ্রাম জয় করেন।

ঞ. পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন কে?

উত্তর : পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন সুলতান সিকান্দার শাহ ।

ট.দাম কী?

উত্তর : দাম হলো এক প্রকার সিককা মুদ্ৰা ।

ঠ. বর্গি কাদের বলা হতো?

উত্তর : মারাঠা দস্যুদের বর্গি বলা হতো ।

ক. 'তবকাত ই নাসিরি' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : তবকাত ই নাসিরি' গ্রন্থের রচয়িতা মিনহাজ ই সিরাজ।

খ. আলি মর্দান খলজি কে ছিলেন?

উত্তর : আলি মর্দান খলজি ছিলেন ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির সহচর ও বরসালের শাসনকর্তা ।

গ. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

উত্তর : বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ।

ঘ. বাংলার কোন অঞ্চল ভাটি নামে পরিচিত?

উত্তর : বাংলার ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল সাধারণত ভাটি নামে পরিচিত ছিল।

ঙ. বাংলায় ইলিয়াসশাহি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : বাংলায় ইলিয়াসশাহি বংশের প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ।

চ. কবি হাফিজ কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তর : কবি হাফিজ পারস্যের অধিবাসী ছিলেন ।

ছ. রাজা গণেশ কী উপাধি গ্রহণ করেছিলেন?

উত্তর : রাজা গণেশ দনুজমর্দনদেব ও চণ্ডীচরণপরাণ্য উপাধি গ্রহণ করেছিলেন ।

জ. হোসেনশাহি বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?

উত্তর : হোসেনশাহি বংশের সর্বশেষ শাসক ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ

ঝ. দাউদ খান কে ছিলেন?

উত্তর : দাউদ খান ছিলেন কররানি বংশের শেষ শাসক ।

ঞ. ঢাকার প্রাচীন নাম কী?

উত্তর : ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর

ট. বাংলার প্রথম নবাব কে ছিলেন?

উত্তর : বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদকুলি খান ।

ঠ. লালবাগ দুর্গ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : লালবাগ দুর্গ প্রতিষ্ঠা করেন সুবাদার শায়েস্তা খান ।

ক. সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?

উত্তর : সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেন ।

খ. বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় কোন শতকে?

উত্তর : তেরো শতকের শুরুতে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় ।

গ. বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতি কে? 

উত্তর : বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতি ইখতিয়ারউদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি।

ঘ. রিয়াজুস সালাতিন' রচয়িতা কে?

উত্তর : ‘রিয়াজুস সালাতিন' রচয়িতা গোলাম হোসেন সলিম

ঙ. বাংলায় বলবনি বংশের প্রথম শাসক কে ছিলেন?

উত্তর : বাংলায় বলবনি বংশের প্রথম শাসক ছিলেন। বুঘরা খান

চ. সুলতানি বাংলার কোন শাসক প্রথম নৌবাহিনী গড়ে তোলেন?

উত্তর : সুলতানি বাংলার শাসক গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি প্রথম নৌবাহিনী গড়ে তোলেন ।

ছ. হোসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : হোসেনশাহি বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ ।

জ. দাউদ খান বাংলার কোন বংশের শাসক ছিলেন?

উত্তর : দাউদ খান বাংলার কররানি বংশের শাসক ছিলেন ।

ঝ. রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত হয়?

উত্তর : রাজমহলের যুদ্ধ ১৫৭৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

ঞ. বাংলার প্রশাসন ব্যবস্থায় সর্বপ্রথম গভর্নর পদ চালু করেন কে?

উত্তর : বাংলার প্রশাসন ব্যবস্থায় সর্বপ্রথম গভর্নর পদ চালু করেন সুলতান গিয়াসউদ্দিন বলবন ।

ট. ঈসা খান কে ছিলেন?

উত্তর : ঈসা খান ছিলেন বারোভূঁইয়াদের প্রধান নেতা ও সোনারগাঁওয়ের জমিদার।

ঠ. পরীবিবির পিতার নাম কী?

উত্তর : পরীবিবির পিতার নাম শায়েস্তা খান

ক. বাংলার প্রশাসন ব্যবস্থায় সর্বপ্রথম গভর্নর পদ চালু করেন কে?

উত্তর : বাংলার প্রশাসন ব্যবস্থায় সর্বপ্রথম গভর্নর পদ চালু করেন সুলতান গিয়াসউদ্দিন বলবন।

খ. একডালা দুর্গটি কোথায় অবস্থিত?

উত্তর : একডালা দুর্গটি পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনাস্থ একডালা গ্রামে অবস্থিত

গ. পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন কে?

উত্তর : পাণ্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন ইলিয়াস শাহি সুলতান সিকান্দার শাহ ।

ঘ. বলগাকপুর শব্দের অর্থ কী?

উত্তর : বলগাকপুর অর্থ বিদ্রোহের দেশ।

ঙ. কবি হাফিজ কোন দেশের অধিবাসী?

উত্তর : কবি হাফিজ পারস্য দেশের (আধুনিক ইরানের) - অধিবাসী ছিলেন।

চ. হোসেনশাহি বংশের সর্বশেষ শাসক কে?

উত্তর : হোসেনশাহি বংশের সর্বশেষ শাসক ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ।

ছ. বাহারিস্তান ই গায়বির রচয়িতা কে?

উত্তর : 'বাহারিস্তান ই গায়েবি' রচয়িতা মির্জা নাথান ।

জ. বাংলার কোন অঞ্চল ভাটি নামে পরিচিত ছিল?

উত্তর : ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল সাধারণত ভাটি নামে পরিচিত ছিল।

ঝ. সোনারগাঁও বিখ্যাত কেন?

উত্তর : ঐতিহাসিক স্থাপনা ও মধ্যযুগীয় বাংলার রাজধানীর জন্য সোনারগাঁও বিখ্যাত।

ঞ. কোন মুঘল সুবাদার চট্টগ্রাম জয় করেন?

উত্তর : মুঘল সুবাদার শায়েস্তা খান চট্টগ্রাম জয় করেন।

ট: বাংলার প্রথম নবাব কে ছিলেন?

উত্তর : বাংলার প্রথম নবাব ছিলেন নবাব মুর্শিদকুলী খান ।

ঠ. বর্গি কাদের বলা হতো?

উত্তর : মারাঠা দস্যুদের বর্গি বলা হতো।

ক. সেন বংশের শেষ রাজা কে ছিলেন?

উত্তর : সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেন

খ. তবকাত ই নাসিরি' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : তবকাত ই নাসিরি' গ্রন্থের রচয়িতা মিনহাজ ই সিরাজ।

গ. বাংলার কোন শাসকের আমলে ইবনে বতুতা বাংলায় আসেন?

 উত্তর : সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের সময় ইবনে বতুতা বাংলায় আসেন।

ঘ. মালিক-উস-শারক' অর্থ কী?

উত্তর : 'মালিক-উস-শারক' অর্থ প্রাচ্যের মালিক'।

ঙ. ঢাকার প্রাচীন নাম কী?

উত্তর : ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর

চ. দাউদ খান বাংলার কোন বংশের শাসক ছিলেন?

উত্তর : দাউদ খান বাংলার কররানি বংশের শাসক ছিলেন

ছ. রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত হয়?

উত্তর : রাজমহলের যুদ্ধ ১৫৭৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

ঝ. আলিবর্দী খান কে ছিলেন?

উত্তর : আলীবর্দী খান ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার স্বাধীন নবাব এবং শেষ নবাব সিরাজউদ্দৌলার মাতামহ।

ট.কখন পর্তুগিজরা বাংলায় আগমন করেছিল?

উত্তর : পর্তুগিজরা ১৫১৬ খ্রিস্টাব্দে বাংলায় আগমন করেছিল ।

ঠ. পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়?

উত্তর : পলাশির যুদ্ধ ২৩ জুন ১৭৫৭ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

ক. বখতিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমণ করেন?

উত্তর : বখতিয়ার খলজি ঝাড়খণ্ডের পথে বাংলা আক্রমণ করেন ।

খ. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

উত্তর : বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ ।

গ. বাংলায় ইলিয়াস শাহি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : বাংলায় ইলিয়াস শাহি বংশের প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ।

ঘ. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?

উত্তর : ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল গিয়াসউদ্দিন আজম শাহের ।

ঙ.বাংলায় মধ্যযুগের ইতিহাসে অরাজকতার যুগ বলা হয় কোন শাসনামলকে?

উত্তর : বাংলায় মধ্যযুগের ইতিহাসে অরাজকতার যুগ বলা হয় হাবশি শাসনামলকে।

চ. নৃপতি তিলক বাংলার কোন শাসকের উপাধি ছিল?

উত্তর : নৃপতি তিলক' ও 'জগৎভূষণ' আলাউদ্দিন হোসেন শাহের উপাধি ছিল ।

ছ. গৌড়ের ছোট সোনা মসজিদের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : গৌড়ের ছোট সোনা মসজিদের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ।

জ. চৌসার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর : চৌসার যুদ্ধ ১৫৩৯ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

ঝ.হাবশিদের পরিচয় দাও ।

উত্তর : ইলিয়াস শাহি সুলতান রুকনউদ্দিন বরবক শাহ আবিসিনিয়া থেকে যে আট হাজার ক্রীতদাস আমদানি করেন তারাই হাবশি নামে পরিচিত।

ঞ. একডালা দুর্গটি কোন জেলায় অবস্থিত?

উত্তর : একডালা দুর্গ দিনাজপুর জেলায় অবস্থিত।

ট. নবাব সিরাজউদ্দৌলার ঘাতক কে ছিলেন?

উত্তর : নবাব সিরাজউদ্দৌলার ঘাতক ছিলেন মুহাম্মদি বেগ ।

ঠ. লালবাগ কেল্লা কে নির্মাণ করেন?

উত্তর : লালবাগ কেল্লা সুবাদার শায়েস্তা খান প্রতিষ্ঠা করেন ।



খ বিভাগ 



১.সংক্ষেপে সাতগাঁওয়ের বিবরণ দাও।

২. ফখরুদ্দিন মুবারক শাহ সম্পর্কে সংক্ষেপে লিখ।

৩. গিয়াসউদ্দিন আজমশাহের সহিত কবি হাফিজের সম্পর্ক উল্লেখ কর। 

৪. বাংলায় ইসলাম প্রসারে নূর কুতুব উল আলম-এর ভূমিকা লেখ।

৫. 'বারভূঁইয়া' কারা? 

৬. সুবাদার শায়েস্তা খানের শাসনামলে বাংলার অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।

৭. 'অন্ধকূপ হত্যা' সম্বন্ধে ধারণা দাও ।

৮. রাজা লক্ষণ সেনের পরিচয় দাও 

৯. বখতিয়ার খলজি সম্পর্কে সংক্ষেপে লেখ।

১০. রাজমহলের যুদ্ধ সম্পর্কে টীকা লেখ

১১. নুর কুতবুল আলমের পরিচয় দাও।



গ বিভাগ 



১. মধ্যযুগীয় বাংলার ইতিহাসের উৎসসমূহ পর্যালোচনা কর।

২. মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার সামাজিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা কর ।

৩. সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।

৪. মা-হুয়ানের বিবরণ অনুযায়ী বাংলার আর্থসামাজিক অবস্থার একটি বর্ণনা দাও। 

৫. বাংলায় একটি স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।

৬ গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকাল বর্ণনা কর।

৭. বাংলার ইতিহাসে কররানি আফগানদের ভূমিকা পর্যালোচনা কর। 

৮. মুর্শিদকুলী খানের রাজস্ব সংস্কার বিশ্লেষণ কর।

৯. ইবনে বতুতার বর্ণনার আলোকে বাংলার অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।

১০. শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বাংলার হোসেনশাহি সুলতানদের  অবদান মূল্যায়ন কর ।

১১. বাংলায় ইউরোপীয় বণিকদের কর্মতৎপরতা বিশ্লেষণ কর।

১২. সুবাদার মির জুমলা কর্তৃক আসাম ও কুচবিহার বিজয়ের বিবরণ দাও ।

 




Post a Comment

Previous Post Next Post