মুসলিম ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস (৭১২–১৭৬৫ খ্রি.) Islamic history and culture Masters suggestion Exam 2021

মাস্টার্স সাজেশন। মুসলিম ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস (৭১২–১৭৬৫ খ্রি.) Masters Islamic history and culture suggestion Exam 2021

জাতীয় বিশ্ববিদ্যালয়
 মুসলিম ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস (৭১২১৭৬৫ খ্রি.)
বিষয় কোড : ৩১১৬০৫


ক-বিভাগ

সেকশন- ১

 

(ক) তাজ-উল-মাসীর গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : হাসান নিজামী।

(খ) প্রাচ্যের হোমার বলা হয় কাকে?

উত্তর : মহাকবি ফেরদৌসকে।

(গ) বন্দেগান-ই-খাস কাদের বলা হতো?

উত্তর : বন্দেগান-ই-খাস বলা হতো অভিজাত ক্রীতদাসদের।

(ঘ) কিতাব-আল-রেহালা কোন ভাষার রচিত গ্রন্থ?

উত্তর : আরবি ভাষায় রচিত।

(ঙ)দিল্লির কোন সুলতান ইসলামি দর্শনে সুপণ্ডিত ছিলেন?

উত্তর : সুলতান মুহাম্মদ বিন তুঘলক ইসলামি দর্শনে সুপণ্ডিত ছিলেন।

(চ) সুলতানী আমলে কৃষি বিভাগকে কি বলা হতো?

উত্তর : সুলতানী আমলে কৃষি বিভাগকে বলা হতো 'দিওয়ান ই- আমির কোহী।'

(ছ) পোলাজ ভূমি কি?

উত্তর : যে ভূমিতে প্রতি বছর শস্য উৎপাদিত হতো তাকে বলা হতো পোলাজ ভূমি ।

(জ) শাহানা-ই-মাণ্ডির কি কাজ ছিল?

উত্তর : শাহানা-ই-মাণ্ডির আলাউদ্দিন খলজীর মূল্য নিয়ন্ত্রিত পণ্যের বাজার তদারক করতেন।

(ঝ) ভারতের 'তোতাপাখি' নামে পরিচিত কে?

উত্তর : ভারতের তোতাপাখি নামে পরিচিত আমির খসরু।

(ঞ) 'মীনা বাজার' কোন মুঘল সম্রাট প্রতিষ্ঠা করেন?

উত্তর : সম্রাট জাহাঙ্গীর।

(ট) আড়াই দিনকা ঝোপড়া মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর : আড়াই-দিন-কা ঝোঁপড়া মসজিদ আজমীরে অবস্থিত।

(ঠ) সুলতানের সশস্ত্র দেহরক্ষীকে কি বলা হতো?

উত্তর : হাশম-ই-কালব বলা হতো ।

 

সেকশন-২

 

(ক) 'মাসালিকুল আবসার' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : মাসালিকুল আবসার' গ্রন্থের রচয়িতা হলেন-শিহাব উদ্দিন আহমদ ।

(খ) কোন শতকে ফাহিয়েন ভারতে আসেন?

উত্তর : পঞ্চম শতকে।(গ) 'খিলাত' কি?

উত্তর : রাজার দেওয়া সম্মানসূচক পোশাক ।

(ঘ) 'হিন্দোলা' কি?

উত্তর : হিন্দুধর্মের একটি উৎসব।

(ঙ) 'চরাই ভূমি' কি?

উত্তর : যে সকল ভূমি গৃহপালিত পশুর চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হতো তাই চরাই ভূমি।

(চ)ভারতের পূর্ব উপকূলকে কি বলা হতো?

উত্তর : করমণ্ডল উপকূল ।

(ছ) সরাই আদল' কি?

উত্তর : ভারতে মুসলিম শাসনামলের একটি বিখ্যাত বাজার ।

(জ) ভূমিহীন কৃষক প্রজাদের কি বলা হতো?

উত্তর : Serf বলা হতো ।

(ঝ) পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?

উত্তর : ফকির গরীবুল্লাহ।

(ঞ) সুলতানী আমলে হিন্দু অশ্বারোহী বাহিনীর নাম কি ছিল?

উত্তর : রাওয়াত ।

(ট) জিজিয়া' কর কে পুনরায় চালু করেন?

উত্তর : সম্রাট আওরঙ্গজেব।

(ঠ) সুলতানী আমলের সর্বোৎকৃষ্ট বস্ত্রের নাম কি?

উত্তর : মসলিন।

 

সেকশন-৩

 

(ক) শাহনামা মহাকাব্যটি কার শাসনামলে রচিত হয়?

উত্তর : শাহনামা মহাকাব্যটি সুলতান মাহমুদের শাসনামলে রচিত হয়।

(খ)হিন্দুকুশ পর্বতশ্রেণি ভারতবর্ষের কোন দিকে অবস্থিত?

উত্তর : উত্তরদিকে অবস্থিত।

(গ) সুলতানি ভারতে অনুষ্ঠান-ঘোষককে কী বলা হতো?

উত্তর : সুলতানি ভারতে অনুষ্ঠান-ঘোষককে নাকিব বলা হতো

(ঘ) 'আলিম' শব্দের অর্থ কী?

উত্তর : আলিম শব্দের অর্থ বিদ্বান, জ্ঞানী, পণ্ডিত ইত্যাদি।

(ঙ) ভক্তিবাদ আন্দোলনের সূচনা হয় ভারতবর্ষের কোন অংশে?

উত্তর : ভক্তিবাদ আন্দোলনের সূচনা হয় দক্ষিণ ভারতে।

(চ) সর্বোচ্চ পর্যায়ের মনসবদারের অধীনে কত জন সৈন্য থাকতো?

উত্তর : সর্বোচ্চ পর্যায়ের মনসবদারের অধীনে ১০,০০০ জন সৈন্য থাকতো।

(ছ) থমাস রো কোন দেশের পর্যটক ছিলেন?

উত্তর : থমাস রো ইংল্যান্ডের পর্যটক ছিলেন।

(জ) কাজী-উল-সরকার বলতে কাকে বুঝায়?

উত্তর : কাজী-উল-সরকার বলতে জেলার কাজীকে বুঝায়।

(ঝ) কোন জমিকে চাচর' বলা হতো?

উত্তর : তিন/চার বছর ফেলে রেখে যে জমিতে চাষ করা হতো।তাকে চাচর' জমি বলা হতো।

(ঞ) সম্রাট আকবর কার রাজস্ব ব্যবস্থাকে অনুসরণ করেন?

উত্তর : সম্রাট আকবর শেরশাহের রাজস্ব ব্যবস্থাকে অনুসরণ করেন।

(ট) ক্যাম্বে বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : ক্যাম্বে বন্দরটি ভারতের গুজরাটে অবস্থিত।

(ঠ) ডাচ কারা?

উত্তর : নেদারল্যান্ডের অধিবাসীরা ডাচ্ নামে পরিচিত।

 

সেকশন-৪


(ক) আমীর খসরু কে ছিলেন?

উত্তর : আমীর খসরু ছিলেন একজন সংগীতজ্ঞ ও কবি।

(খ) বন্দেগান-ই-খাস' কারা?

 উত্তর : বন্দেগান-ই-খাস বলা হতো অভিজাত ক্রীতদাসদের।

(গ)'আমীর-ই-আখুর' কে ছিলেন?

 উত্তর : অশ্বারোহী বাহিনীর প্রধান ছিলেন।

(ঘ) উলেমা ও উমারা কারা?

উত্তর: ইসলামি জ্ঞানে পারদর্শী শ্রেণি অর্থাৎ ইসলামি চিন্তাবিদদের উলেমা বলা হয় এবং অভিজাত শ্রেণিতে উমারা বলা হয়।

(ঙ) হিন্দু সমাজ কয়টি বর্ণে বিভক্ত?

উত্তর : হিন্দু সমাজ ৪ বর্ণে বিভক্ত।

(চ) বার্ফেমা কে ছিলেন?

উত্তর : বার্ণেমা একজন ইতালীয় বণিক ছিলেন।

(ছ) বিসমিল্লাহ খানী' কী ধরনের অনুষ্ঠান ছিল?

উত্তর : বিসমিল্লাহ খানী শিশুর সাথে সম্পৃক্ত একটি অনুষ্ঠান।

(জ) 'নওরোজ' কী?

উত্তর : পারস্যের নববর্ষ উদযাপন অনুষ্ঠানকে নওরোজ বলা হয়।

(ঝ)চিশতিয়া তরীকার প্রতিষ্ঠাতা কে?

উত্তর : হযরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)।

(ঞ) কবীর কে ছিলেন?

উত্তর : কবীর ছিলেন ভক্তি আন্দোলনের অন্যতম নায়ক ।

(ট) 'মনস' কী?

উত্তর : মনসব শব্দের অর্থ পদমর্যাদা বা অফিস এবং যিনি পদের অধিকারী ছিলেন তাকে বলা হতো মনসবদার ।

(ঠ) 'খালসা' কী?

উত্তর : যে জমির উপর সরকারি মালিকানা প্রতিষ্ঠিত হয় তাঁর খালসা।

 

সেকশন-৫

 

(ক) 'তাবাকাত-ই-নাসিরী' গ্রন্থের লেখক কে?

উত্তর : মিনহাজ-ই-সিরাজ ।

(খ) 'শাহনামা' মহাকাব্যটি কার শাসনামলে রচিত হয়?

উত্তর : শাহনামা মহাকাব্যটি সুলতান মাহমুদের শাসনামলে রচিত হয়।

(গ) দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আব্বাসীয় খলিফার স্বীকৃতি লাভ করেন?

উত্তর : সুলতান ইলতুৎমিশ।

(ঘ) পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর : ১৭৬১ সালে ।

(ঙ)ভারতে সতীদাহ প্রথা কে রহিত করেন?

উত্তর : সতীদাহ প্রথা রহিত করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।

(চ) সর্বোচ্চ পর্যায়ের মনসবাদারের অধীনে কতজন সৈন্য থাকতো?

উত্তর : সর্বোচ্চ পর্যায়ের মনসবদারের অধীনে ১০,০০০ জন সৈন্য থাকতো ।

(ছ) আড়াই-দিনকা-ঝোঁপড়া' মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর : আড়াই-দিন-কা-ঝোঁপড়া মসজিদ আজমীরে অবস্থিত।

(জ)ডাচ কারা?

উত্তর : নেদারল্যান্ডের অধিবাসীরা ডাচ্ নামে পরিচিত।

(ঝ) পোলাজ ভূমি কী?

উত্তর : যে ভূমিতে প্রতি বছর শস্য উৎপাদিত হতো তাকে বলা হতো পোলাজ ভূমি ।

(ঙ)জিজিয়া কর কে পুনরায় চালু করেন?

উত্তর : সম্রাট আওরঙ্গজেব।

(ট) ইকতা' শব্দের অর্থ কী?

উত্তর : ইকতা' শব্দের অর্থ খণ্ডিত ভূমি।

(ঠ)কোন জমিকে চাচর বলা হতো?

উত্তর : তিন/চার বছর ফেলে রেখে যে জমিতে চাষ করা হতো তাকে চাচর' জমি বলা হতো।

 

সেকশন-৬

 

(ক) রিয়াজুস সালাতীন' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : রিয়াজ-উস-সালাতীন গ্রন্থটি রচনা করেন গোলাম হোসেন সলিম।

(খ) টোডরমল কে ছিলেন?

উত্তর : টোডরমল ছিলেন সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী

(গ) ইবনে বতুতা কার সাথে সাক্ষাৎ করতে বাংলায় আগমন করেন?

উত্তর : হজরত শাহজালাল (র.)-এর সাথে ।

(ঘ)থমাস রো কোন দেশের পর্যটক ছিলেন?

উত্তর : থমাস রো ইংল্যান্ডের পর্যটক ছিলেন।

(ঙ) ভারতে 'মনসবদারি প্রথা' কে প্রবর্তন করেন?

উত্তর : ভারতে সম্রাট আকবর মনসবদারী প্রথা প্রবর্তন করেন।

(চ) ফিরিঙ্গি কাদের বলা হতো?

উত্তর : পর্তুগিজ জলদস্যদের ফিরিঙ্গি বলা হতো ।

(ছ) কুতুব মিনার কার সম্মানে নির্মিত হয়?

উত্তর : কুতুবুদ্দিন বখতিয়ার কাকী (রহ.)-এর সম্মানে।

(জ) আমির খসরু কোন সুলতানের দরবারী কবি ছিলেন?

উত্তর : আলাউদ্দিন খিলজি।

(ঝ) বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে?

উত্তর : বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন শ্রীচৈতন্য।

(ঞ) কত সালে বাংলা সনের প্রবর্তন করা হয়?

উত্তর : ১৫৫৬ সালে বাংলা সনের প্রবর্তন করা হয়।

(ট) পোর্টো গ্রান্ডি কী?

উত্তর : পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরকে পোর্টো গ্রান্ডি বলতো ।

(ঠ) হুলিয়া কী?

উত্তর : সুলতানি আমলে 'দিওয়ান-ই-আরয' প্রত্যেক সৈন্যের যে বর্ণনামূলক তালিকা প্রস্তুত করতো তাই হুলিয়া ।

মুসলিম ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস (৭১২–১৭৬৫ খ্রি.)  Islamic history and culture Masters suggestion Exam 2021

খ বিভাগ


১। ভারতে মুসলিম ইতিহাসের অন্যতম উৎস হিসেবে মুদ্রার গুরুত্ব ব্যাখ্যা কর।

২। সিন্ধু বিজয়ের ধর্মীয় ফলাফল কী ছিল?

৩। জায়গীরদারী ব্যবস্থা ব্যাখ্যা কর ।

৪। মাল জামিনী প্রথা সম্পর্কে লেখ।

৫। দীন-ই-ইলাহি এর উপর একটি টীকা লেখ ।

৬। মুহতাসিবের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ কর ।

৭। মধ্যযুগীয় ভারতে মক্তব ও টোল শিক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা  দাও।

৮। মুসলিম ভারতে নগরায়ণ সম্পর্কে ধারণা দাও।

৯। ভারতবর্ষকে কোন নৃতাত্ত্বিক জাদুঘর' বলা হয়?

১০। শ্রী চৈতন্যের পরিচয় দাও ।

১১। ভারতের চিরাচরিত হিন্দু বর্ণ প্রথার উপর একটি টীকা লিখ ।

১২। মাহুয়ান সম্পর্কে একটি টীকা লিখ ।

১৩। টোডরমলের জাবতি প্রথা বলতে কী বুঝায়?

১৪।  নগরায়নের কারণগুলো উল্লেখ কর।

 

গ বিভাগ


১। সামাজিক স্তরবিন্যাসের ধারণা দাও। সুলতানি ভারতের সামাজিক স্তরবিন্যাস পর্যালোচনা কর।

২। মধ্যযুগের ভারতের সমাজ ও রাজনীতিতে ভূমিকা উল্লেখ কর ।

৩। ইবনে বতুতার ভ্রমণ বৃত্তান্তের আলোকে বাংলার আর্থসামজিক ইতিহাসের একটি লেখচিত্র অঙ্কন কর।

৪। সম্রাট আকবরের মনসবদারী প্রথা সম্পর্কে আলোচনা কর ।

৫। মুসলিম ভারতে উদযাপিত বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবাদির উপর একটি নিবন্ধ রচনা কর।

৬। কবুলিয়ত ও পাট্টার' বিশেষ উল্লেখপূর্বক শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থা পর্যালোচনা কর ।

৭। মুঘল ভারতের কৃষি উৎপাদন ব্যবস্থার বিবরণ দাও ।

৮। সামন্তবাদ কী? ভারতীয় ও ইউরোপীয় সামন্তবাদের তুলনামূলক আলোচনা কর ।

৯। মধ্যযুগে ভারতের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর এবং জনজীবনে সেগুলোর প্রভাব ব্যাখ্যা কর ।

১০। সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের গুরুত্ব নিরূপণ কর।

১১। প্রধান প্রধান বন্দর-নগরী এবং আমদানি ও রপ্তানি সামগ্রীর উল্লেখপূর্বক মুঘল ভারতের ব্যবসায়-বাণিজ্যের গতি-প্রকৃতি বিশ্লেষণ কর ।

 


Post a Comment

Previous Post Next Post