ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মাস্টার্স সাজেসন্স ২০২১ | ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস, ১২৫৮ খ্রি. পর্যন্ত সাজেসন্স |

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মাস্টার্স  সাজেসন্স  ২০২১ | ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস, ১২৫৮ খ্রি. পর্যন্ত  সাজেসন্স  | Masters suggestions exam 2021| Islamic History and  Culture|

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতহাস, ১২৫৮ খ্রি. পর্যন্ত
বিষয় কোড :৩১১৬০১


সেকশন-১


(ক) আল-মালা কি?

উত্তর : প্রাক ইসলামি আরবে গোত্রপতিদের সমন্বয়ে গঠিত মন্ত্রণা পরিষদ।

(খ) মুসলমানদের প্রথম কিবলা ছিল কোনটি?

উত্তর : বায়তুল মোকাদ্দাস ।

(গ) মাওয়ালীদের প্রতি সদয় ব্যবহার করেন কোন উমাইয়া খলিফা?

উত্তর : উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ বা দ্বিতীয় উমর।

(ঘ) যানজ বিদ্রোহ শেষ হয়েছিল কখন?

উত্তর : ৮৮৩ সালে।

(ঙ) খাঁটি আরবি মুদ্রা চালু করেন কোন খলিফা?

উত্তর : খলিফা আব্দুল মালিক খাঁটি আরবি মুদ্রা চালু করেন।

(চ) দিওয়ান আল জুনদ কি?

উত্তর : আব্বাসীয় শাসনামলে সামরিক বিভাগকে দেওয়ান আল-জুনদ বলে।

(ছ) বায়তুল হিকমার পরিচালক কে ছিলেন?

উত্তর : হুনায়ন ইবনে ইসহাক।

(জ) মদিনার পূর্ব নাম কি?

উত্তর : ইয়াসরিব।

(ঝ) ফাই কি?

উত্তর : বিনা যুদ্ধে প্রাপ্ত ভূমি বা সম্পদকে ফাই বলে।

(ঞ) ইসলামি অর্থনীতির মূল ভিত্তি কি?

(ট) আরব আলেকজান্ডার কাকে বলা হয়?

উত্তর : ওকবা ইবনে নাফি-কে।

(ঠ) প্রথম ইসলামি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন দেশে?

উত্তর : মিসরে ।

সেকশন-২

(ক)'আল মুকাদ্দিমা' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : ইবনে খালদুন ।

(খ) 'দিয়াত' শব্দের অর্থ কি?

উত্তর : রক্তপন প্রদান পূর্বক মুক্তিলাভ ।

(গ) মদীনা সনদ কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর : ৬২৪ সালে।

(ঘ) 'উমারা' কাদের বলা হয়?

উত্তর : অভিজাত শ্রেণিকে উমারা বলা হয়।

(ঙ) 'কুফু' কাকে বলে?

উত্তর : বিয়ের ক্ষেত্রে বর-কনের রুচি, চাহিদা, বংশ, যোগ্যতা সবকিছু সমান সমান বা কাছাকাছি হওয়াকে ইসলামি পরিভাষায় কুফু বলে।

(চ) 'ওয়ালিমা' কাকে বলে?

উত্তর : বিবাহের অনুষ্ঠিত শুভেচ্ছাভোজকে ওয়ালীমা বলে

(ছ) 'দিওয়ান আল জুনদ' কি?

উত্তর : আব্বাসীয় শাসনামলে সামরিক বিভাগকে দেওয়ান আল-জুনদ বলে।

(জ) যাকাতের' ব্যয়ের খাত কয়টি?

উত্তর : আটটি

(ঝ) বীর-ই রুমা কোথায় অবস্থিত?

উত্তর : মদীনায়।

(ঞ) 'উরফ' কাকে বলে?

উত্তর : উরফ হলো সেসব রীতিনীতি, আচার-অনুষ্ঠান ও নিয়মকানুন যা সমাজ কর্তৃক স্বীকৃত এবং মানুষ তা অকপটে গ্রহণ করেছে বা মেনে নিয়েছে।

(ট) মুশারাকা' কি ধরনের ব্যবসা?

উত্তর : অংশীদারিত্ব ব্যবসা ।

(ঠ) রেশম পথ কি?

উত্তর : রেশম পথ হচ্ছে চীন থেকে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ বাণিজ্য পথ ।

 

সেকশন-৩ 

(ক) আল-মালা কী?

উত্তর : প্রাক ইসরামি আরবে গোত্রপতিদের সমন্বয়ে গঠিত মন্ত্রণা পরিষদ।

(খ) আসাবিয়া অর্থ কী?

উত্তর : গোত্রপ্রীতি ।

(গ) মাওয়ালীদের প্রতি সদয় ব্যবহার করেন কোন উমাইয়া খলিফা ?

উত্তর : উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ বা দ্বিতীয় উমর।

(ঘ) দিওয়ান কী?

উত্তর : রাজস্ব আদায় ও বণ্টন কার্যাদি নিয়ন্ত্রণ করার জন্য হযরত উমর (রা.) যে রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেন তাকে দিওয়ান বলা হয় ।

(ঙ) খিলাফত কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ৬৩২ সালে।

(চ) খাঁটি আরবি মুদ্রা চালু করেন কোন খলিফা?

উত্তর : খলিফা আব্দুল মালিক।

(ছ) কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন?

উত্তর : খলিফা মুয়াবিয়া।

(জ) বায়তুল হিকমার পরিচালক কে ছিলেন?

উত্তর : হুনায়ন ইবনে ইসহাক।

(ঝ) ফিল্মী কারা?

উত্তর : ইসলামি রাষ্ট্রে অমুসলিম সম্প্রদায়কে বলা হয় জিম্মি।

(ঞ) ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কী?

উত্তর : কুরআন ও হাদিস।

(ট) আল গনিমাত কী?

উত্তর : যুদ্ধলবদ্ধ সম্পদ।

(ঠ) প্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন দেশে?

উত্তর : মিসরে।

সেকশন-৪

 

(ক) 'আল মুকাদ্দিমা' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : ইবনে খালদুন ।

(খ) মুসলমানদের প্রথম কিবলা ছিল কোনটি?

উত্তর : বায়তুল মোকাদ্দাস।

(গ) মদিনা সনদ কত সালে সাক্ষরিত হয়?

উত্তর : মহানবি (সা.) ৬২৪ খ্রিস্টাব্দে মদিনা সনদ সাক্ষরিত হয়।

(ঘ) যাদ বিদ্রোহ শেষ হয়েছিল কখন?

উত্তর : ৮৮৩ সালে।

(ঙ) উমারা কাদের বলা হয়?

উত্তর : অভিজাত শ্রেণিকে উমারা বলা হয় ।

(চ) দিওয়ান আল জুনদ কী?

উত্তর : আব্বাসীয় শাসনামলে সামরিক বিভাগকে দিওয়ান আল- জুনদ বলে।

(ছ) 'কুফু' কাকে বলা হয়?

উত্তর : বিয়ের ক্ষেত্রে বর-কনের রুচি, চাহিদা, বংশ, যোগ্যতা সবকিছু সমান সমান বা কাছাকাছি হওয়াকে ইসলামি পরিভাষায় কুফু বলে ।

(জ)মদিনার পূর্ব নাম কি?

উত্তর : ইয়াসরিব।

(ঝ) ফাই কী?

উত্তর : বিনা যুদ্ধে প্রাপ্ত ভূমি বা সম্পদকে ফাই বলে ।

(ঞ) যাকাতের ব্যয়ের খাত কয়টি?

উত্তর : যাকাতের ব্যয়ের খাত আটটি।

(ট) আরবদের আলেকজান্ডার কাকে বলে?

উত্তর : ওকবা ইবনে নাফিকে।

(ঠ) উরফ কাকে বলে?

উত্তর : উরফ হলো সেসব রীতিনীতি, আচার-অনুষ্ঠান ও নিয়মকানুন যা সমাজ কর্তৃক স্বীকৃত এবং মানুষ তা অকপটে গ্রহণ করেছে বা মেনে নিয়েছে ।

সেকশন-৫

 

(ক) আল মালা কী?

উত্তর : প্রাক ইসলামি আরবে গোত্রপতিদের সমন্বয়ে গঠিত মন্ত্রণা পরিষদ ।

(খ) 'আসাবিয়া' অর্থ কী?

উত্তর : 'আসাবিয়া' অর্থ গোত্রপ্রীতি ।

(গ) 'তিজরাত' শব্দের অর্থ কী?

উত্তর : তিজরাত শব্দের অর্থ ব্যবসা বা বাণিজ্য ।

(ঘ) মাওয়ালীদের প্রতি সদয় ব্যবহার করেন কোন উমাইয়া খলিফা?

উত্তর : উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ বা দ্বিতীয় উমর।

(ঙ) খালসা ভূমি কী?

উত্তর : যে ভূমি থেকে আদায়কৃত রাজস্ব রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য সম্পূর্ণ সরকারি কোষাগারে জমা হতো, তাকে খালসা ভূমি বলে।

(চ) 'বায়তুল মাল'-এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর : খলিফা হজরত ওমর (রা.)।

(ছ) খাঁটি আরবি মুদ্রা চালু করেন কোন খলিফা?

উত্তর : খলিফা আব্দুল মালিক ।

(জ)দিওয়ান কী?

উত্তর : রাজস্ব আদায় ও বণ্টন কার্যাদি নিয়ন্ত্রণ করার জন্য হযরত উমর (রা.) যে রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেন তাকে দিওয়ান বলা হয় ।

(ঝ) মুদারাবা কী?

উত্তর : মুদারাবা এক ধরনের ব্যবসায়িক চুক্তি।

(ঞ) রিবা আল ফদল কী?

উত্তর : রিবা আল ফদল হচ্ছে সাদৃশ্যপূর্ণ দুটি জিনিসের হাতে হাতে তাৎক্ষণিক বিনিমেয়ে বাড়তি নেয়া। যেমন ঋণের বিনিময়ে বেশি ঋণ গ্রহণ ৷

(ট) মিশর কোথায় অবস্থিত?

উত্তর : আফ্রিকা মহাদেশে অবস্থিত।

(ঠ) 'হিমা' কী?

উত্তর : হিমা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে জমি বণ্টনের একটি পদ্ধতি।

 

সেকশন-৬ 

(ক) 'দিয়াত' শব্দের অর্থ কী? 

উত্তর : রক্তপণ প্রদানপূর্বক মুক্তিলাভ ।

(খ) খিলাফত কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ৬৩২ সালে।

(গ) 'ওয়ালিমা' কাকে বলে?

উত্তর : বিবাহের অনুষ্ঠিত শুভেচ্ছাভোজকে ওলীমা বলে ।

(ঘ) মাওয়ালী কারা?

উত্তর : অনারব নওমুসলিমদেরকে মাওয়ালি বলা হয় ।

(ঙ) শুয়্যুবিয়াহ আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর : ইব্রাহিম আবু মুসলিম ।

(চ) কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন?

উত্তর : খলিফা মুয়াবিয়া ।

(ছ) বায়তুল হিকমার পরিচালক কে ছিলেন?

উত্তর : হুনায়ন ইবনে ইসহাক।

(জ) নসর বিন সাইয়্যার কে ছিলেন?

উত্তর: খোরাসানের শাসনকর্তা ছিলেন।

(ঝ) কুফু' বলতে কী বুঝায়?

উত্তর: বিয়ের ক্ষেত্রে বর-কনের রুচি, চাহিদা, বংশ, যোগ্যতা সমান সমান বা কাছাকাছি হওয়াকে ইসলামি পরিভাষায় কুফু বলে।

(ঞ) ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কী?

উত্তর: কুরআন ও হাদিস।

ট) মুশারাকা শব্দের অর্থ কী?

উত্তর: মুশারাকাহ্ শব্দের অর্থ অংশিদারিত্ব ।

(ঠ) রেশম পথ কী?

উত্তর: রেশম পথ হচ্ছে চীন থেকে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ বাণিজ্য পথ।

 ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মাস্টার্স  সাজেসন্স  ২০২১ | ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস, ১২৫৮ খ্রি. পর্যন্ত  সাজেসন্স  |

খ বিভাগ


১। প্রাক্-ইসলামি আরবের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল?

২। খারাজ ও উশরের মধ্যে পার্থক্য কী?

৩। হযরত ওমর (রা.)-এর খিলাফতকালীন ভূমিনীতি লেখ

৪। “জিজিয়া' সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

৫। যাকাতের সামাজিক তাৎপর্য ব্যাখ্যা কর

৬। মদিনা রাষ্ট্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর

৭। সংসার জীবনে স্ত্রীর ভূমিকা মূল্যায়ন কর।

৮। ইসলামে সম্পদ বলতে কী বুঝ?

৯। মদিনা রাষ্ট্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর ।

১০। যাকাত ব্যয়ের খাতসমূহ লিখ ।

১১। বায়তুল মালের কার্যাবলি আলোচনা কর।

১২। মুদারাবা বলতে কি বুঝায়?

১৩। ইসলামী উত্তরাধিকারী আইন ব্যাখ্যা কর।

১৪। ব্যবসা-বাণিজ্যে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?


গ বিভাগ


১। মহানবি (স.) এর আমলে রাষ্ট্রীয় আয়ের উৎস ও ব্যয়ের খাতসমূহের বিবরণ দাও ।

২। মদিনা সনদের প্রধান ধারাগুলো বিশ্লেষণ কর।

৩। উরফ ও আদত কী? মুসলিম আইনের বিকাশে উরফের ভূমিকা নিরূপণ কর।

৪। ওযুবিয়াহ আন্দোলন বলতে কী বুঝ? উমাইয়া শাসনের শেষ অধ্যায়ে কেন এ আন্দোলন বেগবান হয়?

৫। মাওয়ালী কারা? ইসলামের ইতিহাসে তাদের সামাজিক অবস্থা নির্ণয় কর।

৬। আব্বাসীয় শাসনামলে কৃষি ও শিল্পের অগ্রগতির বিবরণ দাও ।

৭। ইসলামি ব্যাংক ব্যবস্থা বলতে কী বুঝ? এর বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

৮। মুসলিম শাসনে স্পেনে শিল্প খাতে উন্নতির বিবরণ দাও।

৯। ইসলাম পূর্ব আরবদেশের আর্থ-সামাজিক অবস্থা পর্যালোচনা কর এবং মহানবী (সঃ) এ ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সংস্কার করেছিলেন এর মূল্যায়ন কর ।

১০। আবাদি ও অনাবাদি ভূমি ব্যবস্থাপনায় খলিফা ওমর (রাঃ) কর্তৃক গৃহিত ব্যবস্থাবলির বিশেষ উল্লেখপূর্বক ইসলামে ভূমিনীতি আলোচনা কর।

১১। খুলাফাই রাশেদুনের আমলে রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ আলোচনা কর।

১২। সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য কী? সুদের ধ্বংসাত্মক প্রতিক্রিয়া নিরূপণ কর।

১৩। খিলাফাত যুগের মুসলিম বিশ্বে শিল্পের বিকাশ সংক্ষেপে আলোচনা কর।







Post a Comment

Previous Post Next Post