ভারতীয় মুসলমানদের ইতিহাস ( ১৫২৬ খ্রি. পর্যন্ত) বিষয় কোডঃ ২২১৬০১
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
বিষয় কোড ২২১৬০১
ক-বিভাগ
ক.
চাচনামা গ্রন্থে ভারতীয় উপমহাদেশের কোন অঞ্চলের ইতিহাস লিখিত হয়েছে?
উত্তর
: সিন্ধু প্রদেশের ইতিহাস লিখিত হয়েছে।
খ.
কোন শাসনকর্তা মুহম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেছিলেন?
উত্তর
: হাজ্জাজ বিন ইউসুফ মুহম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেছিলেন।
গ.
তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়?
উত্তর
: তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় ।
ঘ.
শামসুদ্দিন ইলতুৎমিশ কোন বংশের শাসক ছিলেন?
উত্তর
: শামসুদ্দিন ইলতুৎমিশ মামলুক বা দাস বংশের শাসক ছিলেন।
ঙ.
ভারতের কোন মামলুক সুলতান পারসিক রাজসভার অনুকরণ করেন?
উত্তর
: সুলতান গিয়াসউদ্দিন বলবন পারসিক রাজসভার অনুকরণ করেন।
চ.
কোন খলজি শাসক নওমুসলমানদের বিদ্রোহ দমন করেন?
উত্তর
: সুলতান আলাউদ্দিন খলজি নওমুসলমানদের বিদ্রোহ দমন করেন ।
ছ.
মালিক কাফুরকে আলাউদ্দিন খলজি কী উপাধিতে ভূষিত করেন?
উত্তর
: তাজুল মালিক কাফুরি উপাধিতে ভূষিত করেন।
জ.
ভারতে কে তুঘলক বংশ প্রতিষ্ঠা করেন?
উত্তর
: ভারতে তুঘলক বংশ প্রতিষ্ঠা করেন গিয়াসউদ্দিন তুঘলক ।
ঝ.
ইবনে বতুতা কোন শাসকের শাসনামলে ভারতবর্ষে আগমন করেন?
উত্তর
: সুলতান মুহম্মদ বিন তুঘলকের শাসনামলে
ঞ.
তৈমুর লঙ নিজে কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন?
উত্তর
: তৈমুর লঙ নিজে ১৩৯৮ খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন ।
ট.
স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর
: স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান আহমদ শাহ ।
ঠ.
দিল্লি সালতানাতের অবসান হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর : দিল্লি সালতানাতের অবসান হয় ১৫২৬ খ্রিস্টাব্দে।
ক.
কত খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু বিজয় করে?
উত্তর
: ৭১২ খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু বিজয় করে ।
খ.
‘তবকাত ই নাসিরি' গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
উত্তর
: ‘তবকাত ই নাসিরি' গ্রন্থের রচয়িতা ছিলেন ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ ।
গ.
সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন?
উত্তর
: সুলতান মাহমুদ ১০২৬ খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন।
ঘ.
তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর
:তরাইনের প্রথম যুদ্ধ ১১৯১ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
ঙ.দিল্লি
সালতানাতের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উত্তর
: দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবউদ্দিন আইবেককে।
চ.
ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর
: ভারতের খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি ।
ছ.
কোন শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথা প্রবর্তন করেন?
উত্তর
: সুলতান আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথা প্রবর্তন করেন ।
জ.
রেহলা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর
: রেহেলা' গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা।
ঝ.
কাকে হাজার দিনারি' বলা হতো?
উত্তর
: মালিক কাফুরকে ‘হাজার দিনারি' বলা হতো ।
ঞ.
সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর
: সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান ।
ট.
লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর
: লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাহলুল লোদি ।
ঠ.
পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর : পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
ক. মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
উত্তর
: মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী ছিল আলোরে ।
খ.
ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ, ইহা একটি নিষ্ফল
বিজয়। উক্তিটি কার?
উত্তর
: উদ্ধৃত উক্তিটি ঐতিহাসিক স্টেনলি লেনপুলের।
গ.
'কিতাবুল হিন্দ' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর
: কিতাবুল হিন্দ' গ্রন্থের রচয়িতা আল বেরুনি ।
ঘ.
মামলুক’শব্দের অর্থ কী?
উত্তর
: মামলুক' শব্দের অর্থ দাস ।
ঙ.
লাখ বখস' কাকে বলা হতো?
উত্তর
: লাখ বখস' বলা হতো সুলতান কুতুবউদ্দিন আইবেককে ।
চ.
ভারতের কোন মামলুক সুলতান পারসিক রাজসভার অনুকরণ করেন?
উত্তর
: ভারতের গিয়াসউদ্দিন বলবন পারসিক রাজসভার অনুকরণ করেন।
ছ.
ভারতের তোতাপাখি' কার উপাধি ছিল?
উত্তর
: ‘ভারতের তোতাপাখি' উপাধি ছিল আমির খসরুর।
জ.
আলাউদ্দিন খলজির সেনাধ্যক্ষ কে ছিলেন?
উত্তর
: আলাউদ্দিন খলজির সেনাধ্যক্ষ ছিলেন মালিক কাফুর।
ঝ.
মুহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী?
উত্তর
: মুহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম জুনা খান ।
ঞ.
দৌলতাবাদের পূর্ব নাম কী?
উত্তর
: দৌলতাবাদের পূর্ব নাম দেবগিরি ।
ট.
ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন?
উত্তর
: ইবনে বতুতা ১৩৩৩ সনে ভারতবর্ষে আগমন করেন
ঠ.
তৈমুর লং কত দিন দিল্লিতে অবস্থান করেছিলেন?
উত্তর : তৈমুর লং ১৫ দিন দিল্লিতে অবস্থান করেছিলেন।
ক.
আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা কে ছিলেন?
উত্তর
: আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা ছিলেন আল ওয়ালিদ ।
খ.
তবকাত ই নাসিরি' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর
: 'তব্কাত ই নাসিরি' গ্রন্থের রচয়িতা ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ।
গ.
সবুক্তগিন কত বছর রাজত্ব করেন?
উত্তর
: সবুক্তগিন ২০ বছর রাজত্ব করেন।
ঘ.
মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম কী?
উত্তর
: মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম মুহম্মদ আবুল কাসেম।
ঙ.
কোন সুফি সাধক 'সুলতানুল হিন্দ' নামে পরিচিত?
উত্তর
: সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতি সুলতানুল হিন্দ' নামে পরিচিত
চ.
কুয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর
: কুয়াতুল ইসলাম মসজিদ সুলতান কুতুবউদ্দিন আইবেক নির্মাণ করেন ।
ছ.
দিল্লির কোন সুলতান 'রক্তপাত ও কঠোর নীতি' প্রয়োগ করেন?
উত্তর
: দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন 'রক্তপাত ও কঠোর নীতি' প্রয়োগ করেন।
জ.
ভারতে খলজি বংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর
: ভারতে খলজি বংশ প্রতিষ্ঠা করেন জালালউদ্দিন ফিরোজ খলজি ।
ঝ.
ঐতিহাসিক বারানি কাকে ‘প্রকৃতির এক অদ্ভূত সৃষ্টি বলে অভিহিত করেন?
উত্তর
: ঐতিহাসিক বারানি সুলতান মুহম্মদ বিন তুঘলককে 'প্রকৃতির এক অদ্ভূত সৃষ্টি' বলে অভিহিত
করেন।
ঞ.
খিজির খানের উজির কে ছিলেন?
উত্তর
: খিজির খানের উজির ছিলেন মালিক উস শারক ।
ট.জৌনপুর
নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর
: জৌনপুর নগরী প্রতিষ্ঠা করেন সুলতান ফিরোজ শাহ তুঘলক।
ঠ.
দিল্লি সালতানাতের অবসান হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর : দিল্লি সালতানাতের অবসান হয় ১৫২৬ খ্রিস্টাব্দে।
ক.
কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন?
উত্তর
: মুসলিম সেনাপতি মুহম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন ।
খ.
কিতাবুল হিন্দ' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর
: 'কিতাবুল হিন্দ' গ্রন্থের রচয়িতা আল বিরুনি
গ.
সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন?
উত্তর
: সুলতান মাহমুদ ১০২৬ খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন।
ঘ.
তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর
: তরাইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
ঙ.
দ্বিতীয় আলেকজান্ডার' উপাধি নিয়ে দিল্লির কোন সুলতান মুদ্রা অঙ্কন করেন? [Which
Sultan of Delhi inscribed the title 'The Second Alexander' on coin?]
উত্তর
: 'দ্বিতীয় আলেকজান্ডার' উপাধি নিয়ে সুলতান আলাউদ্দিন খলজি মুদ্রা অঙ্কন করেন।
চ.
দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর
: দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ ।
ছ.
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কোন শাসক?
উত্তর
: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক আলাউদ্দিন খলজি।
জ.
'রেহেলা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর
: রেহেলা' গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা।
ঝ.
হাজার দিনারি কাকে বলা হতো?
উত্তর
: হাজার দিনারি মালিক কাফুরকে বলা হতো।
ঞ.
'চল্লিশ চক্র' এর বিলোপ সাধন কে করেন?
উত্তর
: 'চল্লিশ চক্র' এর বিলোপ সাধন করেন গিয়াসউদ্দিন বলবন ।
ট.
কোন যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন?
উত্তর
: পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন।
ঠ.
পানিপথের প্রথম যুদ্ধ কোন কোন শাসকের মধ্যে সংঘটিত হয়?
উত্তর : পানিপথের প্রথম যুদ্ধ মুঘল সম্রাট বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত হয় ।
ক.
'চাচনামা' গ্রন্থের লেখক কে?
উত্তর
: ‘চাচনামা' গ্রন্থের লেখক আলি বিন হামিদ।
খ.
ভারতবর্ষকে ‘নৃতত্ত্বের যাদুঘর' কে বলেছেন?
উত্তর
: ভারতবর্ষকে নৃতত্ত্বের যাদুঘর' ভিনসেন্ট স্মিথ বলেছেন ।
গ.
রাজা দাহিরের কন্যাদ্বয়ের নাম কী?
উত্তর
: রাজা দাহিরের কন্যাদ্বয়ের নাম সূর্যদেবী ও পরিমল দেবী।
ঘ.
শাহনামা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর
: শাহনামা' গ্রন্থের রচয়িতা সুলতান মাহমুদের সভাকবি ফেরদৌসি ।
ঙ.
'জাহান সুজ' কার উপাধি ছিল?
উত্তর
: জাহান সুজ ঘুর রাজ্যের অধিপতি আলাউদ্দিন হোসেনের উপাধি ছিল ।
চ.
'লাখ বখস' কাকে বলা হয়?
উত্তর
: “লাখ বখস” সুলতান কুতুবউদ্দিন আইবেককে বলা হয়।
ছ.
সরাই আদল' কী?
উত্তর
: 'সরাই আদল' হলো সুলতান আলাউদ্দিন খলজির শাসনামলের একটি বাজারের নাম।
জ.
দৌলতাবাদের পূর্বনাম কী?
উত্তর
: দৌলতাবাদের পূর্বনাম দেবগিরি।
ঝ.
ইবনে বতুতার প্রকৃত নাম কী?
উত্তর
: ইবনে বতুতার প্রকৃত নাম আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে বতুতা
ঞ.
সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর
: সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান ।
ট.
‘সুলতান-ই-আযম' উপাধিতে কে, কাকে ভূষিত করেন?
উত্তর
: 'সুলতান-ই-আযম' উপাধিতে আব্বাসি খলিফা আল মুনতাসির দিল্লির সুলতান ইলতুৎমিশকে ভূষিত
করেন।
ঠ.
লোদি বংশ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর
: লোদি বংশ ১৪৫১ সালে প্রতিষ্ঠিত হয় ।
ক.
আরবদের সিন্ধু অভিযানকালে মুসলিম বিশ্বের খলিফা কে ছিলেন?
উত্তর
: আরবদের সিন্ধু অভিযানকালে মুসলিম বিশ্বের খলিফা ছিলেন উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদ
।
খ.
জওহর ব্রত কী?
উত্তর
: শত্রুর অত্যাচার থেকে মুক্তি ও সম্মান রক্ষার্থে রাজপুত রমণীদের বিষপানে আত্মবলিদানকে
জওহর ব্রত বলা হয় ।
গ.
সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তর
: সোমনাথ মন্দির কাথিওয়ারের পশ্চিম উপকূলে অবস্থিত।
ঘ.
তাজ-আল-মাসির গ্রন্থের লেখক কে?
উত্তর
: তাজুল মাসির' গ্রন্থের লেখক ঐতিহাসিক খাজা হাসান নিজামি ।
ঙ.
কোন সুফি-সাধক “সুলতান-আল-হিন্দ” নামে পরিচিত?
উত্তর
: সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতি ‘সুলতানুল হিন্দ' নামে পরিচিত।
চ.
আড়াই-দিন-কা ঝোপড়া মসজিদটি কোথায় অবস্থিত?
উত্তর
: আড়াই-দিন-কা ঝোপড়া মসজিদটি আজমিরে অবস্থিত
ছ.
ভারতবর্ষে প্রথম নারী সুলতান কে ছিলেন?
উত্তর
: ভারতবর্ষে প্রথম নারী সুলতান ছিলেন রাজিয়া ।
জ.
দ্বিতীয় আলেকজান্ডার' কোন ভারতীয় সুলতানের উপাধি?
উত্তর
: দ্বিতীয় আলেকজান্ডার- ভারতীয় সুলতান আলাউদ্দিন খলজির উপাধি ।
ঝ.
ইবনে বতুতা কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে আগমন করেন?
উত্তর
: ইবনে বতুতা ১৩৩৩ খ্রিস্টাব্দে ভারতবর্ষে আগমন করেন।
ঞ.
তৈমুর লঙ কত সালে ভারত আক্রমণ করেন?
উত্তর
: তৈমুর লঙ ১৩৯৮ সালে ভারত আক্রমণ করেন ।
ট.
মাতামহীসুলভ ব্যবস্থা প্রবর্তন করেন কে?
উত্তর
: মাতামহীসুলভ ব্যবস্থা প্রবর্তন করেন সুলতান ফিরোজ শাহ তুঘলক ।
ঠ.
লোদি বংশের কোন শাসক দিল্লি হতে আগ্রায় রাজধানী স্থানান্তর করেন?
উত্তর
: সুলতান সিকান্দার লোদি রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তর করেন।
খ বিভাগ
১. আল বেরুনি সম্পর্কে টীকা লেখ । এই প্রশ্নের উত্তর
গ বিভাগ
১. আরবদের সিন্ধু বিজয়ের পটভূমি বর্ণনা কর। ভারত ও ইসলামের ইতিহাসে এ বিজয়ের ফলাফল কী হয়েছিল? উত্তর
২. সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
৩. বিজেতা হিসেবে আলাউদ্দিন খলজির কৃতিত্ব বিচার কর।
৪. দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান কুতুব উদ্দিন আইবেকের অবদান মূল্যায়ন কর।
৫. ফিরোজ শাহ তুঘলকের শাসননীতি পর্যালোচনা কর।
৬. ভারতে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হিসাবে খিজির খানের কৃতিত্ব লিখ ।
৭. পানিপথের প্রথম যুদ্ধের বিবরণ দাও ।
৮. ভারতে মুসলিম শাসনের ইতিহাসের উৎসসমূহ আলোচনা কর।
৯. আরবদের সিন্ধু বিজয়ের কারণ বিশ্লেষণ কর। এর পরবর্তী ফলাফ কী হয়েছিল?
১০. সুলতান কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব নির্ণয় কর।
১১. দিল্লি সালতানাতের পতনের কারণসমূহ বিশ্লেষণ কর ।
১২. ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উৎসের বিবরণ দাও।