মুসলমানদের ইতিহাস (৭৫০-১২৫৮ খ্রি.) বিষয় কোড : ২১১৬০৩,Honours 1st year suggestion 2022 NU suggestion

মুসলমানদের ইতিহাস (৭৫০-১২৫৮ খ্রি.), বিষয় কোড : ২১১৬০৩

মুসলমানদের ইতিহাস (৭৫০-১২৫৮ খ্রি.) বিষয় কোড : ২১১৬০৩,Honours 1st year suggestion 2023 NU suggestion,

অনার্স প্রথম বর্ষ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বিষয়: মুসলমানদের ইতিহাস (৭৫০-১২৫৮ খ্রি.)
বিষয় কোড : ২১১৬০৩


ক-বিভাগ

সেকশন-1

ক. আব্বাসি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : আব্বাসি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস সাফফাহ ।

খ. সানবাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন?

উত্তর : সানবাদ মাজুসি সম্প্রদায়ের নেতা ছিলেন।

গ. কে বাগদাদে রাজধানী স্থাপন করেন?

উত্তর : আবু জাফর আল মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেন।

ঘ. ‘আন নাফস উজ জাকিয়া (পবিত্র আত্মা) কার উপনাম?

উত্তর : 'আন নাফস উজ জাকিয়া' (পবিত্র আত্মা) ইমাম হাসান (রা.) এর প্রপৌত্র মুহম্মদের উপনাম।

ঙ. রুসাফা কী?

উত্তর : আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুর কর্তৃক নির্মিত একটি ভবনের নাম রুসাফা।

চ. বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা খালিদ বার্মাক ।

ছ. নহর ই জুবাইদা কী?

উত্তর : হজব্রত পালনে মক্কায় আগত মুসলমানদের পানির কষ্ট দূর করার জন্য আব্বাসি খলিফা হারুন অর রশিদের স্ত্রী জুবাইদা যে খাল খনন করেন তার নাম নহর ই জুবাইদা।

জ. ‘আরবীয় জোয়ান অব আর্ক' কাকে বলা হয়?

উত্তর : 'আরবীয় জোয়ান অব আর্ক' খারিজি নেতা ওয়ালিদ বিন তারিকের বোন লায়লাকে বলা হয়।

ঝ. খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম কী?

উত্তর : খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম ফজল বিন সাহল ।

ঞ. আব্বাসি বংশের শেষ খলিফা কে ছিলেন?

উত্তর : আব্বাসি বংশের শেষ খলিফা ছিলেন আল মুসতাসিম ।

ট. ‘আতাবেগ' কার উপাধি ছিল?

উত্তর : ‘আতাবেগ’ নিজামুল মুলকের উপাধি ছিল ।

ঠ. আগলাবি বংশের রাজধানী কোথায় ছিল?

উত্তর : আগলাবি বংশের রাজধানী ছিল কায়রোয়ানে।

 

সেকশন-2

ক. আব্বাসি খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর : আব্বাসি খিলাফত ৭৫০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ।

খ. আব্বাসি খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল?

উত্তর : আব্বাসি খিলাফতের প্রথম রাজধানী ছিল কুফা ।

গ. আল মনসুর শব্দের অর্থ কী?

উত্তর : আল মনসুর শব্দের অর্থ বিজয়ী।

ঘ. জাব নদী কোথায় অবস্থিত?

উত্তর : জাব নদী ইরাকের টাইগ্রিস অববাহিকায় অবস্থিত।

ঙ. কোন নগরীকে 'শান্তিনিবাস' নামে অভিহিত করা হতো?

উত্তর : বাগদাদ নগরীকে 'শান্তিনিবাস' নামে অভিহিত করা হতো।

চ. মাওয়ালি কারা?

উত্তর : অনারব মুসলমানদের মাওয়ালি বলা হতো।

ছ. নাইসিফোরাস কে ছিলেন?

উত্তর : নাইসিফোরাস ছিলেন খলিফা হারুন অর রশিদের সমসাময়িক বাইজান্টাইন সম্রাট ।

জ. বার্মাকি শব্দের অর্থ কী?

উত্তর : বার্মাকি শব্দের অর্থ পুরোহিত।

ঝ. ফজল বিন সাহল কে ছিলেন?

উত্তর : ফজল বিন সাহল ছিলেন আব্বাসি খলিফা আল মামুনের একজন প্রভাবশালী উজির ।

ঞ. বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন আব্বাসি খলিফা আল মামুন ।

ট. ‘সিয়াসতনামা' বইয়ের রচয়িতা কে?

উত্তর : ‘সিয়াসতনামা' বইয়ের রচয়িতা সেলজুক উজির নিজামুল মুলক।

ঠ. 'আরব্য রজনী' কে সংকলন করেন?

উত্তর : ‘আরব্য রজনী' খলিফা হারুন অর রশিদ সংকলন করেন।

 

সেকশন-3

ক. আব্বাসি আন্দোলনের উদ্যোক্তা কে?

উত্তর : আব্বাসি আন্দোলনের উদ্যোক্তা মুহম্মদ বিন আলি ।

খ. বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত।

উত্তর : বাগদাদ নগরী টাইগ্রিস নদীর তীরে অবস্থিত।

গ. আব্বাসা কে ছিলেন?

উত্তর : আব্বাসা ছিলেন খলিফা হারুন অর রশিদের বোন ।

ঘ. কাকে ‘অনুবাদকদের শেখ' বলা হয়?

উত্তর : হুনাইন বিন ইসহাককে 'অনুবাদকদের শেখ' বলা হয়।

ঙ. পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন?

উত্তর : পর্বতের বৃদ্ধ লোক ছিলেন হাসান বিন সাবাহ।

চ. কোন খলিফা বাগদাদ হতে সামাররাতে রাজধানী স্থানান্তর করেন?

উত্তর : খলিফা আল মুতাসিম বাগদাদ হতে সামাররাতে রাজধানী স্থানান্তর করেন ।

ছ. ইসলামের ইতিহাসে প্রথম শিয়া মতানুসারী রাজবংশ কোনটি?

উত্তর : ইসলামের ইতিহাসে প্রথম শিয়া মতানুসারী রাজবংশ হলো ইদ্রিসি রাজবংশ ।

জ. ইখশিদি রাজবংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : ইখশিদি রাজবংশের প্রতিষ্ঠাতা মুহম্মদ বিন তুগজ ।

ঝ. “নিজামুল মুলক' অর্থ কী?

উত্তর : ‘নিজামুল মুলক' অর্থ রাজ্যের সংগঠক বা রাজ্যের শৃঙ্খলা।-

ঞ. ওমর খৈয়াম কোন মানমন্দিরের অধ্যক্ষ ছিলেন?

উত্তর : ওমর খৈয়াম নিশাপুর মানমন্দিরের অধ্যক্ষ ছিলেন।

ট. ঈগলের বাসা কী?

উত্তর : হাসান বিন সাবাহ কর্তৃক ১০৯০ খ্রিস্টাব্দে আলামুত পর্বতে একটি ঘাঁটি স্থাপিত হয়। যাকে ঈগলের বাসা বলা হতো ।

ঠ. গজনবি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর : গজনবি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আলপ্তগিনের জামাতা সবুক্তগিন ।

 

সেকশন-4

 

ক. আব্বাসি খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল?

উত্তর : আব্বাসি খিলাফতের প্রথম রাজধানী ছিল কুফা ।

খ. কে বাগদাদে রাজধানী স্থাপন করেন?

উত্তর : আবু জাফর আল মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেন ।

গ. আবু মুসলিম কে ছিলেন?

উত্তর : আবু মুসলিম আব্বাসি আন্দোলনের প্রধান সেনাপতি ছিলেন।

ঘ. জাব নদী কোথায় অবস্থিত?

উত্তর : জাব নদী ইরাকের টাইগ্রিস অববাহিকায় অবস্থিত।

ঙ. কাকে আরবদের দার্শনিক বলা হয়?

উত্তর : আল কিন্দিকে আরবদের দার্শনিক বলা হয় ।

চ. বামার্কি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা খালিদ বার্মাক ।

ছ.নাইসিফোরাস কে ছিলেন?

উত্তর : নাইসিফোরাস ছিলেন বাইজান্টাইন সম্রাট।

জ. 'সিয়াসতনামা' গ্রন্থের লেখক কে?

উত্তর : 'সিয়াসতনামা' গ্রন্থের লেখক নিজামুল মুলক।

ঝ. আতাবেগ' কার উপাধি ছিল?

উত্তর : ‘আতাবেগ’ নিজামুল মুলকের উপাধি ছিল ।

ঞ. জালালি বর্ষপঞ্জিকা কে তৈরি করেন?

উত্তর : জালালি বর্ষপঞ্জিকা সেলজুক শাসক মালিক শাহ তৈরি করেন ।

ট. আব্বাসি বংশের শেষ খলিফা কে ছিলেন?

উত্তর : আব্বাসি বংশের শেষ খলিফা ছিলেন আল মুসতাসিম।

ঠ. আগলাবি বংশের রাজধানী কোথায় ছিল?

উত্তর : আগলাবি বংশের রাজধানী ছিল কায়রোয়ানে।

 

সেকশন-5

 

ক. আব্বাসি খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর : আব্বাসি খিলাফত ৭৫০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ।

খ. ‘আল মনসুর' শব্দের অর্থ কী?

উত্তর : আল মনসুর শব্দের অর্থ হলো বিজয়ী ।

গ. সানবাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন?

উত্তর : সানবাদ পারস্যের মাজুসি সম্প্রদায়ের নেতা ছিলেন।

ঘ. ‘আরব্য রজনী' কে সংকলন করেন?

উত্তর : ‘আরব্য রজনী' সংকলন করেন আব্বাসি খলিফা হারুন অর রশিদ

ঙ. ‘বার্মাকি’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘বার্মাকি' শব্দের অর্থ হলো পুরোহিত।

চ. 'রুসাফা' কী?

উত্তর : দ্বিতীয় আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুর কর্তৃক নির্মিত একটি ভবনের নাম রুসাফা ।

ছ. আব্বাসি বংশে কতজন খলিফা ছিলেন?

উত্তর : আব্বাসি বংশে ৩৭ জন খলিফা ছিলেন।

জ. নহর ই জুবাইদা কী?

উত্তর : হজব্রত পালনে মক্কায় আগত মুসলমানদের পানীয় কষ্ট দূর করার জন্য আব্বাসি খলিফা হারুন অর রশিদের স্ত্রী জুবাইদা যে খাল খনন করেন তার নাম নহর ই জুবাইদা।

ঝ. বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা মুইজ উদ দৌলা ।

ঞ. আরবীয় জোয়ান অব আর্ক কাকে বলা হয়?

উত্তর : খারিজি নেতা ওয়ালিদ বিন তারিকের বোন লায়লাকে“আরবীয় জোয়ান অব আর্ক' বলা হয়।

ট. মাওয়ালি কারা?

উত্তর : অনারব নওমুসলিমরা হলো মাওয়ালি

ঠ. তাহেরি বংশের রাজধানী কোথায় ছিল?

উত্তর : তাহিরি বংশের রাজধানী ছিল মার্ভে।

 

সেকশন-6

ক. জাবের যুদ্ধে কে উমাইয়াদের নেতৃত্ব দেন?

উত্তর : জাবের যুদ্ধে দ্বিতীয় মারওয়ান উমাইয়াদের নেতৃত্ব দেন।

খ. আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস সাফফাহ ছিলেন।

গ. কার নামানুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়?

উত্তর : আবুল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামানুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়।

ঘ. আব্বাসীয় খলিফা আবু জাফরের কী উপাধি ছিল?

উত্তর : আব্বাসীয় খলিফা আবু জাফরের আল-মনসুর উপাধি ছিল ।

ঙ. আব্বাসীয় বংশের শেষ খলিফা কে ছিলেন?

উত্তর : আব্বাসীয় বংশের শেষ খলিফা ছিলেন আল মুসতাসিম।

চ. 'দারুস সালাম' শব্দের অর্থ কী?

উত্তর : 'দারুস সালাম' শব্দের অর্থ শান্তিনিবাস ।

ছ.খলিফা হারুনুর রশিদের মাতার নাম কী?

উত্তর : খলিফা হারুনুর রশিদের মাতার নাম খায়জুরান।

জ. ‘সামাররা” শব্দের অর্থ কী?

উত্তর : ‘সামাররা’ শব্দের অর্থ দর্শকদের আনন্দদানকারী।

ঝ. মানমন্দির কী?

উত্তর : মানমন্দির সৌরজগৎ বিষয়ক গবেষণামূলক প্রতিষ্ঠান

ঞ. ইদ্রিসীয় বংশ কোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ইদ্রিসীয় বংশ উত্তর আফ্রিকার মরক্কোতে প্রতিষ্ঠিত হয়।

ট. আগলবি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : আগলবি বংশের প্রতিষ্ঠাতা ইব্রাহিম বিন আগলাব ।

ঠ. নাইসিফোরাস কে ছিলেন?

উত্তর : নাইসিফোরাস বাইজান্টাইন সম্রাট ছিলেন।

খ বিভাগ

১.জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় কেন?

২.কুরাইশদের বাজপাখি' কে এবং কেন বলা হয়?

৩.'শিয়া' সম্পর্কে কী জান?

৪. মুতাজিলা কারা?

৫. আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।

৬.'শাহনামা' সম্পর্কে একটি টীকা লেখ ।

৭. গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে লিখ। 

৮.'পর্বতের বৃদ্ধ ব্যক্তি' সম্পর্কে টীকা লেখ।

৯.আবু মুসলিম খোরাসানি কীভাবে নিহত হয়েছিলেন?

১০.রাওয়ান্দিয়া সম্প্রদায় কারা?

১১. বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস লিখ।

গ বিভাগ


১. আব্বাসীয় আন্দোলনের বিবরণ দাও।

২. খলিফা হারুন-অর-রশিদ ইতিহাসে এত বিখ্যাত কেন?

৩. বার্মাকি পরিবারের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর।

৪. জ্ঞান-বিজ্ঞানে খলিফা আল মামুনের কৃতিত্ব মূল্যায়ন কর।

৫. বুয়াইদদের উৎপত্তি ও কার্যাবলি আলোচনা কর।

৬. সেলজুক তুর্কিদের উত্থান ও পতনের সংক্ষিপ্ত ইতিহাস লেখ।

৭. আইয়ুবি বংশের উত্থানে সালাউদ্দিন আইয়ুবির ভূমিকা মূল্যায়ন কর।

৮. ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা কর।

৯. ১২৫৮ খ্রিস্টাব্দে হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের কারণ ও ফলাফলের বিবরন দাও।ণ দাও 




Post a Comment

Previous Post Next Post