বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস (১২০০-১৭৬৫) | Masters Islamic history suggestion Exam 2021

বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস (১২০০-১৭৬৫) সাজেসন্স  |  |  Masters Islamic history suggestion Exam 2021,

   

জাতীয় বিশ্ববিদ্যালয়
(ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ)
বিষয় কোড : ৩১১৬০৩
বিষয় : বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস (১২০০১৭৬৫ খ্রি.)


সেকশন-১


(ক) বাহারিস্তান-ই-গায়েবী গ্রন্থের লেখক কে?

উত্তর : বাহারিস্তান-ই-গায়বী গ্রন্থের লেখক মির্জা নাথান ।

(খ) সুলতানি আমলে উজিরকে কি বলা হতো?

উত্তর : সুলতানি আমলে উজিরকে প্রধানমন্ত্রী বলা হতো

(গ) নিকলো-দ্যা-কাস্তি কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তর : ইতালির।

(ঘ) সুলতানি আমলে সুলতানের দেহরক্ষী প্রধানের পদবি কি ছিল?

উত্তর : সিলাহদার ।

(ঙ) মনসব শব্দের অর্থ কি?

উত্তর : মনসব শব্দের অর্থ হলো- পদমর্যাদা।

(চ) হযরত শাহজালাল (রহ.) কোন দেশে জন্মগ্রহণ করেন?

উত্তর : ইয়েমেনে ।

(ছ) ইকতা কি?

উত্তর : সুলতানি শাসনামলে বাংলাকে কতগুলো পৃথক অঞ্চলে ভাগ করা হয়েছিল। এ অঞ্চলগুলোকে 'ইকতা' বলা হতো।

(জ)বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

উত্তর : ফখরুদ্দিন মুবারক শাহ ।

(ঝ) টংকা কি?

উত্তর : টংকা এক প্রকার রৌপ্য মুদ্রা।

(ঞ) ইউসুফ-জুলেখা এর রচয়িতা কে?

উত্তর : শাহ মুহাম্মদ সগীর।

(ট) পরী বিবি কে ছিলেন?

উত্তর : শায়েস্তা খানের কন্যা।

(ঠ) ফিরিঙ্গি কাদের বলা হতো?

উত্তর : পর্তুগিজ জলদস্যুদের।

 

সেকশন-২


(ক) রিয়াজ-উস-সালাতীন' গ্রন্থের লেখক কে?

উত্তর : রিয়াজ-উস-সালাতীন গ্রন্থটি রচনা করেন গোলাম হোসেন সলিম।

(খ) পর্যটক ইবনে বতুতা কখন বাংলায় আসেন?

উত্তর : ১৩৪৫-৪৬ সালে।

(গ) 'মালফুজাত' কী?

উত্তর : সুফিদের লিখিত চিঠিপত্রের সংকলন।

(ঘ) শেখ আলাউল হকের প্রতিষ্ঠিত তরিকার নাম কি?

উত্তর : চিশতিয়া ।

(ঙ) 'মসনদ-ই-আলা' কে ছিলেন?

উত্তর : ঈসা খান।

(চ)'বাংলার আকবর' কাকে বলা হয়?

উত্তর : আলাউদ্দিন হোসেন শাহকে।

(ছ) দিওয়ান কে?

উত্তর : মুঘল আমলে অর্থনৈতিক বিভাগের প্রধান কর্মকর্তা হলো দিওয়ান ।

(জ)'শাহনা-ই-মন্ডি' কাকে বলা হয়?

উত্তর : সুলতান আলাউদ্দিন খলজি বাজার তদারকি করার জন্য যে কর্মচারী নিযুক্ত করেন তাকেই শাহনা-ই-মন্ডি বলা হয়।

(ঝ) পোর্টো গ্রান্ডে হিসেবে পরিচিত কোন বন্দর?

উত্তর : চট্টগ্রাম বন্দর।

(ঞ) শেখ নূর কুতুবুল আলম কে?

উত্তর : শেখ নুর কুতুবুল আলম ছিলেন একজন বিখ্যাত পীর।

(ট) বারবোসা কোন দেশের পর্যটক?

উত্তর : পর্তুগালের ।

(ঠ) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলার দিওয়ানী লাভ করে?

উত্তর : ১৭৬৫ সালে।


সেকশন-৩


(ক) তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : জিয়াউদ্দিন বারানি।

(খ) মধ্যযুগের বিখ্যাত দুইজন সুফির নাম লিখ।

উত্তর : শেখ জালালউদ্দিন ও নূর কুতুব উল আলম।

(গ) সুলতানি আমলে উজিরকে কী বলা হতো?

উত্তর : সুলতানি আমলে উজিরকে প্রধানমন্ত্রী বলা হতো ।

(ঘ) কে বাংলাকে দোজখপুর-আন্ত-নেয়ামত নামে উল্লেখ করেছেন?

উত্তর : ইবনে বতুতা ।

(ঙ) নৌবাহিনীর প্রধানকে কী বলা হতো?

উত্তর : মীর-ই-বহর।

(চ) বাংলার প্রথম সুবাদার কে ছিলেন?

উত্তর : ইসলাম খান ।

(ছ)রাজবল্লভ কোন অঞ্চলের দিওয়ান ছিলেন?

উত্তর : জাহাঙ্গীর নগরের।

(জ)মধ্যযুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?

উত্তর : মধ্যযুগে বাংলার অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধশালী ছিল।

(ঝ) কাজী-উল-কুজ্জাহ অর্থ কী?

উত্তর : কাজী উল কুজ্জাত অর্থ প্রধান বিচারপতি ।

(ঞ) কে পদ্মাবতী' রচনা করেন?

উত্তর : আলাওল ।

(ট) টোডরমল কে ছিলেন?

উত্তর : টোডরমল ছিলেন সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী।

(ঠ) টেরাকোটা কী?

উত্তর : পোড়ামাটির ফলক।


সেকশন-৪


(ক) বাহারিস্তান-ই-গায়েবি গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : বাহারিস্তান-ই-গায়বী গ্রন্থের রচয়িতা মির্জা নাথান ।

(খ)ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তর : ইবনে বতুতা উত্তর আফ্রিকার মরক্কোর নাগরিক ছিলেন।

(গ) মালফুজাত কী?

উত্তর : সুফিদের লিখিত চিঠিপত্রের সংকলন।

(ঘ) মিনহাজ-উস-সিরাজ কে ছিলেন?

উত্তর : মিনহাজ-উস-সিরাজ ছিলেন ভারতবর্ষের মধ্যযুগের একজন বিখ্যাত ঐতিহাসিক ।

(ঙ)খবাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

উত্তর : ফখরুদ্দিন মুবারক শাহ।

(চ) 'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : ঐতিহাসিক আবুল ফজল ।

(ছ) শায়েস্তা খানের প্রকৃত নাম কি ছিল?

উত্তর : মির্জা আবু তালিব ওরফে শায়েস্তা খান ।

(জ) মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার নাম কি?

উত্তর : মালজামিনী।

(ঝ) ইসলাম খান কে ছিলেন?

উত্তর : ইসলাম খান বাংলার প্রথম সুবাদার ছিলেন।

(ঞ) কোন মুঘল সম্রাট রবার্ট ক্লাইভকে বাংলার দিওয়ান হিসাবে গ্রহণ করেন?

উত্তর : মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ।

(ট) মনসব শব্দের অর্থ কি?

উত্তর : মনসব শব্দের অর্থ হলো- পদমর্যাদা।

(ঠ) 'দশশালা বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন ?

উত্তর : লর্ড কর্নওয়ালিস।


সেকশন-৫


(ক) তবাকাত-ই-নাসিরী' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : মিনহাজ-ই-সিরাজ ।

(খ) বাংলায় চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা কে?

উত্তর : হযরত খাজা মইনুদ্দিন চিশতি ।

(গ)ঔমারা কারা?

উত্তর : মধ্যযুগে বাংলার অভিজাত শ্রেণি বা ঔমারার মধ্যে ছিল শাসক, আমত্যবর্গ, আলেম ওলামা, শেখ, সৈয়দ, পীর দরবেশ ইত্যাদি।

(ঘ)হিন্দু সমাজ প্রধান কয়টি বর্ণে বিভক্ত ছিল?

উত্তর : হিন্দু সমাজ ৪ বর্ণে বিভক্ত।

(ঙ)ভার্থেমা কে ছিলেন?

উত্তর : ভার্থেমা একজন ইতালীয় বণিক ছিলেন।

(চ) ইবনে বতুতার ভ্রমণ বৃত্তান্তের নাম কী?

উত্তর : 'রেহেলা'।

(ছ) পরিবিবির প্রকৃত নাম কী?

উত্তর : ইরান দুখত রহমত বানু।

(জ) ইতা কী?

উত্তর : সুলতানি শাসনামলে বাংলাকে কতগুলো পৃথক অঞ্চলে ভাগ করা হয়েছিল । এ অঞ্চলগুলোকে 'ইকতা' বলা হতো।

(ঝ) বাংলার প্রধান দু'টি বন্দরের নাম লেখ ।

উত্তর : সোনারগাঁও ও সাতগাঁও ।

(ঞ) কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন?

উত্তর : শেরশাহ ।

(ট) 'মালজামিনী' ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উত্তর : মুর্শিদকুলী খান।

(ঠ) জগৎ শেঠ কে ছিলেন?

উত্তর : জগৎ শেঠ নবাব সিরাজউদ্দৌলার আমলে একজন জমিদার, রাজা ও মহাজন ছিলেন।

 

সেকশন-৬


(ক) 'ফুতুহ-উস সালাতীন' গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর : খাজা আব্দুল মালিক ইমামী ।

(খ) সিলাহদার শব্দের অর্থ কী?

উত্তর : সিলাহদার শব্দের অর্থ বর্মরক্ষক (দেহরক্ষীর প্রধান)।

(গ) নৃপতি তিলক বাংলার কোন শাসকের উপাধি ছিল?

উত্তর : সুলতান আলাউদ্দিন হোসেন শাহের।

(ঘ) আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : ঐতিহাসিক আবুল ফজল।

(ঙ)'মনসব' শব্দের অর্থ কী?

উত্তর : মনসব শব্দের অর্থ হলো- পদমর্যাদা।

(চ) কে 'পদ্মাবতী' রচনা করেন?

উত্তর : আলাওল।

(ছ) 'শাহনা-ই-মণ্ডি' কাকে বলা হয়?

উত্তর : সুলতান আলাউদ্দিন খলজি বাজার তদারকি করার জন্য যে কর্মচারী নিযুক্ত করেন তাকেই শাহনা-ই-মন্ডি বলা হয়।

(জ) ফিরিঙ্গি কাদের বলা হতো?

উত্তর : পর্তুগিজ জলদস্যুদের।

(ঝ) দশশালা বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?

উত্তর : দশশালা বন্দোবস্ত' প্রথা লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন।

(ঞ) শায়েস্তা খানের প্রকৃত নাম কী ছিল?

উত্তর : মির্জা আবু তালিব ওরফে শায়েস্তা খান ।

(ট) শেখ নূর কুতুবুল আলম কে?

উত্তর : শেখ নুর কুতুবুল আলম ছিলেন একজন বিখ্যাত পীর

(ঠ) মালফুজাত কী?

উত্তর : সুফিদের লিখিত চিঠিপত্রের সংকলন।

 

বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস (১২০০-১৭৬৫) |  Masters Islamic history suggestion Exam 2021

খ বিভাগ


১। বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

২। সুলতানী আমলের সামাজিক শ্রেণিবিন্যাস কর।

৩। মুসলমানদের সামাজিক ও ধর্মীয় উৎসবের বর্ণনা দাও।

৪। শ্রী চৈতন্যের পরিচয় দাও ।

৫। ফখরুদ্দীন মুবারক শাহ এর পরিচয় দাও ।

৬। মুসলিম বাংলার গ্রামীণ জীবনের বিবরণ দাও ।

৭। মুঘল আমলে বাংলার বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর ।

৮। মালজামিনী' ব্যবস্থা কী?-ব্যাখ্যা কর।

৯। মধ্যযুগীয় বাংলার আর্থসামাজিক উৎসের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

১০। মুসলিম শাসন বাংলার নূতন যুগের সূচনা করেছিল-মন্তব্যটি ব্যাখ্যা কর।

১১। কবুলিয়াত ও পাট্টা বলতে কী বুঝ?

১২। বাংলার মুসলিম সমাজ বিকাশে সুফিদের অবদান উল্লেখ কর।

১৩। মধ্যযুগে বাংলার শাসন ব্যবস্থায় অভিজাত শ্রেণির ভূমিকা লিখ ।


গ বিভাগ


১। মুসলিম বাংলার ইতিহাস অধ্যয়নের উৎসসমূহের বিবরণ দাও ।

২। মধ্যযুগীয় বাংলার রাজনীতিতে ঔলেমা ও ঔমারা শ্রেণির ভূমিকা বর্ণনা কর।

৩। ইবনে বতুতার বর্ণনায় মুসলিম বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।

৪। বাংলার সাংস্কৃতিক উন্নয়নে মুঘল শাসকদের গৃহীত বৈচিত্র্যপূর্ণ কর্মসূচির সুদূরপ্রসারী ফলাফল আলোচনা কর ।

৫। মধ্যযুগে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখ।

৬। দশশালা বন্দোবস্তের' বিস্তারিত বিবরণ দাও ।

৭। মুঘল যুগের বাংলার কৃষিজীবীদের অবস্থা বর্ণনা কর।

৮। জগৎ শেঠ পরিবারের বিশেষ উল্লেখপূর্বক মুসলিম বাংলার মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা আলোচনা কর ।

৯। বখতিয়ার খলজি কর্তৃক বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর ।

১০। মধ্যযুগে বাংলার মুসলমানদের সামাজিক ও ধর্মীয় উৎসবাদির বিবরণ দাও ।

১১। মধ্যযুগীয় বাংলায় হিন্দু মুসলিম সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান ১১ এর বিবরণ দাও।

১২। মাল জামিনী ব্যবস্থার উল্লেখপূর্বক নবাব মুর্শিদকুলী খানের রাজস্ব শাসন পদ্ধতি আলোচনা কর।

১৩। মুসলিম বাংলার মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থার আলোচনা কর। এ প্রসঙ্গে জগত শেঠ পরিবারের ভূমিকা উল্লেখ কর।

 

 



Post a Comment

Previous Post Next Post