স্পেনে মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২), বিষয় কোড : ২১১৬০৫
অনার্স প্রথম বর্ষের সাজেশন
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বিষয় : স্পেনে মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২)
বিষয় কোড : ২১১৬০৫
ক-বিভাগ
সেকশন-1
ক. মুসলিম বিজয়ের
প্রাক্কালে স্পেনের রাজধানীর নাম কী ছিল?
উত্তর : মুসলিম বিজয়ের
প্রাক্কালে স্পেনের রাজধানীর নাম ছিল টলেডো ।
খ. জাবালুত তারিক কী?
উত্তর : স্পেন বিজয়ী বীর
তারিক বিন জিয়াদ স্পেন অভিযানে প্রথম যে স্থানে অবতরণ করেন সে স্থানকে জাবালুত
তারিক বলা হয়.
গ. স্পেন ও ফ্রান্সকে
পৃথক করেছে কোন পর্বতমালা?
উত্তর : স্পেন ও
ফ্রান্সকে পৃথক করেছে পিরেনিজ পর্বতমালা ।
ঘ. কাউন্ট জুলিয়ান কে
ছিলেন?
উত্তর : কাউন্ট জুলিয়ান
ছিলেন সিউটা ও আলজেসিরাসের গভর্নর।
ঙ. টুরস যুদ্ধ কখন সংঘটিত
হয়?
উত্তর : টুরস যুদ্ধ ৭৩২
খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
চ. কুরাইশদের বাজপাখি
কাকে বলা হয়?
উত্তর : আমির প্রথম
আব্দুর রহমানকে কুরাইশদের বাজপাখি বলা হয়।
ছ. কখন স্পেনে স্বাধীন
আমিরাতের সূচনা হয়?
উত্তর : ৭৫৬ খ্রিস্টাব্দে
স্পেনে স্বাধীন আমিরাতের সূচনা হয়।
জ. সুলতানা তারুব কার
স্ত্রী ছিলেন?
উত্তর : সুলতানা তারুব
ছিলেন স্পেনের আমির দ্বিতীয় আব্দুর রহমানের স্ত্রী ।
ঝ. মরিস্কো কারা?
উত্তর : খ্রিস্টান
অধীনস্থ স্পেনীয় মুসলমানদেরকে খ্রিস্টানগণ মরিস্কো বলতো।
ঞ. খলিফা তৃতীয় আব্দুর
রহমানের উপাধি কী ছিল?
উত্তর : খলিফা তৃতীয়
আব্দুর রহমানের উপাধি ছিল
ট. আল হামরা প্রাসাদ কে
তৈরি করেন?
উত্তর : আল হামরা প্রাসাদ
তৈরি করেন স্পেনের বনু নসর
ঠ.বংশের শাসক প্রথম
মুহম্মদ। গ্রানাডার শেষ মুসলিম শাসক কে ছিলেন?
উত্তর : গ্রানাডার শেষ
মুসলিম শাসক ছিলেন আবু আব্দুল্লাহ বোয়াবদিল ।
সেকশন-2
ক. মুসলিম শাসনাধীনে
স্পেনের নাম কী ছিল?
উত্তর : মুসলিম শাসনাধীনে
স্পেনের নাম ছিল আন্দালুসিয়া ।
খ. স্পেন কোন মহাদেশে
অবস্থিত?
উত্তর : স্পেন ইউরোপ
মহাদেশে অবস্থিত।
গ. ফ্লোরিন্ডা কে?
উত্তর : ফ্লোরিন্ডা
কাউন্ট জুলিয়ানের কন্যা।
ঘ. মুসলিম স্পেনের প্রথম
আমির কে ছিলেন?
উত্তর : মুসলিম স্পেনের
প্রথম আমির ছিলেন আব্দুল আজিজ ।
ঙ. ইউলোজিয়াস কে ছিলেন?
উত্তর : ইউলোজিয়াস ছিলেন
স্পেনের একজন খ্রিস্টান ধর্মান্ধ নেতা।
চ. সার্ফ বলা হয় কাদেরকে?
উত্তর : প্রাক ইসলামি
স্পেনের ভূমিদাসদের সাফ বলা হয় ।
ছ. ওমর বিন হাফসুনের
পরিবর্তিত নামটি লেখ ।
উত্তর : ওমর বিন হাফসুনের
পরিবর্তিত নামটি হলো স্যামুয়েল।
জ. আজ জোহরা প্রাসাদ কে
নির্মাণ করেন?
উত্তর : আজ জোহরা প্রাসাদ
নির্মাণ করেন তৃতীয় আব্দুর রহমান ।
ঝ. কর্ডোভার বনু জাওহার
বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : কর্ডোভার বনু
জাওহার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল হাজম ইবনে জাওহার ।
ঞ. রানি ইসাবেলা কে
ছিলেন?
উত্তর : রানি ইসাবেলা
ছিলেন ক্যাস্টাইলের রানি ও আরাগোনার রাজা ফার্ডিনান্ডের স্ত্রী ।
ট. পেপিন কে ছিলেন?
উত্তর : পেপিন ফ্রান্সের
রাজা ও চার্লস মার্টেলের পিতা ছিলেন ।
ঠ. কর্ডোভা কোন নদীর তীরে
অবস্থিত?
উত্তর : কর্ডোভা গোয়াদাল
কুইভার নদীর তীরে অবস্থিত।
সেকশন-3
ক. মুসলমানরা কখন
সর্বপ্রথম স্পেন জয় করেন?
উত্তর : মুসলমানরা
সর্বপ্রথম স্পেন জয় করেন ৭১১ খ্রিস্টাব্দে
খ. রডারিকের পূর্বে
স্পেনের রাজা কে ছিলেন?
উত্তর : রডারিকের পূর্বে
স্পেনের রাজা ছিলেন উইটিজা ।
গ. সিউটা কোথায় ?
উত্তর : সিউটা স্পেনে ।
ঘ. স্পেন ও ফ্রান্সকে
পৃথক করেছে কোন পর্বতমালা?
উত্তর : স্পেন ও
ফ্রান্সকে পৃথক করেছে পিরেনিজ পর্বতমালা ।
ঙ. জাবালুত তারিক কী?
উত্তর : স্পেন বিজয়ী বীর
তারিক বিন জিয়াদ স্পেন অভিযানের সময় যে স্থানে অবতরণ করেন, সে স্থানকে জাবালুত
তারিক বলা হয় ।
চ. তুলুস যুদ্ধ কখন
সংঘটিত হয়েছিল?
উত্তর : তুলুস যুদ্ধ ৭২১
খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল।
ছ. কাউন্ট জুলিয়ান কে
ছিলেন?
উত্তর : কাউন্ট জুলিয়ান
সিউটা ও আলজেসিরাসের গভর্নর ছিলেন।
জ.তারিক বিন জিয়াদ কে
ছিলেন? জ
উত্তর : তারিক বিন জিয়াদ
ছিলেন স্পেন বিজয়ী বীর।
ঝ. কর্ডোভা জামে মসজিদ কে
নির্মাণ করেন?
উত্তর : কর্ডোভা জামে
মসজিদ নির্মাণ করেন প্রথম আব্দুর রহমান।
ঞ. খোজা নাসের কে ছিলেন?
উত্তর : খোজা নাসের
স্পেনের আমির দ্বিতীয় আব্দুর রহমানের দরবারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন।
ট. 'দি ডে অফ দি ডিচ' কী?
উত্তর : স্পেনের আমির
প্রথম হাকামের অধীন আলভিরার গভর্নর আমরুস টলেডোর বিদ্রোহী নেতাদের আমন্ত্রণ করে
কৌশলে যে হত্যাকাণ্ড সংঘটিত করেন তাকে দি ডে অফ দি ডিচ' বলা হয়।
ঠ. কখন স্পেনে মুসলিম
শাসনের অবসান ঘটে?
উত্তর : ১৪৯২
খ্রিস্টাব্দে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে ।
সেকশন-4
ক. 'The Moors in Spain' গ্রন্থটির লেখকের নাম লেখ ।
উত্তর :
'The Moors in Spain' গ্রন্থটির লেখকের নাম হলো ঐতিহাসিক লেনপুল ।
খ. প্রাক-মুসলিম যুগে
স্পেনের রাজধানী কোথায় ছিল?
উত্তর : প্রাক-মুসলিম
যুগে স্পেনের রাজধানী ছিল টলেডো ।
গ. স্পেনের একটি বিখ্যাত
নদীর নাম উল্লেখ কর।
উত্তর : স্পেনের একটি
বিখ্যাত নদীর নাম হলো গোয়াদাল কুইভার ।
ঘ. স্পেনের অধীন আমিরাতের
প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর : স্পেনের অধীন
আমিরাতের প্রথম গভর্নর ছিলেন আব্দুল আজিজ।
ঙ. “বালাতুস শুহাদা' অর্থ
কী?
উত্তর : ‘বালাতুস শুহাদা'
অর্থ শাহাদত বরণকারীদের ক্ষেত্র ।
চ.স্পেনের প্রথম আব্দুর
রহমানের সমসাময়িক বাগদাদের বিখ্যাত আব্বাসি খলিফা কে ছিলেন?
উত্তর : স্পেনের প্রথম
আব্দুর রহমানের সমসাময়িক বাগদাদের বিখ্যাত আব্বাসি খলিফা ছিলেন আবু জাফর আল
মনসুর।
ছ. মুসলিম শাসনামলে কাকে
'স্পেনের জ্ঞানী ব্যক্তি' বলা হতো?
উত্তর : মুসলিম শাসনামলে
দ্বিতীয় হাকামকে স্পেনের জ্ঞানী ব্যক্তি বলা হতো।
জ. মুসলিম স্পেনের
ধর্মান্ধ আন্দোলনের একজন খ্রিস্টান নেত্রীর নাম লেখ।
উত্তর : মুসলিম স্পেনের
ধর্মান্ধ আন্দোলনের একজন খ্রিস্টান নেত্রীর নাম হলো মেরি ।
ঝ. স্পেনের কোন মুসলিম
শাসকের সময় জ্ঞান বিজ্ঞান চর্চা সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল?
উত্তর : স্পেনের মুসলিম
শাসক দ্বিতীয় হাকামের সময় জ্ঞানবিজ্ঞান চর্চা সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল ।
ঞ. ওমর বিন হাফসুনের মূল
ধর্ম কী ছিল?
উত্তর : ওমর বিন হাফসুন
প্রথম জীবনে মুসলিম হলেও পরবর্তীতে খ্রিস্টধর্ম গ্রহণ করেন ।
ট, কাকে ‘পাশ্চাত্যের
মুতানাব্বি' বলা হয়?
উত্তর : ঐতিহাসিক ও কবি
ইবনে হানিকে পাশ্চাত্যের মুতানাব্বি বলা হয় ।
ঠ. স্পেনের কোন শহরে
‘জিরাল্ডা মিনার’ অবস্থিত?
উত্তর : স্পেনের সেভিল
শহরে জিরাল্ডা মিনার অবস্থিত ।
সেকশন-5
ক. রাজা উইটিজা কাকে তার
উত্তরাধিকারী নিযুক্ত করেন?
উত্তর : রাজা উইটিজা তার
পুত্র আচিলাকে পরবর্তী উত্তরাধিকারী নিযুক্ত করেন।
খ. স্পেনের অধীনস্থ
আমিরাতের সময়কাল উল্লেখ কর।
উত্তর : স্পনের অধীনস্থ
আমিরাতের সময়কাল হলো ৭১৪- ৭৫৬ খ্রিস্টাব্দ।
গ. প্রথম আব্দুর রহমান
কাকে অগ্রবর্তী দূত হিসেবে স্পেনে প্রেরণ করেছিলেন?
উত্তর : প্রথম আব্দুর
রহমান ইউসুফ আল ফিহরিকে তার অগ্রবর্তী দূত হিসেবে স্পেনে প্রেরণ করেছিলেন।
ঘ. মাসারাহর যুদ্ধে কে
পরাজিত হয়েছিলেন?
উত্তর : মাসারাহর যুদ্ধে
ইউসুফ আল ফিহরি পরাজিত হয়েছিলেন।
ঙ. ইয়াহইয়া বিন
ইয়াহইয়া কার শিষ্য ছিলেন?
উত্তর : ইয়াহইয়া বিন
ইয়াহইয়া ইমাম মালিকের শিষ্য ছিলেন।
চ.কাদেরকে মুয়াল্লাদ বলা
হতো?
উত্তর : আরব ও
স্পেনীয়দের সংমিশ্রণে যে সম্প্রদায় গড়ে ওঠে তাদের মুয়াল্লাদ বলা হয়।
ছ. Fosse শব্দের অর্থ কী?
উত্তর : Fosse শব্দের
অর্থ পরিখা ।
জ.সুলতানা তারুবের প্রধান
সহযোগী ষড়যন্ত্রকারীর নাম কী?
উত্তর : সুলতানা তারুবের
প্রধান সহযোগী ষড়যন্ত্রকারীর নাম খোজা নাসের।
ঝ. ধর্মান্ধ আন্দোলনের
নেত্রী ফ্লোরার সাথে কার প্রেমের সম্পর্ক ছিল?
উত্তর : ধর্মান্ধ
আন্দোলনের নেত্রী ফ্লোরার সাথে ইউলোজিয়াসের প্রেমের সম্পর্ক ছিল ।
ঞ. স্পেনে উমাইয়া খিলাফত
শুরু হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর : স্পেনে উমাইয়া
খিলাফত শুরু হয় ৯২৯ খ্রিস্টাব্দে।
ট. ওমর বিন হাফসুন
স্পেনের কয়জন উমাইয়া খলিফার বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন?
উত্তর : ওমর বিন হাফসুন
স্পেনের চারজন উমাইয়া খলিফার বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন।
ঠ. “মুলুক আল তাওয়ায়েফ” কী?
উত্তর : স্পেনের উমাইয়া
বংশের পতনের পর যেসব ক্ষুদ্র বংশসমূহ প্রতিষ্ঠিত হয় তাই মুলুক আল তাওয়ায়েফ ।
সেকশন-6
ক. নরম্যান কারা?
উত্তর : নরম্যান হলো
জার্মান বংশোদ্ভূত স্ক্যান্ডিনেভিয়ার অধিবাসীগণ।
খ. কোন যুদ্ধকে বালাতুস
শুহাদা বলা হয়?
উত্তর : টুরসের যুদ্ধকে বালাতুস
শুহাদা বলা হয় ।
গ. সেপ্টিমানিয়া বলতে কী
বুঝ?
উত্তর : সেপ্টিমানিয়া
হলো ফ্রান্সের সাত শহর বিশিষ্ট অঞ্চল।
ঘ. কিতাব আল মুয়াত্তা কে
রচনা করেন?
উত্তর : 'কিতাব আল
মুয়াত্তা' রচনা করেন ইমাম মালেক।
আব্বাস বিন আল নাসারি কে
ছিলেন?
উত্তর : আব্বাস বিন আল নাসারি
ছিলেন প্রথম হাকামের প্রাসাদের প্রধান গায়ক।
চ. কোন কবিকে পাশ্চাত্যের
মুতানাব্বি বলা হতো?
উত্তর : ঐতিহাসিক ও কবি
ইবনে হানিকে ‘পাশ্চাত্যের মুতান্নাবি’ বলা হয়।
ছ. পেপিন কে ছিলেন?
উত্তর : পেপিন ছিলেন
ফ্রান্সের রাজা চার্লস মার্টেলের পিতা।
জ. প্রথম হাকামের
শাসনামলের একজন বিখ্যাত ইহুদি চিকিৎসকের নাম কী ছিল?
ঝ. জাল্লাকার যুদ্ধ কত
সালে সংঘটিত হয়?
উত্তর : জাল্লাকার যুদ্ধ
১০৮৬ সালে সংঘটিত হয়।
ঞ. কখন স্পেনে উমাইয়া
খিলাফতের পতন ঘটে?
উত্তর : ১০৩১
খ্রিস্টাব্দে স্পেনের উমাইয়া খিলাফতের পতন ঘটে।
ট. কর্ডোভার বনু জাওহার
বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : কর্ডোভার বনু
জাওহার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল হাজম ইবনে জাওহার ।
ঠ. ইসাবেলা কে ছিলেন?
উত্তর : ইসাবেলা ছিলেন ক্যাস্টাইলের রানি ও আরাগোনার রাজা ফার্ডিনান্ডের স্ত্রী ।
খ বিভাগ
১.তারিক বিন জিয়াদ
সম্পর্কে সংক্ষেপে লেখ।
২.টুরসের যুদ্ধের করণগুলো
লেখ।
৩. প্রথম আব্দুর রহমানকে
কুরাইশদের বাজপাখি বলা হয় কেন?
৪. দ্বিতীয় আব্দুর
রহমানের ওপর চারজন প্রভাব বিস্তারকারী ব্যক্তির পরিচয় দাও।
৫. নওমুসলিম আন্দোলনের
উপর একটি টীকা লেখ।
৬. মাসারার যুদ্ধ
সম্পর্কে টীকা লেখ।
৭. গ্রানাডার বনু জিরি
বংশের পরিচয় দাও।
৮.মুরাবিতুনদের পরিচয়
দাও।
৯.রাজা রডারিকের পরিচয়
দাও।
১০. টুরস যুদ্ধে
মুসলমানদের পরাজয়ের কারণ কী ছিল?
১১. জিরাবের বহুমুখী
প্রতিভা সংক্ষেপে উল্লেখ কর।
১২. তারিক বিন জিয়াদ কে
ছিলেন?
১৩. জাওহারি বংশ কোথায়
প্রতিষ্ঠা লাভ করে সংক্ষেপে লেখ।
১৪. আল হামরা প্রাসাদের উপর একটি টীকা লেখ।
গ বিভাগ
১. মুসলিম বিজয়ের
প্রাক্কালে স্পেনের আর্থসামাজিক অবস্থা আলোচনা কর।
২. স্পেনের স্বাধীন
উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা হিসেবে প্রথম আব্দুর রহমানের কৃতিত্ব আলোচনা কর।
৩. স্পেনের ধর্মাদ্ধ
আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।
৪. ওমর বিন হাফসুনকে
স্পেনের জাতীয়তাবাদী নেতা বলা হয় কেন?
৫. হাজিব আল মনসুরের
পরিচয় দাও। স্পেনে উমাইয়া বংশের পতনের জন্য তিনি কতটুকু দায়ী ছিলেন?
৬. শাসক হিসেবে তৃতীয়
আব্দুর রহমানের কৃতিত্ব বিচার কর।
৭. শিক্ষা ও সংস্কৃতির
পৃষ্ঠপোষক হিসেবে স্পেনের দ্বিতীয় হাকামের অবদান 0 মূল্যায়ন কর।
৮. মুয়াহিদুন কারা?
স্পেনে তাদের উত্থান ও পতনের ইতিহাস তুলে ধর।
৯.. প্রথম আব্দুর রহমান
কীভাবে স্পেনে স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা করেন বর্ণনা কর।
১০. প্রথম হাকামের
শাসনামলে ফকিহ ও নওমুসলিম বিদ্রোহের কারণ ও ফলাফল পর্যালোচনা কর।
১১. স্পেনে উমাইয়া
শাসনের পতনের জন্য হাজিব আল মনসুর কতটা দায়ী ছিলেন, ব্যাখ্যা কর।