১০০% কমন, প্রাচীন বাংলার ইতিহাস (১২০৪ খ্রিঃ পর্যন্ত), বিষয় কোডঃ ২২১৬০৫, honours 2nd year suggestion 2022 pdf ,

প্রাচীন বাংলার ইতিহাস (১২০৪ খ্রিঃ পর্যন্ত), বিষয় কোডঃ ২২১৬০৫

অনার্স দ্বিতীয় বর্ষের সাজেশন ,পরীক্ষা  ২০২২,  বিষয় কোডঃ ২২১৬০৫, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

100% common

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
প্রাচীন বাংলার ইতিহাস (১২০৪ খ্রিঃ পর্যন্ত)
বিষয় কোডঃ ২২১৬০৫

 

ক-বিভাগ


ক. বরেন্দ্র শব্দের অর্থ কী?

উত্তর : বরেন্দ্র শব্দের অর্থ উঁচুভূমি ।

খ. হিউয়েন সাং কে ছিলেন?

উত্তর : হিউয়েন সাং ছিলেন প্রাচীন বাংলায় আগত একজন চীনা পরিব্রাজক।

গ. বাংলার জলবায়ু সাধারণত কী প্রকৃতির?

উত্তর : বাংলার জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ প্রকৃতির ।

ঘ. লামা তারনাথ কে ছিলেন?

উত্তর : লামা তারনাথ ছিলেন একজন তিব্বতীয় ঐতিহাসিক।

ঙ. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে?

উত্তর : প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি শশাঙ্ক

চ. হর্ষবর্ধনের সভাকবির নাম কী?

উত্তর : হর্ষবর্ধনের সভাকবির নাম বাণভট্ট ।

ছ. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ।

জ. কোন বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন?

উত্তর : বাঙালি পণ্ডিত শীলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন

ঝ. পাল রাজাদের ধর্ম কী ছিল?

উত্তর : পাল রাজাদের ধর্ম ছিল বৌদ্ধধর্ম।

ঞ. বর্ম রাজবংশের সর্বশেষ রাজার নাম কী?

উত্তর : বর্ম রাজবংশের সর্বশেষ রাজার নাম ভোজবর্মা ।

ট. কৌলীন্য প্রথার প্রবর্তক কে?

উত্তর : কৌলীন্য প্রথার প্রবর্তক বল্লাল সেন ।

ঠ. সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন?

উত্তর : সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন শূলপাণি ।”

ক. সর্বপ্রথম বঙ্গের নাম কোন গ্রন্থে পাওয়া যায়?

উত্তর : সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ‘ঐতরেয় আরণ্যক' গ্রন্থে ।

খ. বাংলার প্রাচীনতম জনপদ কোনটি?

উত্তর : বাংলার প্রাচীনতম জনপদ পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর

গ. শশাঙ্কের রাজধানীর নাম কী?

উত্তর : শশাঙ্কের রাজধানীর নাম কর্ণসুবর্ণ ।

ঘ. শীলভদ্র কে ছিলেন?

উত্তর : শীলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন ।

ঙ. হিউয়েন সাং কখন বাংলায় আগমন করেন?

উত্তর : হিউয়েন সাং ৬৩৮ খ্রিস্টাব্দে বাংলায় আগমন করেন ।

চ. পাল রাজাদের জনকভূমি কোথায়?

উত্তর : পাল রাজাদের জনকভূমি বরেন্দ্র অঞ্চলে (বর্তমান উত্তরবঙ্গ) ।

ছ. সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল ।

জ. কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর : কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য ।

ঝ. দেব বংশের রাজধানী কোথায় ছিল?

উত্তর : দেব বংশের রাজধানী ছিল কুমিল্লার লালমাই পাহাড়ের দেব পর্বতে

ঞ. চন্দ্র বংশের প্রতিষ্ঠাতার নাম লেখ । উত্তর : চন্দ্র বংশের প্রতিষ্ঠাতার নাম পূর্ণচন্দ্র ।

ট. দানসাগর' গ্রন্থটির রচয়িতা কে? উত্তর : ‘দানসাগর’ গ্রন্থটির রচয়িতা বল্লাল সেন ।

ঠ. সেন রাজাদের আদিনিবাস কোথায়?

উত্তর : সেন রাজাদের আদিনিবাস দাক্ষিণাত্যের কর্ণাট প্রদেশে।

ক. লামা তারনাথ কে ছিলেন?

উত্তর : লামা তারনাথ ছিলেন একজন তিব্বতীয় ঐতিহাসিক ।

খ. রামচরিত' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : রামচরিত' গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী।

গ. কৌটিল্য কে ছিলেন?

উত্তর : কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ।

ঘ. চট্টগ্রাম বন্দরের প্রাচীন নাম কী?

উত্তর : চট্টগ্রাম বন্দরের প্রাচীন নাম সামান্দার বন্দর ।

ঙ. হর্ষবর্ধনের সভাকবির নাম কী?

উত্তর : হর্ষবর্ধনের সভাকবির নাম বাণভট্ট ।

চ. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে?

উত্তর : প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি রাজা শশাঙ্ক ।

ছ. প্রাচীন বাংলার মাৎস্যন্যায় দূর করেন কে?

উত্তর : প্রাচীন বাংলার মাৎস্যন্যায় দূর করেন রাজা গোপাল ।

জ. চর্যাগীতি কী?

উত্তর : চর্যাগীতি মূলত এক প্রকার গান ।

ঝ. চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?

উত্তর : চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল ।

ঞ. পালবংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর : পালবংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল ।

ট. বর্ম রাজবংশের সর্বশেষ রাজার নাম কী?

উত্তর : বর্ম রাজবংশের সর্বশেষ রাজার নাম ভোজবর্মা ।

ঠ. উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উত্তর : উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত ।

ক. শশাঙ্ক কোন ধর্মমতের অনুসারী ছিলেন?

উত্তর : শশাঙ্ক শৈব ধর্মমতের অনুসারী ছিলেন।

খ. হিউয়েন সাং কোন দেশের পর্যটক ছিলেন?

উত্তর : হিউয়েন সাং চীন দেশের পর্যটক ছিলেন।

গ. হর্ষচরিত' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : 'হর্ষচরিত' গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট ।

ঘ. প্রাচ্যের মেকিয়াভেলি কার উপাধি ছিল?

উত্তর : প্রাচ্যের মেকিয়াভেলি উপাধি ছিল কৌটিল্যের।

ঙ. বাংলায় প্রজাবৃন্দ কর্তৃক প্রথম নির্বাচিত রাজা কে?

উত্তর : বাংলায় প্রজাবৃন্দ কর্তৃক প্রথম নির্বাচিত রাজা গোপাল ।

চ. পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কে নির্মাণ করেন?

উত্তর : পাহাড়পুর বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন ধর্মপাল।

ছ. বাংলার বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন?

উত্তর : বাংলার বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন ধর্মপাল।

জ. বিজয় সেন কত বছর রাজত্ব করেন?

উত্তর : বিজয় সেন ৬২ বছর রাজত্ব করেন।

ঝ. সেনযুগে কাদের ‘পাষণ্ড’ বলা হতো?

ঞ. ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা বল্লাল সেন ।

ট. জয়দেব কার রাজসভার সভাকবি ছিলেন?

উত্তর : জয়দেব লক্ষ্মণ সেনের রাজসভার সভাকবি ছিলেন ।

ঠ. চন্দ্র বংশের প্রতিষ্ঠাতার নাম লেখ।

উত্তর : চন্দ্র বংশের প্রতিষ্ঠাতার নাম পূর্ণচন্দ্র ।

ক. ‘রাজতরঙ্গিণী' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : ‘রাজতরঙ্গিণী' গ্রন্থটির রচয়িতা ঐতিহাসিক কল্‌হণ ।

খ. প্রাচীন বাংলায় ছোট ছোট গ্রামকে কী বলা হতো?

উত্তর : প্রাচীন বাংলায় ছোট ছোট গ্রামকে পুঞ্জি বলা হতো।

গ. গুপ্তদের আদিনিবাস কোথায় ছিল?

উত্তর : গুপ্তদের আদিনিবাস ছিল মগধে।

ঘ. কর্ণসুবর্ণের বর্তমান অবস্থান কোথায়?

উত্তর : কর্ণসুবর্ণের বর্তমান অবস্থান মুর্শিদাবাদ জেলায় ।

ঙ. কোন কবি প্রাচীন বাংলার অরাজক অবস্থাকে মাৎস্যন্যায়ের সাথে তুলনা করেছিলেন?

উত্তর : লামা তারনাথ প্রাচীন বাংলার অরাজক অবস্থাকে মাৎস্যন্যায়ের সাথে তুলনা করেছিলেন ।

চ. গোপালের প্রাথমিক রাজ্য কোনটি?

উত্তর : গোপালের প্রাথমিক রাজ্য বরেন্দ্র ।

ছ. রামচরিত’ গ্রন্থের লেখক কে?

উত্তর : রামচরিত' গ্রন্থের লেখক সন্ধ্যাকর নন্দী।

জ. পাল বংশের শেষ শাসক কে?

উত্তর : পাল বংশের শেষ রাজা হলেন মদনপাল ।

ঝ. সেন বংশ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন ।

ঞ. অদ্ভুতসাগর' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : অদ্ভুদসাগর' গ্রন্থের রচয়িতা বল্লাল সেন।

ট. হিউয়েন সাং কাঁঠালকে কী বলে উল্লেখ করেছেন?

উত্তর : হিউয়েন সাং কাঁঠালকে পনস বলে উল্লেখ করেছেন ।

ঠ. পাল যুগের রাষ্ট্রভাষা কী ছিল?

উত্তর : পাল যুগের রাষ্ট্রভাষা ছিল সংস্কৃত।

ক. 'অর্থশাস্ত্র' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : অর্থশাস্ত্র' গ্রন্থের রচয়িতা কৌটিল্য।

খ. বাণভট্ট কার সভাকবি ছিলেন?

উত্তর : বাণভট্ট রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন।

গ. হিউয়েন সাং কোন দেশের পর্যটক ছিলেন?

উত্তর : হিউয়েন সাং চীন দেশের পর্যটক ছিলেন।

ঘ. টেরাকোটা কী?

উত্তর : টেরাকোটা' হলো পোড়ামাটির ফলক।

ঙ. উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উত্তর : উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত ।

চ. চর্যাগীতি কী?

উত্তর ; 'চর্যাগীতি' হলো বৌদ্ধধর্ম সংশ্লিষ্ট গীতি সংকলন ।

ছ. মহাস্থানগড়ের প্রাচীন নাম কী?

উত্তর : মহাস্থানগড়ের প্রাচীন নাম পুণ্ড্রনগর ।

জ. পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গোপাল ।

ঝ. শীলভদ্র কে ছিলেন?

উত্তর : শীলভদ্র ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ।

ঞ. সেনদের আদিনিবাস কোথায় ছিল?

উত্তর : সেনদের আদিনিবাস ছিল দাক্ষিণাত্যের অন্তর্গত কর্ণাটে ।

ট. রাজা লক্ষ্মণ সেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : রাজা লক্ষ্মণ সেনের প্রধানমন্ত্রী ছিলেন হলায়ুধ ।

ঠ. বখতিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমণ করেন?

উত্তর : বখতিয়ার খলজি ঝাড়খণ্ডের অরণ্য পথে বাংলা আক্রমণ করেন ।

ক. সর্বপ্রথম বঙ্গের নাম কোন গ্রন্থে পাওয়া যায়?

উত্তর : সর্বপ্রথম বঙ্গের নাম ‘ঐতরেয় আরণ্যক' গ্রন্থে পাওয়া যায় ।

খ. হর্ষবর্ধন কে ছিলেন?

উত্তর : হর্ষবর্ধন প্রভাকরবর্ধনের পুত্র এবং শশাঙ্কের প্রতিদ্বন্দ্বী উত্তর ভারতের একজন শাসক ছিলেন।

গ. শশাঙ্কের রাজধানীর নাম কী?

উত্তর : শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণে।

ঘ, পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিতি?

উত্তর : পাহাড়পুর বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিতি ।

ঙ. রামচরিত গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : ‘রামচরিত' গ্রন্থের রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী।

চ. দেব বংশর রাজধানী কোথায় ছিল?

উত্তর : দেব রাজবংশের রাজধানী ছিল কুমিল্লার লালমাই পাহাড়ের দেবপর্বতে।

ছ. কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন?

উত্তর : কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য।

জ. কোন বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন?

উত্তর : বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্কর নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন ।

ঝ. লামা তারা নাথ কে ছিলেন?

উত্তর : লামা তারা নাথ ছিলেন তিব্বতীয় ঐতিহাসিক ।

ঞ. চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?

উত্তর : চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল ।

ট. কেশব সেন কে ছিলেন?

উত্তর : কেশব সেন ছিলেন লক্ষ্মণ সেনের পুত্র। এ

ঠ. সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন?

উত্তর : সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন শূলপাণি ।


খ বিভাগ



১. প্রাচীন বাংলা ইতিহাস রচনায় পর্যটকদের বিবরণীর ভূমিকা লিখ। এই প্রশ্নের উত্তর
২. প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা কর।
৩. সোমপুর বিহার সম্পর্কে টীকা লিখ ।
৪. শশাঙ্ককে বাংলার প্রথম সার্বভৌম শাসক বলা হয় কেন? এই প্রশ্নের উত্তর
৫. মাৎস্যন্যায় সম্পর্কে ধারণা দাও । এই প্রশ্নের উত্তর
৬. নদীয়া সম্পর্কে যা জান লিখ। এই প্রশ্নের উত্তর 
৭. লক্ষ্মণ সেনের পরিচয় দাও
৮. শ্রীচন্দ্রের কৃতিত্ব সংক্ষেপে উল্লেখ কর।
৯. প্রাচীন ভারতের বিক্রমাদিত্য বলা হয় কাকে এবং কেন?
১০. ধর্মপালের ধর্মীয় নীতি উল্লেখ কর।
১১. বল্লাল সেনের সাহিত্যচর্চার সংক্ষিপ্ত ধারণা দাও।
১২. কৌলীন্য প্রথা কী?
১৩. বিশ্বরূপ সেনের পরিচয় দাও?  

গ বিভাগ


১. রাজা গোপালের ক্ষমতাসীন হওয়ার ইতিবৃত্ত উল্লেখপূর্বক সমকালীন বাংলার রাজনৈতিক অবস্থা বর্ণনা কর ।
২. বাংলার অধিবাসীদের উপর নদ-নদীর প্রভাব আলোচনা কর।
৩. ত্রিপক্ষীয় সংঘর্ষের উল্লেখপূর্ব ধর্মপালের রাজ্যবিস্তার বর্ণনা কর।
৪. পাল বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে দেব পালের কৃতিত্ব মূল্যায়ন কর। এই প্রশ্নের উত্তর
৫. বর্ম রাজবংশের উত্থান ও পতন বর্ণনা কর ।
৬. বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা হিসেবে বিজয় সেনের কৃতিত্ব মূল্যায়ন কর ।
৭. প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও।
৮. প্রাচীন বাংলার জনপদসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৯. প্রাচীন বাংলার ইতিহাসে গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? ব্যাখা কর।
১০. পাল বংশের পতনের প্রধান কারণসমূহ লেখ।
১১. কৈবর্ত বিদ্রোহের কারণ ও প্রকৃতি পর্যালোচনা কর।
১২. প্রাচীন বাংলার সাংস্কৃতিক অবস্থার বিবরণ দাও।


1 Comments

Previous Post Next Post