রাজনৈতিক তত্ত্ব পরিচিতি,বিষয় কোড : ২১১৯০৯, Honours 1st year suggestion 2022 NU suggestion

রাজনৈতিক তত্ত্ব পরিচিতি,বিষয় কোড : ২১১৯০৯

রাজনৈতিক তত্ত্ব পরিচিতি,বিষয় কোড : ২১১৯০৯, Honours 1st year suggestion 2023 NU suggestion, Islamic history and culture suggestion

রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
বিষয় কোড : ২১১৯০৯


ক-বিভাগ


সেকশন-1

ক. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

উত্তর : রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব।

খ. রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি?

উত্তর : রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ।

গ. 'Demos' শব্দটির অর্থ কী?

উত্তর : 'Demos' শব্দটির অর্থ হলো 'জনগণ'।

ঘ. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?

উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেছ (Montesquieu)।

ঙ. সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে?

উত্তর : সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান প্রধানমন্ত্রী।

চ. আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখ।

উত্তর : আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য হলো ১. স্থায়িত্ব ও ২. নিরপেক্ষতা।

ছ. 'The Republic' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : 'The Republic' গ্রন্থটির রচয়িতা প্লেটো।

জ. "A prince should combine the qualities of a fox and a lion." উক্তিটি কার?

উত্তর : উক্তিটি নিকোলো ম্যাকিয়াভেলির।

ঝ. টমাস হবসের বিখ্যাত বইটির নাম লেখ।

উত্তর : টমাস হবসের বিখ্যাত বইটির নাম হলো 'Leviathan',

ঞ. প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে কয় ভাগে ভাগ করেন?

উত্তর : প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে তিন ভাগে ভাগ করেন। যথা : ১. যুক্তিবাদিতা, ২. সাহস ও ৩. প্রবৃত্তি।

ট. এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কী?

উত্তর : এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম লাইসিয়াম।

ঠ. মধ্যযুগের এরিস্টটল কাকে বলে?

উত্তর : মধ্যযুগের এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।

 

সেকশন-2

ক. Foedus শব্দের অর্থ কী?

উত্তর : Feudus শব্দের অর্থ সন্ধি বা মিলন।

খ. সরকারের অঙ্গসমূহ লেখ।

উত্তর : সরকারের অঙ্গসমূহ হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ ।

গ. 'Nation' শব্দের অর্থ কী?

উত্তর : 'Nation' শব্দের অর্থ জাতি'।

ঘ. সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান কে?

উত্তর : সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান হলেন রাষ্ট্রপতি।

ঙ."Constitution is the way of life the state has chosen for itself." উক্তিটি কার?

উত্তর : "Constitution is the way of life the state has chosen for itself." -উক্তিটি এরিস্টটলের।

চ. 'The Ruling Class'-গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : 'The Ruling Class'-গ্রন্থটির রচয়িতা Gaetano Mosca.

ছ. ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর : ফরাসি বিপ্লব ১৭৮৯ খ্রিস্টাব্দে সংঘটিত হয় ।

জ. 'Polis' শব্দের অর্থ কী?

উত্তর : 'Polis' শব্দের অর্থ নগররাষ্ট্র (City state).

ঝ. রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান (Master Science) হিসেবে আখ্যা দিয়েছেন কে?

উত্তর : রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান (Master of Science) হিসেবে আখ্যা দিয়েছেন এরিস্টটল ।

ঞ. আমলাতন্ত্রের জনক কে?

ট.উত্তর : আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। 'The Politics' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : 'The Politics' গ্রন্থের রচয়িতা এরিস্টটল।

ঠ. আধুনিক গণতন্ত্রের জনক কে?

উত্তর : আধুনিক গণতন্ত্রের জনক জন লক।

 

সেকশন-3

ক. রাষ্ট্রের উপাদান কয়টি?

উত্তর : রাষ্ট্রের উপাদান চারটি।

খ. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল ।

গ."Political Science begins and ends with the state." কে বলেছেন?

উত্তর : "Political Science begins and ends with the state." অধ্যাপক গার্নার বলেছেন।

ঘ. 'The Republic' গ্রন্থটি কে লিখেছেন?

উত্তর : 'The Republic' গ্রন্থটি লিখেছেন প্লেটো।

ঙ."Virtue is Knowledge."- উক্তিটি কার?

উত্তর : "Virtue is Knowledge."- উক্তিটি সক্রেটিসের।

চ. মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?

উত্তর : মধ্যযুগের এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।

ছ. মধ্যযুগ অরাজনৈতিক।”— উক্তিটি কার?

উত্তর : মধ্যযুগ অরাজনৈতিক।”— উক্তিটি ডব্লিউ. এ. ডানিং (W. A. Dunning)-এর।

জ. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?

উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্কু (Montesquieu)

ঝ. 'The Leviathan' গ্রন্থটির লেখক কে?

উত্তর : 'The Leviathan' গ্রন্থটির লেখক টমাস হবস ।

ঞ. কখন গৌরবময় বিপ্লব' হয়েছিল?

উত্তর : 'গৌরবময় বিপ্লব' হয়েছিল ১৬৮৮ সালে।

ট. 'Two Treatises on Civil Government' গ্রন্থটির লেখক কে?

উত্তর : 'Two Treatises on Civil Government' গ্রন্থটির লেখক জন লক ।

ঠ. 'The Prince' গ্রন্থটি কে লিখেছেন?

উত্তর : 'The Prince' গ্রন্থটি লিখেছেন নিকোলো ম্যাকিয়াভেলি ।

 

সেকশন-4

ক.'Polis' শব্দের অর্থ কী?

উত্তর : 'Polis' শব্দের অর্থ নগর রাষ্ট্র (City state).

খ.প্লেটোর শিক্ষা ব্যবস্থায় কয়টি স্তর ছিল?

উত্তর : প্লেটোর শিক্ষা ব্যবস্থায় দুইটি স্তর ছিল। যথা : ১. প্রাথমিক স্তর ও ২. উচ্চতর স্তর ।

গ. এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কী?

উত্তর : এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম 'The politics'

ঘ.প্লেটো এবং এরিস্টটল কোন যুগের দার্শনিক ছিলেন?

উত্তর : প্লেটো এবং এরিস্টটল প্রাচীন যুগের দার্শনিক ছিলেন।

ঙ. 'Political Parties' গ্রন্থটির লেখক কে?

উত্তর : 'Political Parties' গ্রন্থটির লেখক রবার্ট মিশেলস ।

চ. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি?

উত্তর : রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ।

ছ. রাষ্ট্রের কোন ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়?

উত্তর : রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়

জ. জন লকের মতে সম্মতি কয় প্রকার?

উত্তর : জন লকের মতে সম্মতি দুই প্রকার। যথা : ১. প্রকাশ্য সম্মতি ও ২. অপ্রকাশ্য বা মৌন সম্মতি ।

ঝ. "Man is born free but everywhere he is in chain." উক্তিটি কার?

উত্তর : "Man is born free but everywhere he is in chain." উক্তিটি জ্যা জ্যাক রুশোর ।

ঞ. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উত্তর : আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকেলো ম্যাকিয়াভেলি ।

ট. আদর্শ আমলাতন্ত্রের জনক কে?

উত্তর : আদর্শ আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। ঠ

ঠ . সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন।”— উক্তিটি কার?

 উত্তর : সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন। ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশোর ।

 

সেকশন-5

  ক. রাষ্ট্র' শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

উত্তর : 'রাষ্ট্র' শব্দটি নিকোলো ম্যাকিয়াভেলি প্রথম ব্যবহার করেন।.

খ. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

উত্তর : রাষ্ট্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব।

গ. অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?

উত্তর : অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হলো আইন ।

ঘ. জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?

উত্তর : জন অস্টিন 'Lectures On Jurisprudence'গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন।

ঙ. "Constitution is the way of life the state has chosen for itself."- কে বলেছেন?

উত্তর :"Constitution is the way of life the state has chosen for itself." উক্তিটি এরিস্টটলের।

চ. আধুনিক গণতন্ত্রের জনক কে?

উত্তর : আধুনিক গণতন্ত্রের জনক জন লক।

ছ.মতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?

উত্তর : ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্কু (Montesquieu)।

জ. 'The Social Cntract' গ্রন্থটি কে লিখেছেন?

উত্তর : 'The Social Contract' গ্রন্থটি লিখেছেন জ্যা জ্যাক রুশো।

ঝ. প্লেটো 'একাডেমি' প্রতিষ্ঠা করেন কত সালে?

উত্তর : প্লেটো একাডেমি প্রতিষ্ঠা করেন ৩৮৭ খ্রিস্টপূর্বাব্দে ।

ঞ. এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি?

উত্তর : এরিস্টটলের মতে উত্তম সরকার পলিটি বা মধ্যতন্ত্র ।

ট. "Virtue is Knowledge."- কে বলেছেন?

উত্তর : "Virtue is Knowledge.-বলেছেন সক্রেটিস।

ঠ. মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?

উত্তর : মধ্যযুগের এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।

 

সেকশন-6

ক.Political Science begins and ends with the state" কে বলেছেন?

উত্তর : "Political Science begins and ends with the state" বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী গার্নার ।

খ.Polis' শব্দের অর্থ কী?

উত্তর : 'Polis' শব্দের অর্থ নগর বা নগররাষ্ট্র।

গ. সরকারের অঙ্গ কয়টি?

উত্তর : সরকারের অঙ্গ তিনটি আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচারবিভাগ।

ঘ. সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখ ।

উত্তর : সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্র হলো বাংলাদেশ ও ভারত।

ঙ. সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে?

উত্তর : সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা অধ্যাপক লাস্কি ।।

চ. "The Spirit of Laws" গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : "The Spirit of Laws" গ্রন্থটির রচয়িতা মন্টেস্কু ।

ছ. আমলাতন্ত্রের জনক কে?

উত্তর : আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।

জ. বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন?

উত্তর : বিধাতার রাষ্ট্র ধারণাটি দিয়েছেন সেন্ট অগাস্টিন।

ঝ. "Eternal vigilance is the price of liberty" কে বলেছেন?

উত্তর : "Eternal vigilance is the price of liberty" বলেছেন গ্রিক দার্শনিক পেরিক্লিস ।

ঞ. 'Every state is known by the rights that are maintains' কথাটি কে বলেছেন?

উত্তর : 'Every state is known by the rights that is maintains' বলেছেন অধ্যাপক লাস্কি।

ট. প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে কয়ভাগে ভাগ করেছেন?

উত্তর : প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে তিনভাগে ভাগ করেছেন । যথা ১. যুক্তিবাদিতা, ২. সাহস ও  ৩. প্রবৃত্তি।

ঠ. হবস, লক, রুশো কোন যুগের দার্শনিক?

উত্তর : হবস, লক, রুশো আধুনিক যুগের দার্শনিক।


খ বিভাগ


১.রাষ্ট্র ও সরকারের মধ্যে কী সম্পর্ক?

২.সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৩. আমলাতন্ত্রের ত্রুটিগুলো কী কী?

৪. কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৫. কী কারণে প্লেটো দার্শনিক রাজার শাসন সমর্থন করেছেন?

৬.একুইনাসের মতে শাশ্বত আইন' কী?

৭. ম্যাকিয়াভেলীর মতে শাসকের কী কী গুণাবলি অবশ্যই থাকা দরকার?

৮. প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর।

৯.রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও।

১০.রাষ্ট্র ও সমাজের সম্পর্ক লেখ।

১১.আইনের সংজ্ঞা দাও ।

১২.মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

১৩.ম্যাকিয়াভেলিবাদ কী?

১৪.আমলাতন্ত্রের সংজ্ঞা দাও।

 

গ বিভাগ

১. রাষ্ট্রবিজ্ঞান কী? রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর ।

২. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি বিশ্লেষণ কর ।

৩. একটি গণতান্ত্রিক রাষ্ট্রে 'এলিটের' ভূমিকা বর্ণনা কর।

৪. জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। জাতীয়তাবাদ কী আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী? যুক্তি দাও

৫. প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি আলোচনা কর।

৬. এরিস্টটলের মতে বিপ্লবের কারণ ও তা প্রতিরোধের উপায়সমূহ কী কী?

৭. ম্যাকিয়াভেলীবাদ কী? ম্যাকিয়াভেলীকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? আলোচনা কর।

৮. রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব ব্যাখ্যা কর।

৯. রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।

১০. জন অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্ব বর্ণনা কর।

১১. আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

১২. রিপাবলিকে বর্ণিত প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা

১৩. মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর।

 



সাজেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে "ফেসবুকলেখাটিতে ক্লিক করে ফেসবুকে যোগাযোগ করুন।


Post a Comment

Previous Post Next Post