সিরিয়া, মিসর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস (ফাতেমি, আইয়ুবি ও মামলুক বংশ),বিষয় কোড : ২১১৬০৭,Honours 1st year suggestion 2022 NU suggestion

সিরিয়া, মিসর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস (ফাতেমি, আইয়ুবি ও মামলুক বংশ),বিষয় কোড : ২১১৬০৭

বিএ (অনার্স) প্রথম বর্ষ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বিষয় : সিরিয়া, মিসর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস (ফাতেমি, আইয়ুবি ও মামলুক বংশ)
বিষয় কোড : ২১১৬০৭


ক-বিভাগ

সেকশন-1

ক. উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয় ৯০৯ খ্রিস্টাব্দে।

খ. মিসর বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী?

উত্তর : মিসর বিজয়ী মুসলিম সেনাপতির নাম মুসা বিন নুসাইর ।

গ. আল কাহিরা নগরী প্রতিষ্ঠা করেন কে?

উত্তর : আল কাহিরা নগরী প্রতিষ্ঠা করেন ফাতেমি খলিফা আল মুইজের সেনাপতি জাওহার আল সিকিলি ।

ঘ. কোন মুসলিম সেনাপতি উত্তর আফ্রিকা জয় করেন?

উত্তর : ফাতেমি খলিফা আল মুইজের সেনাপতি জাওহার আল সিকিলি উত্তর আফ্রিকা জয় করেন ।

ঙ. আইয়ুবি সালতানাতের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : আইয়ুবি সালতানাতের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আইয়ুবি ।

চ. ক্রুসেড সংঘটিত হয় কয়টি পর্যায়ে?

উত্তর : ক্রুসেড সংঘটিত হয় ৩টি পর্যায়ে।

ছ. খলিফা আল হাকিম কোন পাহাড়ে মৃত্যুবরণ করেন?

উত্তর : খলিফা আল হাকিম মুকাত্তাম পাহাড়ে মৃত্যুবরণ করেন ।

জ. বদর আল জামালি কে ছিলেন?

উত্তর : বদর আল জামালি ছিলেন ফাতেমি খিলাফত আমলে আর্মেনীয় উজির পরিবারের প্রতিষ্ঠাতা।

ঝ. মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর : মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান রুকনুদ্দিন বাইবার্স।

ঞ. মিসরে কয় শ্রেণির মামলুক ছিল?

উত্তর : মিসরে দুই শ্রেণির মামলুক ছিল। যথা : ১. বুরুজি মামলুক ও ২. বাহরি মামলুক।

ট. আইন ই জালুতের যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর : আইন ই জালুতের যুদ্ধ সংঘটিত হয় ১২৬০ খ্রিস্টাব্দের ৩ সেপ্টেম্বর।

ঠ. সুলতান কালাউন প্রতিষ্ঠিত হাসপাতালের নাম কী?

উত্তর : সুলতান কালাউন প্রতিষ্ঠিত হাসপাতালের নাম 'আল মারিস্তান আল মনসুরি'।

 

সেকশন-2

ক. মাগরিব শব্দের অর্থ কী?

উত্তর : মাগরিব শব্দের অর্থ পশ্চিম।

খ. শিয়াদের প্রথম ইমাম কে?

উত্তর : শিয়াদের প্রথম ইমাম হযরত আলি (রা.)।

গ. মাহদিয়া নগরী কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : মাহদিয়া নগরী ফাতেমি খলিফা ওবায়দুল্লাহ আল মাহদি প্রতিষ্ঠা করেন।

ঘ. 'দারুল হিকমা' কী?

উত্তর : ‘দারুল হিকমা' হচ্ছে ১০০৫ খ্রিস্টাব্দে ফাতেমি খলিফা আল হাকিম কর্তৃক প্রতিষ্ঠিত জ্ঞানবিজ্ঞান চর্চাকেন্দ্র।

ঙ. প্রথম আর্মেনীয় উজির কে ছিলেন?

উত্তর : প্রথম আর্মেনীয় উজির ছিলেন বদর আল জামালি ।

চ.কত খ্রিস্টাব্দে ফাতেমি খিলাফতের পতন ঘটে?

উত্তর : ১১৭১ খ্রিস্টাব্দে ফাতেমি খিলাফতের পতন ঘটে।

ছ.আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর : আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত

জ. ফুস্তাত কোথায় অবস্থিত?

উত্তর : ফুস্তাত মিসরে অবস্থিত।

ঝ. গাজি কার উপাধি ছিল?

উত্তর : আইয়ুবি বংশের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আইয়ুবির উপাধি ছিল গাজি।

ঞ. আলেকজান্দ্রিয়া কোথায়?

উত্তর : আলেকজান্দ্রিয়া মিসরে।

ট. মিসরে মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : মিসরে মামলুক বংশের প্রতিষ্ঠাতা সাজার উদ দার।

ঠ. আল মানসুরিয়া কী?

উত্তর : আল মানসুরিয়া খলিফা আল মনসুর কর্তৃক প্রতিষ্ঠিত একটি শহর ।

 

সেকশন-3

ক. সিরিয়া কোন মহাদেশে অবস্থিত?

উত্তর : সিরিয়া এশিয়া মহাদেশে অবস্থিত।

খ. জিয়াদাতুল্লাহ কে ?

উত্তর : জিয়াদাতুল্লাহ আগলাবি শাসক।

গ. শিয়াদের দ্বাদশ ইমাম কাকে বলা হয়?

উত্তর : শিয়াদের দ্বাদশ ইমাম বলা হয় মোহাম্মদ আল মোন্তাজারকে ।

ঘ. 'নওরোজ' কী?

উত্তর : 'নওরোজ' হলো বসন্তকালীন উৎসব।

ঙ. জেরিকো শহর কোথায় অবস্থিত?

উত্তর : জেরিকো শহর প্যালেস্টাইনে অবস্থিত।

চ. সর্বশেষ ফাতেমি খলিফার নাম কী?

উত্তর : সর্বশেষ ফাতেমি খলিফার নাম আল আদিদ ।

ছ. কায়রো নগরী কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : কায়রো নগরী প্রতিষ্ঠা করেন ফাতেমি খলিফা আল মুইজের সেনাপতি জাওহার আল সিকিলি ।

জ. আইয়ুবি বংশের শেষ সুলতান কে ছিলেন?

উত্তর : আইয়ুবি বংশের শেষ সুলতান ছিলেন তুরান শাহ ।

ঝ. ফাতেমি কোন শাসকের উপাধি ছিল 'আমিরুল মোমেনিন'?

উত্তর : ফাতেমি খলিফা আল হাকিমের উপাধি ছিল ‘আমিরুল মোমেনিন’

ঞ. বাহরি মামলুকরা কোন দ্বীপে বাস করতো?

উত্তর : বাহরি মামলুকরা রাওদাহ দ্বীপে বাস করতো ।

ট. ক্রুসেড কয়টি পর্যায়ে সংঘটিত হয়?

উত্তর : ক্রুসেড ৩টি পর্যায়ে সংঘটিত হয়।

ঠ. ‘মাহমিল' কী?

উত্তর : মিসরের মামলুক বংশের প্রতিষ্ঠাতা সাজার উদ দারের হজযাত্রায় ব্যবহৃত হাওদাকে ‘মাহমিল' বলা হতো।

 

সেকশন-4

ক. ‘শিয়া’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘শিয়া' শব্দের অর্থ দল ।

খ. ফাতেমিদের প্রধান ‘দাঈ' কে ছিলেন?

উত্তর : ফাতেমিদের প্রধান ‘দাঈ' ছিলেন আব্দুল্লাহ বিন মায়মুন।

গ. কারামাতিয়াদের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : কারামাতিয়াদের প্রতিষ্ঠাতা ইরাকের জনৈক কৃষক হামদান কারামাত ।

ঘ. ইফ্রিকিয়া কী?

উত্তর : উত্তর আফ্রিকার লিবিয়া ও তিউনিসিয়াকে একত্রে ইফ্রিকিয়া বলা হয়।

ঙ. কার নামানুসারে আইয়ুবি বংশের নামকরণ হয়?

উত্তর : সালাউদ্দিন আইয়ুবির পিতা নাজমুদ্দিন আইয়ুবির নামানুসারে আইয়ুবি বংশের নামকরণ করা হয়।

চ. হিট্টিনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর : হিট্টিনের যুদ্ধ ১১৮৭ খ্রিস্টাব্দে সংঘটিত হয় ।

ছ. আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর : আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত ।

জ. ফ্রাঙ্ক কারা?

উত্তর : মধ্যযুগে ফ্রান্সের অধিবাসীদের ফ্রাঙ্ক বলা হতো।

ঝ. প্রথম মামলুক শাসক কে?

উত্তর : প্রথম মামলুক শাসক সাজার উদ দার ।

ঞ. সুলতান কালাউন নির্মিত হাসপাতালটির নাম কী?

উত্তর : সুলতান কালাউন নির্মিত হাসপাতালটির নাম 'আল মারিস্তান আল মনসুরি'।

ট. কোন যুদ্ধে প্রথম সেলিম মামলুকদের পরাজিত করেন?

উত্তর : মারজ ই দাবিকের যুদ্ধে প্রথম সেলিম মামলুকদের পরাজিত করেন ।

ঠ. কখন মামলুক শাসনের অবসান হয়?

উত্তর : ১৫১৭ খ্রিস্টাব্দে মামলুক শাসনের অবসান হয় ।

 

সেকশন-5

ক. উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত ওবায়দুল্লাহ আল মাহদি প্রতিষ্ঠা করেন।

খ. ‘মাগরিব’ শব্দের অর্থ কী?

উত্তর : মাগরিব শব্দের অর্থ পশ্চিম ।

গ. আগলাবি শাসনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : আগলাবি শাসনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম বিন আগলাব ।

ঘ. শিয়াদের প্রথম ইমাম কে?

উত্তর : শিয়াদের প্রথম ইমাম হযরত আলি (রা.)।

ঙ. 'দারুল হিকমা' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : 'দারুল হিকমা' ১০০৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

চ. 'আল কাহিরা' নগরীর প্রতিষ্ঠাতা কে?

উত্তর : আল কাহিরা নগরীর প্রতিষ্ঠাতা খলিফা আল মুইজের প্রধান সেনাপতি জাওহার আল সিকিলি ।

ছ. সর্বশেষ ফাতেমি খলিফার নাম কী?

উত্তর : সর্বশেষ ফাতেমি খলিফার নাম আল আদিদ ।

জ. আতাবেগ কার উপাধি?

উত্তর : আতাবেগ সেলজুক সুলতান মালিক শাহের উজির নিজামুল মুলকের উপাধি ।

ঝ. ক্রুসেড কী?

উত্তর : মুসলমানদের নিকট থেকে খ্রিস্টানরা তাদের যিশুর জন্মস্থান তথা জেরুজালেমকে উদ্ধার করার জন্য মুসলমানদের বিরুদ্ধে প্রায় দুইশ বছর (১০৯৫-১২৯১ খ্রি. পর্যন্ত) যে যুদ্ধ পরিচালনা করে ইতিহাসে তা ক্রুসেড নামে পরিচিত।

ঞ. বাহরি মামলুকরা কোন দ্বীপে বাস করতো?

উত্তর : বাহরি মামলুকরা রাওদাহ দ্বীপে বাস করতো ।

ট. 'মাহমিল' কী?

উত্তর : মিসরের মামলুক বংশের প্রতিষ্ঠাতা সাজার উদ দারের হজযাত্রায় ব্যবহৃত হাওদাকে মাহমিল বলা হতো।

ঠ. কাছিদাতুল বুরদাহ' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : 'কাছিদাতুল বুরদাহ' গ্রন্থটির রচয়িতা ইমাম আল বুসরি ।

 

সেকশন-6

ক. উত্তর আফ্রিকায় কত সালে ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়?

উত্তর : উত্তর আফ্রিকায় ৯০৯ খ্রিস্টাব্দে ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়।

খ. আল-মুনসুরিয়া শহরের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : আল-মুনসুরিয়া শহরের প্রতিষ্ঠাতা খলিফা আল মনসুর।

গ. জিয়াদাতুল্লাহ কে ছিলেন?

উত্তর : জিয়াদাতুল্লাহ ছিলেন শেষ আগলাবি শাসক ।

ঘ. দাঈ অর্থ কী?

উত্তর : দাঈ অর্থ প্রচারক।

ঙ. সালামিয়া কী?

উত্তর : সালামিয়া সিরিয়ার একটি শহর, যা ফাতেমি আন্দোলনের গোপন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

চ. শিয়াদের সপ্তম ঈমাম কাকে বলা হয়?

উত্তর : দ্বাদশ ইমামে বিশ্বাসীদের মতে মুসা আল কাজিম এবং সপ্তম ঈমামে বিশ্বাসীদের মতে ইসমাইলকে শিয়াদের সপ্তম ঈমাম বলা হয় ।

ছ. ফাতেমীয় খিলাফতের রাজধানী কোথায় ছিল?

উত্তর : ফাতেমীদের প্রথম রাজধানী ছিল রাক্কাদায় কিন্তু পরবর্তীতে মাহদীয়ায় স্থানান্তর করা হয়।

জ. আলেকজান্দ্রিয়া কোথায়?

উত্তর : আলেকজান্দ্রিয়া মিসরে।

ঝ. ইফ্রিকিয়া কী?

উত্তর : উত্তর আফ্রিকার লিবিয়া ও তিউনিসিয়াকে একত্রে ইফ্রিকিয়া বলা হয় ।

ঞ. ফুস্তাত কোথায় অবস্থিত?

উত্তর : ফুস্তাত মিসরে অবস্থিত ।

ট. মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : মামলুক বংশের প্রতিষ্ঠাতা সাজার উদ দার ।

ঠ. আইয়ুবি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : আইয়ুবি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সালাউদ্দিন আইয়ুবি ।

খ বিভাগ

১.ফাতেমীয়দের পরিচয় দাও ।

২.সাবেয়ী কারা?

৩. আগলাবি শাসক জিয়াদাত উল্লাহ কীভাবে পরাজিত হয়?

৪. মামলুক কারা?

৫. গুপ্তঘাতক সম্প্রদায়ের উপর টিকা লেখ ।

৬. কায়রোর আল আজহার মসজিদ সম্পর্কে একটি টীকা লেখ ।

৭. জেরুজালেমের পরিচয় দাও।

৮.দারুল হিকমার কার্যাবলি সংক্ষেপে আলোচনা কর।

৯.ফাতেমিদের ইতিহাস আলোচনার উৎস সম্পর্কে ধারণা দাও।

১০.ইসমাইলীয় কারা?

১১.. খলিফা আল আজিজের অমুসলমানদের প্রতি উদারতা ও সহিষ্ণুতার নীতি আলোচনা কর।

১২. আইয়ুবি বংশের পতনের কারণ ব্যাখ্যা কর।

গ বিভাগ


১. ওবায়দুল্লাহ আল মাহদি কীভাবে উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা করেন?

২. ফাতেমীয় খলিফা আল মুইজের কৃতিত্ব মূল্যায়ন কর।

৩.. জ্ঞান-বিজ্ঞানের প্রসারে খলিফা আল-হাকিমের অবদান মূল্যায়ন কর।

৪. ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা কর।

৫. মিসরে মামলুক বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান ও প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ৫ প্রথম বাইবার্সের কৃতিত্ব মূল্যায়ন কর।

 ৬. ফাতেমীয়দের শাসনামলে আর্মেনীয় উজিরদের উত্থান ও পতন আলোচনা কর।

৭. মিসরের ইতিহাসে মামলুকদের অবদান মূল্যায়ন কর।

 ৮. মামলুক বংশের পতনের কারণসমূহ আলোচনা কর।

৯. ফাতেমি খিলাফতে আর্মেনীয় উজিরদের অবদান মূল্যায়ন কর।

১০. ফাতেমি খিলাফতের পতনের কারণসমূহ বিশ্লেষণ কর।

 



Post a Comment

Previous Post Next Post