অনার্স ১ম বর্ষ
বিষয় : সমাজবিজ্ঞান পরিচিতি
বিষয় কোড : ২১২০০৯
ক-বিভাগ
সেকশন-1
ক. সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর : সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোৎ।
খ.“সামাজিক
আচরণ ও দলগত আচরণের নিয়মতান্ত্রিক অধ্যয়ন হচ্ছে সমাজবিজ্ঞান।” –সংজ্ঞাটি
কার?
উত্তর : “সামাজিক আচরণ ও দলগত আচরণের
নিয়মতান্ত্রিক অধ্যয়ন হচ্ছে সমাজবিজ্ঞান।" - সংজ্ঞাটি সমাজবিজ্ঞানী
স্যামুয়েল কোনিগের।
গ. 'Verstehen' শব্দের অর্থ কী?
উত্তর : 'Verstehen' শব্দের অর্থ অন্তর্দৃষ্টি ।
ঘ. বস্তি কী?
উত্তর : সাধারণভাবে বস্তি বলতে নগর এলাকার এমন
জনবসতিকে বুঝায়, যেখানে স্বল্প জায়গায় জীর্ণ কুটিরসমূহে অস্বাস্থ্যকর পরিবেশে
অনেক লোক একত্রে বসবাস করে।
ঙ.WAD এর পূর্ণরূপ কী?
উত্তর : WAD এর পূর্ণরূপ হলো Women and Development.
চ. বাংলাদেশে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে?
উত্তর : বাংলাদেশে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ
হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
ছ.'The Suicide' গ্রন্থটি কার লেখা?
উত্তর : 'The Suicide গ্রন্থটি এমিল ডুর্খেইমের
লেখা।
জ . সামাজিক অসমতার দুটি জৈবিক নির্ধারকের নাম
লেখ।
উত্তর : সামাজিক অসমতার দুটি জৈবিক নির্ধারকের নাম
হলো- ১. ক্ষমতা ও ২ শ্রেণি।
ঝ.মর্গানের ধারণায় সমাজ বিবর্তনের স্তর কয়টি?
উত্তর : মর্গানের ধারণায় সমাজ বিবর্তনের স্তর
চারটি।
ঞ. সংখ্যালঘু গোষ্ঠী কী?
উত্তর : সংখ্যালঘু হচ্ছে মানুষের একটি ক্ষুদ্র
গোষ্ঠী যারা নরগোষ্ঠী, ধর্মীয়, ভাষা প্রভৃতি ক্ষেত্রে অন্য মানবগোষ্ঠী থেকে
আলাদা।
ট.WHO এর পূর্ণরূপ কী?
উত্তর: WHO এর পূর্ণরূপ হলো World Health Organization.
ঠ. বিচ্যুতি কী?
উত্তর : বিচ্যুতি বলতে ঐ ধরনের আচরণকে বুঝায় যা।
সমাজের স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি।
সেকশন-2
ক.“সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক
সম্পর্কের বিজ্ঞান।”—উক্তিটি কার?
উত্তর : “সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং
সামাজিক সম্পর্কের বিজ্ঞান।”—উক্তিটি এলেক্স ইংকলেস (Alex
Inkeles) এর ।
খ. বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে?
উত্তর : বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ
হলেন ড.এ.কে. নাজমুল করিম।
গ. 'The Division of Labour in Society' গ্রন্থটি কার লেখা?
উত্তর : 'The Division of Labour in
Society' গ্রন্থটি এমিল ডুর্খেইমের লেখা।
ঘ. “সংস্কৃতি হলো উপরিকাঠামো”—উক্তিটি কার?
উত্তর : “সংস্কৃতি হলো উপরিকাঠামো" উক্তিটি
কার্ল মার্কসের।
ঙ. GATT এর পূর্ণরূপ লেখ।
উত্তর : GATT এর পূর্ণরূপ হলো General Agreement on Tarif and
Trade.
চ. সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটি কে প্রদান করেন?
উত্তর : সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটি প্রদান করেন
হার্বার্ট স্পেন্সার।
ছ. দুর্যোগ কত প্রকার?
উত্তর : দুর্যোগ ২ প্রকার।
জ. সামাজিক অসমতার প্রধান কারণ কী?
উত্তর : সামাজিক অসমতার প্রধান কারণ হলো অর্থনৈতিক
অবস্থা।
ঝ. অপরাধ সম্পর্কিত লেবেলিং তত্ত্বটির প্রবক্তা
কে?
উত্তর : অপরাধ সম্পর্কিত লেবেলিং তত্ত্বটির
প্রবক্তা হলেন হাওয়ার্ড বেকার।
ঞ. বিচ্যুতি কী?
উত্তর : বিচ্যুতি হলো সমাজের স্বাভাবিক এবং
বাঞ্ছিত আচরণের পরিপন্থি কোনো কাজ ।
ট. সামন্ত সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণির নাম
লেখ।
উত্তর : সামন্ত সমাজের প্রধান দুটি সামাজিক
শ্রেণির নাম হলো- ১. সামন্ত প্রভু ও ২. সামন্ত ।
ঠ. HIV কোন রোগের সৃষ্টি করে?
উত্তর : HIV যে রোগের সৃষ্টি করে তা হলো
AIDS.
সেকশন-3
ক. সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর : সমাজবিজ্ঞানের জনক হলেন অগাস্ট কোৎ।
খ. “সমাজবিজ্ঞান সামাজিক আচরণ ও মানবীয় গোষ্ঠীর
নিয়মতান্ত্রিক পাঠ।”— উক্তিটি কে করেছেন?
উত্তর : “সমাজবিজ্ঞান সামাজিক আচরণ ও মানবীয়
গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ।”— উক্তিটি করেছেন আর. টি. শেফার (R. T. Schaefer)
গ. 'যান্ত্রিক সংহতি' প্রত্যয়টি কে প্রদান করেন?
উত্তর : 'যান্ত্রিক সংহতি' প্রত্যয়টি প্রদান করেন
সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম ।
ঘ. দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি?
উত্তর : দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি।
ঙ. 'Hegemony' শব্দের অর্থ কী?
উত্তর : 'Hegemony' শব্দের অর্থ কর্তৃত্ব বা আধিপত্য ।
চ. “সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয়
প্রত্যয়।”— উক্তিটি কার?
উত্তর : “সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয়
প্রত্যয় উক্তিটি সমাজবিজ্ঞানী টি. বি. বটোমরের।
ছ. একজন আধুনিকায়ন তাত্ত্বিকের নাম লেখ।
উত্তর : একজন আধুনিকায়ন তাত্ত্বিকের নাম ট্যালকট
পারসন্স ।
জ. অপরাধ সম্পর্কিত বিভিন্নমুখী মেলামেশার তত্ত্ব
কে প্রদান করেন?
উত্তর : অপরাধ সম্পর্কিত বিভিন্নমুখী মেলামেশার
তত্ত্ব' প্রদান করেন ই. এইচ সাদারল্যান্ড ।
ঝ.“আন্তর্জাতিক নারী দিবস” কবে
পালিত হয়?
উত্তর : “আন্তর্জাতিক নারী দিবস" পালিত হয়
প্রতি বছরের ৮ মার্চ তারিখে।
ঞ. 'Caste' শব্দটি প্রথম কারা ব্যবহার করেন?
উত্তর : 'Caste' শব্দটি প্রথম ব্যবহার করেন
পর্তুগিজরা।
ট. সামাজিক স্তরবিন্যাসের চতুর্থ প্রকরণ কোনটি?
উত্তর : সামাজিক স্তরবিন্যাসের চতুর্থ প্রকরণ হলো
শ্রেণি ও মর্যাদাগোষ্ঠী।
ঠ. GAD এর পূর্ণরূপ লেখ
উত্তর : GAD এর পূর্ণরূপ হলো— Gender and Development.
সেকশন-4
ক. "Sociology is the science of social phenomena.' - উক্তিটি কার?
উত্তর : "Sociology is the science
of social phenomena."- উক্তিটি সমাজবিজ্ঞানী গিডিংস এর।
খ. অগাস্ট কোঁৎ সর্বপ্রথম কত সালে 'Sociology' -
শব্দটি ব্যবহার করেন?
উত্তর : অগাস্ট কোঁৎ সর্বপ্রথম ১৮৩৯ সালে
'Sociology' শব্দটি ব্যবহার করেন।
গ. 'The Principles of Sociology' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Principles of Sociology' গ্রন্থটির রচয়িতা সমাজবিজ্ঞানী হাবার্ট স্পেন্সার।
ঘ. ‘দৃষ্টবাদ' প্রত্যয়টি কার?
উত্তর : 'দৃষ্টবাদ' প্রত্যয়টি সমাজবিজ্ঞানী
অগাস্ট কোঁৎ এর ।
ঙ. সংস্কৃতির অসম অগ্রগতি' তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : সংস্কৃতির ‘অসম অগ্রগতি' তত্ত্বের
প্রবক্তা হলেন ডব্লিউ. এফ. অগবান ।
চ . WAD এর পূর্ণরূপ কী?
উত্তর : WID পূর্ণরূপ হলো
Women and Development.
ছ. 'বিশ্ব পরিবেশ দিবস' কত তারিখে উদযাপন করা হয়?
উত্তর : বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন উদযাপন করা হয়।
জ. ‘Urbanism' প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : 'Urbanism' শব্দটি প্রথম ব্যবহার করেন
লুইস ওয়ার্থ।
ঝ. মার্কসের ধারণায় সমাজ বিবর্তনের স্তর কয়টি?
উত্তর : মার্কসের ধারণায় সমাজ বিবর্তনের স্তর
পাঁচটি।
ঞ. দুর্যোগ কী?
উত্তর : প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেসব ঘটনা মানুষের
স্বাভাবিক জীবনধারাকে ব্যাহত করে তাকে দুর্যোগ বলে ।
ট. বিচ্যুত আচরণ কী?
উত্তর : সামাজিক মূল্যবোধের পরিপন্থি আচরণকে
বিচ্যুত আচরণ বলে।
ঠ.
HIV কোন রোগের সৃষ্টি করে?
উত্তর : HIV এইডস রোগের সৃষ্টি করে।
সেকশন-5
ক. "Sociology is the science of social institutions."- উক্তিটি কে করেছেন?
উত্তর : "Sociology is the science
of social institutions."—উক্তিটি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম করেছেন ।
খ. সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর : সমাজবিজ্ঞানের জনক ফরাসি সমাজতাত্ত্বিক
অগাস্ট কোঁৎ।
গ. হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের ধারায়
কয় ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন?
উত্তর : হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের
ধারায় চার ধরনের সমাজের কথা বলেছেন। যথা : ১. সরল সমাজ, ২. জটিল সমাজ, ৩. দ্বৈত
জটিল সমাজ ও ৪. ত্রয়ী জটিল সমাজ ।
ঘ. 'Das kapital' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : 'Das kapital' গ্রন্থটির রচয়িতা কার্ল মার্কস।
ঙ. GAD এর পূর্ণরূপ কী?
উত্তর : GAD এর পূর্ণরূপ
Gender and Development.
চ.বাংলাদেশে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে?
উত্তর : বাংলাদেশে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ
বেগম রোকেয়া সাখাওয়াত।
ছ. দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি?
উত্তর : দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি।
জ. ‘বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব' কে প্রদান করেন?
উত্তর : 'বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব'
অপরাধবিজ্ঞানী সাদারল্যান্ড প্রদান করেন।
ঝ. মেগাসিটি কী?
উত্তর : সাধারণত কোনো বড় শহরে এক কোটি কিংবা তার
বেশি জনসংখ্যা বাস করলে ঐ শহরটিই মেগাসিটি।
ঞ. সামাজিক বিবর্তন তত্ত্ব কে প্রদান করেন?
উত্তর : সামাজিক বিবর্তন তত্ত্ব প্রদান করেন
সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার।
ট. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে উদযাপন করা হয়?
উত্তর : বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতিবছর ৭ এপ্রিল
উদযাপন করা হয়।
ঠ. হেপাটাইটিস 'বি' কীভাবে ছড়ায়?
উত্তর : 'হেপাটাইটিস বি' রক্ত সঞালন, আক্রান্ত
ব্যক্তির ব্যবহার্য জিনিসপত্র, অরক্ষিত যৌন মিলন প্রভৃতির মাধ্যমে ছড়ায়।
সেকশন-6
ক. “ সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান”— উক্তিটি
কার?
উত্তর : “সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ
বিজ্ঞান।”—উক্তিটি সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার -এর।
খ. ‘সাংস্কৃতিক ব্যবধান' তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবক্তা
সমাজবিজ্ঞানী অগবার্ন ।
গ. 'The Suicide' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : 'The Suicide' গ্রন্থটির রচয়িতা সমাজতাত্ত্বিক এমিল ডুর্খেইম ।
ঘ. WAD-এর পূর্ণরূপ লিখ।
উত্তর : WAD এর পূর্ণরূপ হলো— Women and Development.
ঙ. পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণির
নাম লিখ।
উত্তর : পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক
শ্রেণি হলো : পুঁজিপতি ও শ্রমিক শ্রেণি ।
চ.বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?
উত্তর : প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন
করা হয়।
ছ. প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি
উদাহরণ লেখ ।
উত্তর : প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি
উদাহরণ হলো- পরিবার।
জ. লেবেলিং তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : লেবেলিং তত্ত্বের প্রবক্তা অপরাধবিজ্ঞানী
হাওয়ার্ড বেকার।
ঝ. বিচ্যুতি কী?
উত্তর : বিচ্যুতি হলো এমন এক ধরণের আচরণ যা সমাজের
স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি।
ঞ. সামাজিক অসমতার প্রধান কারণ কী?
উত্তর : সামাজিক অসমতার প্রধান কারণ অর্থনৈতিক
বৈষম্য।
ট, উদ্যান চাষ কী?
উত্তর : উদ্যান চাষ হলো বাগান বা বসতবাড়ির খালি
জায়গায় চারাগাছ রোপণের মাধ্যমে কৃষি ফসল উৎপন্ন করার প্রক্রিয়া।
ঠ. AIDS-এর জন্য দায়ী ভাইরাস কোনটি?
উত্তর : AIDS রোগের জন্য দায়ী ভাইরাস হলো HIV.
খ বিভাগ
১.সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা কর।
২.সংস্কৃতির সংজ্ঞা দাও।
৩.যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির পার্থক্য কর।
৪. সাংস্কৃতিক আধিপত্যবাদ কাকে বলে?
৫. সংক্ষেপে বনশূন্যতার কারণগুলো আলোচনা কর।
৬. বিশ্বায়ন কী?
৭. সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা ব্যাখ্যা
কর।
৮. সামাজিক অসমতা ব্যাখ্যা কর ।
৯. কর্তৃত্ব কী?
১০.নগরায়নের নেতিবাচক দিক উল্লেখ কর।
১১. অপরাধ ও বিচ্যুতির পার্থক্য লিখ ।
১২. সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও।
১৩. বাংলাদেশে স্বাস্থ্যহীনতার যেকোনো পাঁচটি কারণ সম্পর্কে সংক্ষেপে লেখ ।
গ বিভাগ
১. সমাজবিজ্ঞান বিকাশে এমিল ডুরখেমের এর অবদান
মূল্যায়ন কর।
২. সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা কর।
৩. তৃতীয় বিশ্বের দেশসমূহে বিশ্বায়নের/ নগরায়নের
প্রভাব আলোচনা কর।
৪. সমাজ বিবর্তন সম্পর্কিত কার্ল মার্ক্স এর
তত্ত্বটি বিশ্লেষণ কর।
৫. সমাজ জীবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব
আলোচনা কর।
৬. নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
৭. অপরাধ সম্পর্কিত লেবেলিং তত্ত্বটি ব্যাখ্যা কর।
৮. মহানগরীতে বস্তি বৃদ্ধির কারণ আলোচনা কর।
৯. দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ আলোচনা কর।
১০. উন্নয়নশীল দেশসমূহে জেন্ডার অসমতার প্রকৃতি
আলোচনা কর
১১.বনশূন্যতার কারণসমূহ আলোচনা কর।
১২. বাংলাদেশের বিচারব্যবস্থার সীমাবদ্ধতা আলোচনা
কর।