মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০ খ্রি.) বিষয় কোড : ২১১৬০১,Honours 1st year suggestion 2022 NU suggestion


মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০ খ্রি.) বিষয় কোড : ২১১৬০১,Honours 1st year suggestion 2023 NU suggestion

100% common.

অনার্স প্রথম বর্ষের সাজেশন শিক্ষাবর্ষ ২০২১-২২, পরীক্ষা অনুষ্ঠেয়-২০২৩, 
ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগ
বিষয় : মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০ খ্রি.)
বিষয় কোড : ২১১৬০১


ক-বিভাগ

ক. ‘হিলফুল ফুজুল' কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

উত্তর : 'হিলফুল ফুজুল' ৫৮৫ মতান্তরে ৫৯০ খ্রিস্টাব্দে গঠিত হয়।

খ. প্রাক ইসলামি আরবের তিনজন প্রসিদ্ধ কবির নাম লেখ।

উত্তর :প্রাক ইসলামি আরবের তিনজন প্রসিদ্ধ কবির নাম হলো— ইমরুল কায়েস, আমর বিন কুলসুম ও লবিদ বিন রাবিয়াহ।

গ.আরবদের শেক্সপিয়র কে ছিলেন?

উত্তর : আরবদের শেক্সপিয়র ছিলেন ইমরুল কায়েস।

ঘ. মুসলমানদের প্রথম কেবলা কোনটি?

উত্তর : মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস। ঙ. মদিনা মসজিদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : মদিনা মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মুহম্মদ (সা.)।

চ. জুন্নুরাইন কার উপাধি ছিল?

উত্তর : জুন্নুরাইন হযরত ওসমান (রা.) এর উপাধি ছিল ।ছ. সিফফিনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর : সিফফিনের যুদ্ধ ৬৫৭ খ্রিস্টাব্দের ২৬ জুলাই সংঘটিত হয়।

জ. উমাইয়া বংশে কতজন খলিফা ছিলেন?

উত্তর : উমাইয়া বংশে ১৪ জন খলিফা ছিলেন।

ঝ. ‘কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

উত্তর : 'কুব্বাতুস সাখরা' নির্মাণ করেন উমাইয়া খলিফা আব্দুল মালিক

ঞ. কারবালার মর্মান্তিক ঘটনা কবে সংঘটিত হয়?

উত্তর : লালার মর্মান্তিক ঘটনা ৬৮০ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

ট . কোন খলিফাকে আশীর্বাদের চাবি বলা হয়?

উত্তর : খলিফা সোলায়মানকে আশীর্বাদের চাবি বলা হয়।

ঠ. জাবের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর : জাবের যুদ্ধ ৭৫০ খ্রিস্টাব্দে সংঘটিত হয় ।

 

সেকশন- 2

ক. ‘জাজিরাতুল আরব’' অর্থ কী?

উত্তর : ‘জাজিরাতুল আরব' অর্থ আরব উপদ্বীপ ।

খ. আরব উপদ্বীপের কোন অংশকে তার মেরুদণ্ড বলা হয়?

উত্তর : লোহিতসাগরের তীরব্যাপী একটানা পর্বতমালাকে আরব উপদ্বীপের মেরুদণ্ড বলা হয় ।

গ. মদিনা সনদ কখন লিখিত হয়?

উত্তর : মদিনা সনদ ৬২৪ খ্রিস্টাব্দে লিখিত হয়।

ঘ. বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?

উত্তর : বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন।

ঙ. মহানবি (সা.) এর সমসাময়িক রোমান সম্রাট কে ছিলেন?

উত্তর : মহানবি (সা.) এর সমসাময়িক রোমান সম্রাট ছিলেন হিরাক্লিয়াস ।

চ .খোলাফায়ে রাশেদুনের কোন খলিফাকে 'প্রশাসনিক মেধা’ হিসেবে আখ্যায়িত করা হয়?

উত্তর : খোলাফায়ে রাশেদুনের খলিফা হযরত ওমর (রা.) কে ‘প্রশাসনিক মেধা হিসেবে আখ্যায়িত করা হয় । ছ

ছ . দিওয়ান কী?

উত্তর : হযরত ওমর (রা.) কর্তৃক প্রতিষ্ঠিত রাজস্ব বিভাগকে দিওয়ান বলা হয় ।

জ. কোন খলিফা কুরআন প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন?

উত্তর : খলিফা হযরত আবু বকর (রা.) কুরআন প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন।

ঝ. কে প্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠা করেন?

উত্তর : উমাইয়া খলিফা মুয়াবিয়া (রা.) প্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠা করেন।

ঞ. উষ্ট্রের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর : উষ্ট্রের যুদ্ধ ৬৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

ট. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মুয়াবিয়া (রা.)।

ঠ. ইসলামের 'পঞ্চম খলিফা' কাকে বলা হয়?

উত্তর : উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের 'পঞ্চম খলিফা' বলা হয় ।

 

সেকশন- 3

ক. আরবের শেক্সপিয়র কে ছিলেন?

উত্তর : আরবের শেক্সপিয়র ছিলেন ইমরুল কায়েস।

খ. গোত্রকে আরবিতে কী বলা হতো?

উত্তর : গোত্রকে আরবিতে বলা হতো কাবিলা ।

গ. মিরাজ শব্দের অর্থ কী?

উত্তর : মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন ।

ঘ. মুসলমানদের প্রথম কেবলা কোনটি?

উত্তর : মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস।

ঙ. বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর : বদরের যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

চ. ‘আসাদুল্লাহ' কার উপাধি ছিল?

উত্তর : ‘আসাদুল্লাহ' হযরত আলি (রা.) এর উপাধি ছিল।

ছ. ‘সিদ্দিক' শব্দের অর্থ কী?

উত্তর : ‘সিদ্দিক' শব্দের অর্থ সত্যবাদী।

জ. কোন খলিফা মুসলিম বিদ্রোহীদের হাতে শহিদ হন?

উত্তর : তৃতীয় খলিফা হযরত ওসমান (রা.) মুসলিম বিদ্রোহীদের হাতে শহিদ হন।

ঝ. মজলিস উস শুরা বাতিল করেন কে?

উত্তর ; মজলিস উস শুরা বাতিল করেন মুয়াবিয়া (রা.)।

ঞ. উমাইয়া বংশের কতজন খলিফা ছিলেন?

উত্তর : উমাইয়া বংশের ১৪ জন খলিফা ছিলেন।

ট. খলিফা আব্দুল মালিকের উপাধি কী ছিল?

উত্তর : খলিফা আব্দুল মালিকের উপাধি ছিল রাজেন্দ্র।

ঠ. কোন খলিফাকে আশীর্বাদের চাবি বলা হয়?

উত্তর : খলিফা সোলায়মানকে আশীর্বাদের চাবি বলা হয়।

 

সেকশন- 4

ক. ‘জাজিরাতুল আরব' অর্থ কী?

উত্তর : 'জাজিরাতুল আরব' অর্থ আরব উপদ্বীপ ।

খ. 'হিলফুল ফুজুল' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : 'হিলফুল ফুজুল' ৫৮৫ মতান্তরে ৫৯০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ।

গ. ‘সাবআ মুয়াল্লাকাত' কী?

উত্তর : 'সাবআ মুয়াল্লাকাত' হলো ইসলামপূর্ব যুগে আরবে কাবাঘরের দেয়ালে ঝুলন্ত প্রধান সাতটি কবিতার সংকলন।

ঘ. ' সাইফুল্লাহ' কার উপাধি ছিল?

উত্তর : ‘সাইফুল্লাহ' খালিদ বিন ওয়ালিদের উপাধি ছিল ।

ঙ. মদিনা সনদ কখন লিখিত হয়?

উত্তর : মদিনা সনদ ৬২৪ খ্রিস্টাব্দে লিখিত হয় ।

চ. কোন খলিফা কুরআন প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন ?

 উত্তর : খলিফা হযরত আবু বকর (রা.) জায়েদ বিন সাবিতের তত্ত্বাবধানে কুরআন প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন।

ছ. দিওয়ান কী?

উত্তর : হযরত ওমর (রা.) কর্তৃক প্রতিষ্ঠিত রাজস্ব বিভাগকে দিওয়ান বলা হয়।

জ. হযরত ওমর (রা) কখন পারস্য জয় করেন?

উত্তর : হযরত ওমর (রা.) ৬৩৭ খ্রিস্টাব্দে পারস্য জয় করেন।

ঝ. কে প্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠা করেন?

উত্তর : হযরত মুয়াবিয়া (রা.) প্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠা করেন।

ঞ. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মুয়াবিয়া (রা.)।

ট. মুসলমানদের 'আলেকজান্ডার' কাকে বলা হয়?

উত্তর : মুসলিম সেনাপতি ওকবা বিন নাফিকে মুসলমানদের 'আলেকজান্ডার' বলা হয় ।

ঠ. উমাইয়া খলিফাদের রাজধানী কোথায় ছিল?

উত্তর : উমাইয়া খলিফাদের রাজধানী ছিল দামেস্কে ।

 

সেকশন- 5

ক. প্রাক ইসলামি আরবের একজন বিখ্যাত কবির নাম লেখ।

উত্তর : প্রাক ইসলামি আরবের একজন বিখ্যাত কবির নাম হলো ইমরুল কায়েস।

খ. আল মালা কী?

উত্তর : প্রাক ইসলামি আরবে কুরাইশ গোত্রপতিদের সমন্বয়ে গঠিত মন্ত্রণা পরিষদকে আল মাল। বলা হতো ।

গ. হজের আসওয়াদ কী?

উত্তর : হাজরে আসওয়াদ হলো কাবাগৃহের প্রাঙ্গণে স্থাপিত একটি পবিত্র পাথর ।

ঘ. মদিনার পূর্বনাম কী?

উত্তর : মদিনার পূর্বনাম ইয়াসরিব।

ঙ. মুসলমানদের প্রথম কেবলা কোনটি?

উত্তর : মুসলমানদের প্রথম কেবলা হলো বায়তুল মুকাদ্দাস।

চ. সিদ্দিক' শব্দের অর্থ কী?

উত্তর : ‘সিদ্দিক' শব্দের অর্থ সত্যবাদী।

ছ. বায়তুলমাল কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : খলিফা হযরত ওমর (রা.) বায়তুলমাল প্রতিষ্ঠা করেন ।

জ. ‘জুন্নুরাইন' কার উপাধি?

উত্তর : জুন্নুরাইন হযরত ওসমান (রা.)-এর উপাধি ।

ঝ. উষ্ট্রের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর : উষ্ট্রের যুদ্ধ ৬৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয় ।

ঞ. 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

উত্তর : কুব্বাতুস সাখরা' উমাইয়া খলিফা আব্দুল মালিক নির্মাণ করেন ।

ট. কোন খলিফাকে আশীর্বাদের চাবি বলা হয়?

উত্তর : উমাইয়া খলিফা সোলায়মানকে আশীর্বাদের চাবি বলা হয়।

ঠ. কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?

উত্তর : উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়।

 

সেকশন- 6

ক. কোনো সময়কে আইয়্যামে জাহেলিয়া বলা হয়?

উত্তর : ঐতিহাসিক P. K. Hitti ও নিকলসন ইসলাম আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দী কালকে আইয়ামে জাহেলিয়া বলেছেন। কোনো কোনো ঐতিহাসিকের মতে, হযরত ইসা (আ.) এবং মুহম্মদ (সা.)-এর মধ্যবর্তী সময়কালই আইয়ামে জাহেলিয়া ।

খ. হযরত মুহাম্মদ (সা.) নবুয়ত লাভ করেন কত সালে?

উত্তর : হযরত মুহম্মদ (সা.) নবুয়ত লাভ করেন ৬১০ খ্রিস্টাব্দে।

গ. তাবুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?

উত্তর : তাবুক যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল ৪০ হাজার ।

ঘ. বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?

উত্তর : বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল ৩১৩।

ঙ.কোনো খলিফা কোরআন প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন?

উত্তর : খলিফা আবু বকর (রা.) কোরআন প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন ।

চ. ফারুক শব্দের অর্থ কী?

উত্তর : ফারুক শব্দের অর্থ সত্য-মিথ্যার পার্থক্যকারী।

ছ. দিওয়ান কী?

উত্তর : হযরত ওমর (রা.) কর্তৃক প্রতিষ্ঠিত রাজস্ব বিভাগকেদিওয়ান বলা হয় ।

জ. আসাদুল্লাহ কার উপাধি ছিল?

উত্তর : ‘আসাদুল্লাহ' হযরত আলি (রা.) এর উপাধি ছিল ।

ঝ. জিম্মি কারা?

উত্তর : মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের জিম্মি বলা হয়।

ঞ. উমাইয়া খলিফাদের রাজধানী কোথায় ছিল?

উত্তর : উমাইয়া খলিফাদের রাজধানী ছিল সিরিয়ার দামেস্কে ।

ট.কোন খলিফা প্রশাসন আরবিকরণ করেন?

উত্তর : উমাইয়া খলিফা আব্দুল মালিক প্রশাসন আরবিকরণ করেন ।

ঠ. উমাইয়া বংশের কতজন খলিফা ছিলেন?

উত্তর : উমাইয়া বংশে ১৪ জন খলিফা ছিলেন।

খ বিভাগ

১.উটকে মরুভুমির জাহাজ' বলা হয় কেন?

২.হিলফুল ফুজুলের কার্যক্রম কী ছিল?

৩.খন্দকের যুদ্ধ সম্পর্কে টীকা লেখ ।

৪.হুদায়বিয়ার সন্ধিকে 'ফাতহুম মুবিন' বলা হয় কেন?

৫.খিলাফত বলতে কী বুঝায়?

৬.বাইতুল মাল কী?

৭..মুয়াবিয়ার (রা.) পরিচয় দাও।

৮.জাবের যুদ্ধ সম্পর্কে টীকা লেখ । 

৯.আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ?

১০. প্রাক ইসলামি যুগে আরব সমাজে নারীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও।

১১.খোলাফায়ে রাশেদুন বলতে কী বুঝ?

১২. হযরত ওসমান (রা.) এর বিরুদ্ধে আনীত দুটি অভিযোগ ব্যাখ্যা কর। 

১৩.খারিজি কারা?

১৪.খলিফা আব্দুল মালিককে 'রাজেন্দ্র' বলা হয় কেন?

গ বিভাগ


১. আইয়্যামে জাহেলিয়া যুগের কতিপয় বৈশিষ্ট্য আলোচনা কর।

২. হযরত মুহাম্মদ (সা.)-এর মক্কা জীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

৩. হযরত মুহম্মদ (সা.)-এর মক্কা হতে মদিনায় হিজরতের কারণ ও পরিস্থিতি বর্ণনা কর ।

৪. হযরত উমর (রা.) এর খেলাফতে আরবদের সিরিয়া ও মিসর বিজয় আলোচনা কর।

৫. হযরত আলি (রা.) ও মুয়াবিয়া (রা.) এর মধ্যে সংঘটিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর।

৬. প্রথম ওয়ালিদের রাজত্বকালে মুসলিম সাম্রাজ্য বিস্তৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।

৭ . উমর বিন আব্দুল আজিজের প্রশাসনিক সংস্কার আলোচনা কর ।

৮. উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ বিশ্লেষণ কর।

৯. প্রাক ইসলামি আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দাও।

১০. খলিফা হযরত ওমর (রা.) এর প্রশাসনিক সংস্কারসমূহ মূল্যায়ন কর।

১১.কারবালার বিয়োগান্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা কর।

 



Post a Comment

Previous Post Next Post