১০০% কমন, ,ভারতে মুসলমানদের ইতিহাস (১৫২৬- ১৮৫৮ খ্রিঃ পর্যন্ত), বিষয় কোডঃ ২২১৬০৩,honours 2nd year suggestion 2022 pdf

ভারতে মুসলমানদের ইতিহাস (১৫২৬ - ১৮৫৮ খ্রিঃ পর্যন্ত), বিষয় কোডঃ ২২১৬০৩

ভারতে মুসলমানদের ইতিহাস (১৫২৬ - ১৮৫৮ খ্রিঃ পর্যন্ত), বিষয় কোডঃ ২২১৬০৩

                               100% common


অনার্স দ্বিতীয় বর্ষের সাজেশন ,পরীক্ষা  ২০২২
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
ভারতে মুসলমানদের ইতিহাস (১৫২৬ - ১৮৫৮ খ্রিঃ পর্যন্ত) 
বিষয় কোডঃ ২২১৬০৩


ক-বিভাগ

ক) সম্রাট বাবরের পূর্ণনাম কি?

উত্তর: জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।

(খ) 'আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: আবুল ফজল।

(গ) 'মাহাম আনাগা' কে ছিলেন?

উত্তর: সম্রাট আকবরের ধাত্রীমাতা।

(ঘ) 'গ্র্যান্ড ট্রাংক রোড' কে নির্মাণ করেন?

উত্তর: শেরশাহ।

(ঙ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?

উত্তর: ১৫৫৬ খ্রিস্টাব্দে।

(চ) নূরজাহানের প্রকৃত নাম কি?

উত্তর: মেহের-উন-নিসা।

(ছ) 'দেওয়ান-ই-আম' কে নির্মাণ করেন?

উত্তর: সম্রাট শাহজাহান।

(জ) 'চাঁদ সুলতানা' কে ছিলেন?

উত্তর: 'চাঁদ সুলতানা' দাক্ষিণাত্যের আহমদ নগরের নাবালক। রাজা বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা ছিলেন।

(ঝ) মারাঠা কারা?

উত্তর: দাক্ষিণাত্যের মহারাষ্ট্রের জাতি বিশেষ।

(ঞ) লর্ড ক্লাইভ কে ছিলেন?

উত্তর: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গর্ভনর ছিলেন।

ট) ভারতে প্রথম রেললাইন স্থাপন করেন কে?

উত্তর: লর্ড ডালহৌসি।

(ঠ) ঝাঁসির রাণীর প্রকৃত নাম কি?

উত্তর: লক্ষ্মী বাঈ।

ক. বাবর' শব্দের অর্থ কী?

উত্তর : 'বাবর' শব্দের অর্থ বাঘ।

খ. গুলবদন বেগম কে ছিলেন?

উত্তর : গুলবদন বেগম ছিলেন সম্রাট হুমায়ুনের বোন।

গ. কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?

উত্তর : কনৌজের যুদ্ধ ১৫৪০ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল।

ঘ. মনসব' শব্দের অর্থ কী?

উত্তর : মনসব' শব্দের অর্থ পদমর্যাদা ।

ঙ. সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন?

উত্তর : সম্রাট আকবর ১৫৭৬ খ্রিস্টাব্দে বাংলা জয় করেন।

চ. তুজুক ই জাহাঙ্গীরি' কী?

উত্তর : 'তুজুক ই জাহাঙ্গীরি' হলো সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ ।

ছ. ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন?

উত্তর : ময়ূর সিংহাসন নির্মাণ করেন সম্রাট শাহজাহান।

জ. 'জিন্দাপির' বলা হয় কাকে?

উত্তর : জিন্দাপির' বলা হয় সম্রাট আওরঙ্গজেবকে।

ঝ. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন?

উত্তর : ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতে আসেন।

ঞ. কলকাতা নগরীর গোড়াপত্তন করেন কে?

উত্তর : কলকাতা নগরীর গোড়াপত্তন করেন জব চার্নক।

ট. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি ।

ঠ. ভারতে সতীদাহ প্রথা' রহিত করেন কে?

উত্তর : ভারতে সতীদাহ প্রথা' রহিত করেন লর্ড বেন্টিঙ্ক ।

 

=

ক. পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?

উত্তর : পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন ইব্রাহিম লোদি ।

খ. কত বছর বয়সে হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন?

উত্তর : ২২ বছর বয়সে হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন ।

গ. কোন শাসক কবুলিয়াত ও পাট্টা প্রবর্তন করেন?

উত্তর : শের শাহ কবুলিয়াত ও পাট্টা প্রবর্তন করেন ।

ঘ. কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন?

উত্তর : সম্রাট আকবর জিজিয়া কর রহিত করেন।

ঙ . আকবরের ধর্মনীতির মূল কথা কী ছিল?

উত্তর : আকবরের ধর্মনীতির মূল কথা ছিল ধর্মনিরপেক্ষতা।

চ. ফতেহপুর সিক্রি শহরটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : ফতেহপুর সিক্রি শহরটি প্রতিষ্ঠা করেন ইসলাম খান চিশতি ।

ছ. জাহাঙ্গীরের দস্তর উল আমল এ কয়টি আইন ছিল?

উত্তর : জাহাঙ্গীরের দস্তর উল আমল এ ১২টি আইন ছিল ।

জ. সম্রাজ্ঞী মমতাজমহলের প্রকৃত নাম কী?

উত্তর : 'সম্রাজ্ঞী মমতাজমহলের প্রকৃত নাম আরজুমান্দ বানু ।

ঝ. শিবাজি কাদের নেতা ছিলেন?

উত্তর : শিবাজি মারাঠাদের নেতা ছিলেন।

ঞ. কত খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?

উত্তর : ১৬০০ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ।

ট. কে দ্বৈতশাসন প্রবর্তন করেন?

উত্তর : লর্ড ক্লাইভ দ্বৈতশাসন প্রবর্তন করেন ।

ঠ. সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর : সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।

ক. মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর : মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় ১৫২৬ খ্রিস্টাব্দে।

খ. ভারতবর্ষে যুদ্ধক্ষেত্রে সর্বপ্রথম কামানের ব্যবহার করেন কে?

উত্তর : ভারতবর্ষে যুদ্ধক্ষেত্রে সর্বপ্রথম কামানের ব্যবহার করেন সম্রাট বাবর।

গ. গুলবদন বেগম কে ছিলেন?

উত্তর : গুলবদন বেগম ছিলেন সম্রাট হুমায়ুনের বোন।

ঘ. শেরশাহ কত বছর সিংহাসনে ছিলেন?

উত্তর : শেরশাহ ৫ বছর সিংহাসনে ছিলেন।

ঙ . দিন ই ইলাহি'র অনুসারী ছিলেন কতজন?

উত্তর : দিন ই ইলাহি'র অনুসারী ছিলেন ১৮ জন।

চ. সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন?

উত্তর : সম্রাট আকবর ১৫৭৬ খ্রিস্টাব্দে বাংলা জয় করেন ।

ছ. তুজুক ই জাহাঙ্গীরি' কী?]

উত্তর : তুজুক ই জাহাঙ্গীরি' হলো সম্রাট জাহাঙ্গীর কর্তৃক লিখিত গ্রন্থ ।

জ. তাজমহল' ও 'মতি মসজিদ' কে নির্মাণ করেন?

উত্তর : 'তাজমহল' ও 'মতি মসজিদ' নির্মাণ করেন সম্রাট শাহজাহান ।

ঝ. জিন্দাপির' কাকে বলা হয়?

উত্তর : 'জিন্দাপির' বলা হয় সম্রাট আওরঙ্গজেবকে ।

ঞ. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন?

উত্তর : ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতে আসেন।

ট. রেগুলেটিং অ্যাক্ট' কত খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়?

উত্তর : রেগুলেটিং অ্যাক্ট' ১৭৭৩ খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়।

ঠ. কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে?

উত্তর : কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস।

ক. ওমর শেখ মির্জা কে ছিলেন?

উত্তর : ওমর শেখ মির্জা ফরগনার শাসনকর্তা ও সম্রাট বাবরের পিতা ছিলেন।

খ. খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?

উত্তর : খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন রানা সংগ্রাম সিংহ ।

গ. কোন শাসক সম্রাট হুমায়ুনকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন?

উত্তর : সাফাভি শাসক শাহ তাহমাসপ সম্রাট হুমায়ুনকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন

ঘ. শেরশাহের প্রকৃত নাম কী?

উত্তর : শেরশাহের প্রকৃত নাম ফরিদ ।

ঙ. সরকার কী?

উত্তর : গ্রাম্য প্রধানকে সরকার বলা হয়।

চ. মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর : মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা সম্রাট আকবর।

ছ. সম্রাজ্ঞী নুরজাহানের প্রকৃত নাম কী?

উত্তর : সম্রাজ্ঞী নুরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নেসা।

জ. স্যার টমাস রো কে ছিলেন?

উত্তর : স্যার টমাস রো ছিলেন ইংরেজ দূত ।

ঝ. রাজা টোডরমল কে ছিলেন?

উত্তর : রাজা টোডরমল ছিলেন সম্রাট আকবরের রাজস্ব বিভাগের সচিব।

ঞ. পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর : পানিপথের তৃতীয় যুদ্ধ ১৭৬১ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

ট. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?

উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা ১৭৯৩ খ্রিস্টাব্দের ২২ মার্চ প্রবর্তন করা হয়।

ঠ. কে ‘অধীনতামূলক মিত্রতা' নীতি চালু করেন?

উত্তর : লর্ড ওয়েলেসলি ‘অধীনতামূলক মিত্রতা' নীতি চালু করেন ।

ক. পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?

উত্তর : পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন ইব্রাহিম লোদি

খ. বাবরনামা' কে রচনা করেন?

উত্তর : 'বাবরনামা' সম্রাট বাবর রচনা করেন ।

গ. পাট্টা কী?

উত্তর : যে চুক্তিপত্রের আওতায় রাষ্ট্রের পক্ষে খাজনা আদায়ের এজেন্ট হিসেবে জমিদারগণ কতিপয় শর্তসাপেক্ষে রায়তদের নিকট লিখিতভাবে ভূমি বরাদ্দের প্রস্তাব করতেন তাকে পাট্টা বলা হতো ।

ঘ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর : পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয় ।

ঙ. মাহাম আনাগা কে ছিলেন?

উত্তর : যাহাম আনাগা' সম্রাট আকবরের ধাত্রীমাতা ছিলেন।

চ. দেওয়ান ই আম কে নির্মাণ করেন?

উত্তর : দিল্লির দেওয়ান ই আম নির্মাণ করেন সম্রাট শাহজাহান।

ছ. জিন্দাপির' কাকে বলা হয়?

উত্তর : 'জিন্দাপির' সম্রাট আওরঙ্গজেবকে বলা হয়।

জ. ফিরিঙ্গি কাদের বলা হতো?

উত্তর : পর্তুগিজ তথা ইউরোপীয়দের ফিরিঙ্গি বলা হতো।

ঝ. সিরাজউদ্দৌলার আসল নাম কী?

উত্তর : সিরাজউদ্দৌলার আসল নাম মির্জা মুহম্মদ

ঞ. কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?

উত্তর : ১৬০০ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পনি গঠিত হয় ।

ট. দ্বৈতশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উত্তর : দ্বৈতশাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ প্রবর্তন করে ।

ঠ. কর্নওয়ালিস কোড কী?

উত্তর : ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দের ১ মে যে ৪৮টি রেগুলেশন বা আইন জারি করেন তা কর্নওয়ালিস কোড নামে পরিচিত ।

ক. বাবরনামা' গ্রন্থের লেখক কে?

উত্তর : বাবরনামা' সম্রাট বাবর রচনা করেন ।

খ. কোন শাসক সম্রাট হুমায়ুনকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন?

উত্তর : সাফাভি শাসক শাহ তাহমাসপ সম্রাট হুমায়ুনকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন।

গ. শের শাহের প্রকৃত নাম কী?

উত্তর : শেরশাহের প্রকৃত নাম শেরখান ।

ঘ. সরকার কী?

উত্তর : গ্রাম্য প্রধানকে সরকার বলা হয় ।

ঙ. কোন মুঘল সম্রাট ঢাকায় রাজধানী স্থাপন করেন?

উত্তর : সম্রাট জাহাঙ্গীর ঢাকায় রাজধানী স্থাপন করেন।

চ. সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম কী?

উত্তর : নুরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নেসা।

ছ. স্যার টমাস রো' কে ছিলেন?

উত্তর : স্যার টমাস রো ছিলেন ইংরেজ দূত।

জ. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসে?

উত্তর : ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিরা সর্বপ্রথম ভারতে আসে।

ঝ. মারাঠা কারা?

উত্তর : দাক্ষিণাত্যের উত্তর পশ্চিমাংশে অবস্থিত মহারাষ্ট্রের অধিবাসীদের মারাঠা বলা হয় ।

ঞ. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?

উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে প্রবর্তন করা হয়।

ট. কে অধীনতামূলক মিত্রতা' নীতি চালু করেন?

উত্তর : লর্ড ওয়েলেসলি 'অধীনতামূলক মিত্রতা' নীতি চালু করেন।

ঠ. কোন মুঘল সম্রাট সিপাহী বিপ্লবের নেতা ছিলেন?

উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ সিপাহী বিপ্লবের নেতা ছিলেন।


খ বিভাগ 


১. লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনব্যবস্থা কী?

২. পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব সংক্ষেপে লেখ। 

৩. হুমায়ুননামার পরিচয় দাও।

৪. আবুল ফজল কে ছিলেন?

৫. নুরজাহানের পরিচয় দাও।

৬. মুঘল বংশের পতনের জন্য সম্রাট আওরাজের কতটা দায়ী ছিলেন?

৭. সূর্যাস্ত আইন সম্পর্কে লেখ।

৮. অন্ধকূপ হত্যা বলতে কী বুঝ?

৯. আধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে ধারণা দাও ।

১০. সম্রাট হুমায়ূন শেরশাহের বিরুদ্ধে ব্যর্থ হন কেন?

১১. 'মনসবদারি' ব্যবস্থা কী?

১২. শিবাজির পরিচয় দাও ।

১৩. ময়ূর সিংহাসনের ওপর একটি টীকা লেখ ।

১৪. আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ব্যর্থতার কারণগুলো উল্লেখ কর।

১৫. পলাশির যুদ্ধে নবাবের ব্যর্থতার কারণসমূহ চিহ্নিত কর।


গ বিভাগ 


১. শের শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।

২. সম্রাট আকবরের ধর্মনীতি বিশ্লেষণ কর।

৩. মুঘল সম্রাট জাহাঙ্গীরের চরিত্র ও কৃতিত্ব উল্লেখ কর।

৪. শাহজাহানের রাজত্বকালকে মুঘল বংশের 'স্বর্ণযুগ' বলা হয় কেন?

৫. পলাশির যুদ্ধের পটভূমি আলোচনা কর।নবাব সিরাজ-উদ-দৌলা তার পতনের জন্য কতটুকু দায়ী ছিলেন?

৬. ১৭৬৫ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি ও ফলাফল নির্ণয় কর।

 ৭. চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বুঝ? বাংলার কৃষক সমাজের ওপর এর প্রভাব নিরূপণ কর।

৮. বিজেতা ও শাসক হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব আলোচনা কর।

৯. শাহজাহানের রাজত্বকালকে মুঘল বংশের স্বর্ণযুগ বলা হয় কেন?

১০ মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা কর। 

১১. সপ্তদশ শতাব্দীতে বাংলায় ইউরোপীয় বণিকদের কর্মতৎপরতা বিশ্লেষণ কর।

১২. চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল লেখ। 




Post a Comment

Previous Post Next Post